ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
মিশর পৌঁছেছে ফিলিস্তিনি শরণার্থীদের প্রথম বহর ইসরাইল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিল জর্ডানও দুই রাষ্ট্রের তত্ত্বকে সমর্থন পোপের অবিলম্বে রক্তপাত বন্ধ করার আহ্বান রাশিয়ার হামাস দুর্বল হলে হিজবুল্লাহ সংঘর্ষে অংশ নেবে : নিউইয়র্ক টাইমস

শরণার্থীশিবিরে হামলায় নিহত বেড়ে ১৯৫, নিখোঁজ ১২০

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৩ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থীশিবিরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুইবার বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এই দুই দফা হামলায় শরণার্থীশিবিরটিতে হতাহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। গাজার প্রশাসনের প্রচার দপ্তর থেকে দেয়া তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজা প্রশাসনের দেয়া তথ্য বলছে, দুই দফার ইসরাইলি হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছেন। এখনো খুঁজে পাওয়া যায়নি ১২০ জনকে। তারা বেঁচে আছেন না নিহত হয়েছেন সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। নিহত এবং নিখোঁজের বাইরেও ইসরাইলি হামলায় অন্তত ৭৭৭ জন গুরুতর আহত হয়েছে।

এদিকে, কাতারের মধ্যস্থতায় রাফাহ ক্রসিং দিয়ে গাজায় আহত ফিলিস্তিনি এবং দ্বৈত নাগরিকদের মিশরে যাওয়ার অনুমতি মিলেছে। গাজা থেকে রাফাহ ক্রসিং দিয়ে আহত ফিলিস্তিনিদের নিয়ে অ্যাম্বুলন্সের প্রথম বহরটি মিশর পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বিবিসি। কায়রোতে বিবিসির প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বুধবার পৌঁছানো প্রথম বহরে অন্তত সাতজন রোগী মিশর এসেছেন। আরো অ্যাম্বুলেন্স আসছে। গাজা থেকে আসা আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য রাফাহ সীমান্তের কাছে শেখ জুয়েইদে মিশর একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করেছে।

বুধবার ৮৮ জন আহত ফিলিস্তিনিকে মিশরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে বলেও ধারণা প্রকাশ করেছেন বিবিসির প্রতিনিধিরা। তবে বিষয়টি এখনো তারা নিশ্চিত হতে পারেননি। আহতদের সঙ্গে প্রায় ৫০০ জন দ্বৈত নাগরিককে এদিন রাফাহ ক্রসিং পার হওয়ার অনুমতি দেয়া হবে বলেও জানা গেছে। মিশরের এই সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, ‘অসুস্থদের উদ্ধারে আমরা মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একজোট হয়ে কাজ করছি এবং তাদের সহায়তা করা অব্যাহত রাখবো। আমাদের গাজায় চিকিৎসা ত্রাণ সহায়তা পাঠানোর গতি অবিলম্বে ত্বরান্বিত করা দরকার। সেইসঙ্গে হাসপাতালগুলিকে অবশ্যই বোমাবর্ষণের নিশানা এবং সামরিক কাজে ব্যবহার করা থেকে রক্ষা করতে হবে।’ আহতদের সরিয়ে নেয়ার পর প্রতিদিন ৫০০ জন করে দ্বৈত নাগরিকদের রাফাহ ক্রসিং পার হওয়ার সুযোগ দেয়া হবে বলে জানায় বিবিসি।

গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় মঙ্গলবার পর্যন্ত ৮ হাজার ৭৯৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। যাদের মধ্যে ৩ হাজার ৬৪৮ জনই শিশু। ওই দিন ভোরে গাজা থেকে হামাস অতর্কিতে ইসরাইলে বৃষ্টির মত রকেট বর্ষণ করার পর সীমান্ত বেড়া ভেঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে প্রবেশ করে রীতিমত হত্যাযজ্ঞ চালায়। সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হত্যা করে ১৪শ’র বেশি জনকে। অপহরণ করে নিয়ে যায় আরো প্রায় ২৩০ জনকে। ওই হামলার প্রতিশোধ নিয়ে হামাসকে নির্মূল করার অভিযানে নেমেছে ইসরাইল। যার বলি হচ্ছে গাজার লাখ লাখ সাধারণ ফিলিস্তিনি। যারা দশকের পর দশক ধরে নিজেদের মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে।

ইসরাইল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিল জর্ডানও : গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর গাজায় ধারাবাহিকভাবে হামলা চালানোর প্রতিবাদে প্রথমবারের মতো সরাসরি পদক্ষেপ নিয়েছে জর্ডান। গতকাল ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে দেশটি। আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক খবরে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- রাষ্ট্রদূত সরিয়ে নেয়ার সিদ্ধান্তের মাধ্যমে তারা গাজায় ইসরাইলের হামলাকে প্রত্যাখ্যান এবং এর নিন্দা জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল গাজায় যুদ্ধ বন্ধ করলেই কেবল দেশটিতে আবারও রাষ্ট্রদূতকে পাঠানো হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে- ইসরাইলি অভিযান নিরীহদের হত্যা করছে এবং একটি নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটাচ্ছে।
দুই রাষ্ট্রের তত্ত্বকে সমর্থন পোপের : গাজায় যুদ্ধবিরতির আবেদন জানিয়ে আগেই মুখ খুলেছিলেন পোপ ফ্রান্সিস। এবার দুই রাষ্ট্রের তত্ত্বকে সমর্থন করে বিবৃতি দিলেন তিনি। পোপের বক্তব্য, চলতি সংঘাত এড়াতে গেলে দুই রাষ্ট্রের পরিকল্পনা করতেই হবে। নইলে কোনোপক্ষকেই শান্ত রাখা যাবে না। তবে জেরুজালেমকে বিশেষ স্টেটাস বা গুরুত্ব দিয়ে এই দুই রাষ্ট্র থেকে আলাদা রাখার কথা বলেছেন তিনি।

ইটালির এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় স্পষ্ট করে নিজের অভিমত প্রকাশ করেছেন পোপ। তার মতে ওসলো অ্যাকর্ড মেনে দুই দেশ তৈরির সময় এসে গেছে। একমাত্র এই উপায়েই সাম্প্রতিক সংঘাত রুখে দেয়া সম্ভব। দুইটি বিষয় নিয়ে বিশেষ করে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ। এক, চলতি সংঘাতে বহু বেসামরিক প্রাণ যাচ্ছে। ৭ অক্টোবরের ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, বিশ্বজুড়ে অ্যান্টিসিমেসিজম বা ইহুদিবিরোধী বিদ্বেষ নতুন করে জন্ম নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দ্রুত এর সমাধান প্রয়োজন বলে মনে করেন তিনি।

অবিলম্বে রক্তপাত বন্ধ করার আহ্বান রাশিয়ার : ফিলিস্তিনে ইসরাইলের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে যাতে এ সংঘাত সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না যায়, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া ফিলিস্তিন সম্পর্কিত সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন চলাকালীন বলেছিলেন। তিনি বলেন, ‘প্রথমত, রক্তপাত বন্ধ করা এবং সমগ্র অঞ্চলকে গ্রাস করা থেকে সঙ্কট রোধ করা প্রয়োজন। অন্যথায়, সংঘাত কখনই বন্ধ হবে না।’ তিনি ‘মধ্যস্থতাকারীদেরকে জিম্মিদের দ্রুত মুক্তি সহ একটি কূটনৈতিক সমাধানে কাজ করতে দিতে’ আহ্বান জানান। ‘শীঘ্রই বা পরে এ পথেই হাঁটতে হবে; একমাত্র প্রশ্ন হল এর মধ্যে কতজন নিরীহ মানুষ মারা যাবে,’ তিনি উল্লেখ করেছিলেন।

হামাস দুর্বল হলে হিজবুল্লাহ সংঘর্ষে অংশ নেবে : লেবাননের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাস ‘দুর্বল’ হয়ে পড়লে তাদেরকে সমর্থন দিতে শিয়া সংগঠন হিজবুল্লাহ ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে অংশ নেবে। সংবাদপত্রের মতে, হামাসকে ধ্বংস করার হুমকি হিজবুল্লাহর জন্য সংঘাতে হস্তক্ষেপের জন্য একটি লাল রেখা হবে। শিয়া সংগঠন সম্ভবত মধ্যপ্রাচ্য সংঘাতের আরও বৃহত্তর বৃদ্ধি এড়াতে তার বাহিনীকে ঠেকিয়ে রাখছে, কর্মকর্তা উল্লেখ করেছেন। তার মতে, হিজবুল্লাহ বিশ্বাস করে যে, হামাসের এখনই সাহায্যের প্রয়োজন নেই। সূত্র : বিবিসি, আল-জাজিরা, তাস।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন

মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন

১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত

১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত

আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল

আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান