ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
স্বতঃস্ফূর্ত অবরোধ পালন করায় দেশবাসীকে বিএনপির ধন্যবাদ

৫-৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তিনদিনের সর্বাত্মক অবরোধ পালনের পর ফের আগামী ৫ নভেম্বর রোববার ও ৬ নভেম্বর সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুই দিনের এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। আগের মতোই রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশের সড়কপথ, নৌ পথ ও রেল পথ অবরোধ করবেন বিএনপি নেতাকর্মীরা। এসময় এক জেলার সঙ্গে অন্য জেলা এবং এক উপজেলার সঙ্গে অন্য উপজেলার সব ধরণের যোগাযোগ বন্ধ থাকবে বলে জানান তিনি। এ ছাড়া ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে শুরু করে গতকাল পর্যন্ত সারাদেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের গুলি ও হামলায় নিহত ৭ নেতাকর্মী, একজন নেতার স্ত্রী ও একজন সাংবাদিক নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার দোয়া ও মোনাজাতের কর্মসূচি দিয়েছে বিএনপি। এদিন সারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত হবে। একই ধরণের কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টিসহ অন্যান্য সরকার বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দল।

গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে হামলা, হত্যার প্রতিবাদে ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ দেয়। গতকাল বৃহস্পতিবার সেই কর্মসূচি শেষ হয়েছে।

হরতাল ও পরবর্তীতে অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষের সমর্থন ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে জানিয়েছে বিএনপি নেতারা। বিএনপি ও সাধারণ মানুষের এই অবরোধে টানা তিনদিন সারাদেশের সঙ্গে রাজধানী কার্যত বিচ্ছিন্ন ছিল। একইভাবে এক জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগও ছিল বিচ্ছিন্ন। অবরোধের তিনদিন সরেজমিনে রাজধানী ঘুরে ও ঢাকার বাইরের জেলাগুলো থেকে ইনকিলাব প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণার পর পরিবহন মালিক সমিতি বাস চলাচলের ঘোষণা দিলেও ওই তিনদিন রাজধানী থেকে দূরপাল্লার কোন বাস ঢাকা ছেড়ে যায়নি, ঢাকার বাইরে থেকে কোন বাসও ঢাকায় আসেনি। ঢাকার গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালগুলোতে বাস কাউন্টার ছিল বন্ধ। পরিবহন মালিক ও চালকরা জানান, যাত্রী না থাকায় বাস চলাচল করা সম্ভব হচ্ছে না। গতকাল শ্যামলী পরিবহনের গাবতলী কাউন্টার মাস্টার প্রভাত কুমার জানান, প্রতিদিনই বিভিন্ন গন্তব্যে গাবতলী কাউন্টার থেকে ৬০টি গাড়ী ছেড়ে গেলেও অবরোধের সময় যাত্রী পাওয়া যাচ্ছে না। গোল্ডেন লাইনের কাউন্টার মাস্টার আসগর আলী বলেন, যাত্রীরা আতঙ্কে বাইরে বের হচ্ছে না। দূরপাল্লার বাস না চললেও সাভার, নবীনগর, ইপিজেড পর্যন্ত কিছু লোকাল বাস চলাচল করছে, তবে তা সংখ্যায় খুবই কম।

রাজধানীতে দেখা যায়, সাধারণ দিনে ঢাকা শহর যানজটে স্থবির হয়ে থাকে। কিন্তু অবরোধের সময় ঢাকার প্রায় প্রতিটি সড়কই ছিল ফাঁকা। মাঝে মাঝে কিছু ব্যক্তিগত গাড়ী ও গণপরিবহন দেখা যায়। কিন্তু সেগুলোতেও যাত্রী ছিল ফাঁকা। অধিকাংশ গাড়ীই আসন ফাঁকা রেখে চলাচল করছিল। ভিক্টর পরিবহনের চালক আমিরুল জানান, রাস্তায় যাত্রী পাওয়া যাচ্ছে না। মানুষ বের হচ্ছে কম। ফাঁকা বাস নিয়েই চলাচল করতে হচ্ছে পুরো রুটে।
একাধিক সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জরুরি প্রয়োজন যাদের তারাই বের হচ্ছে, প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া মানুষ খুব একটা দেখা মেলেনি। একই চিত্র দেখা যায় সদরঘাটে, যাত্রী না থাকায় লঞ্চগুলো সদরঘাট ছেড়ে যায়নি, ঢাকার বাইরে থেকেও কোন লঞ্চ ঢাকায় আসেনি। তবে রেল যোগাযোগ ছিল স্বাভাবিক। কিন্তু প্রতিটি ট্রেনই ছিল অন্য দিনের তুলনায় অনেক ফাঁকা।
বিএনপি নেতাকর্মীরা প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানসহ ঢাকার বাইরে প্রতিটি জেলাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস, পণ্যবাহী পিকআপ, ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অবরোধ কর্মসূচি পালন করতে হয়ে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দলটির ২৭২জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা হয়েছে ১৬টি, এসব মামলায় আসামী করা হয়েছে ১ হাজার ৩৫৫ জনকে, আহত হয়েছেন ৪০ জনের অধিক নেতাকর্মী।

আর ২৮ অক্টোবর মহাসমাবেশ, হরতাল, অবরোধকে কেন্দ্র করে গতকাল পর্যন্ত বিএনপির ৪ হাজার ৫৫৫ জনের অধীক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ৯৬টির অধিক। এই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৪৭৬ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন নেতাকর্মী, এক জনের স্ত্রী এবং একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে- ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় যুবদল নেতা শামীম। ২৯ অক্টোবর হরতাল শেষে বাড়ি ফেরার পথে আদাবর থানার সাবেক যুবদল নেতা বর্তমানে আদাবর থানাধীন ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রশিদকে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মারধর করার পর একটি নির্মানাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দিয়ে নিমর্মভাবে হত্যা করে। ২৯ অক্টোবর ফরিদপুরের নগরকান্দা ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ীতে পুলিশ তল্লাশীর নামে ভাংচুর চালায় এবং পরিবারের সদস্যদের হুমকি-ধামকি প্রদর্শনের সময় তার স্ত্রী রেঞ্জুয়ারা বেগম ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঢাকা সাংবাদিক ইউনিনের সদস্য ও সচিত্র সদেশের সাবেক নির্বাহী সম্পাদক সাংবাদিক রফিক ভুঁইয়া ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে তার দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ বাহিনীর ছোড়া টিয়ার শেলে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর মৃত্যুবরণ করেন। ৩১ অক্টোবর অবরোধ চলাকালে কিশোরগঞ্জ জেলাধীন কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বিল্লাল মিয়াকে পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করে। ১ নভেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালবাজারে বিএনপির অবরোধ চলাকালে পুলিশ গাড়ী চাপা দিয়ে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলুকে নির্মমভাবে হত্যা করে। একই দিন কুমিল্লা দক্ষিণের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেনকে গ্রেফতারের সময় পুলিশের নির্যাতনে জাকির হোসেনের মৃত্যু হয়। কিশোরগঞ্জের ভৈরব পৌর শাখার ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ আশিক মিয়া ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন পুলিশের টিয়ারশে গুরুতর আহত হয়ে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর মৃত্যুবরণ করেন।

গতকাল অবরোধের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। খিলগাঁও থানার সামনে ছাত্রদল নেতা ডা. আউয়ালের নেতৃত্বে বিক্ষোভ ও পিকেটিং করে ছাত্রদল, ধোলাইপাড় থেকে দয়াগঞ্জ অবরোধ করে বিএনপি, ধানমন্ডিতে বিএনপি ও ছাত্রদল, এয়ারপোর্ট রোডের খিলক্ষেত এলাকায় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে ছাত্রদল, কাটাবন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ল্যাব এইডের সামনে যুবদল, শান্তিনগরে স্বেচ্ছাসেবক দল, শাহজাহানপুরে যুবদল, এছাড়া শেরে বাংলানগর, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

এদিকে গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। একই সময়ে ঢাকা উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া ও আমিনুল হকের ড্রাইভার মো. মাহবুবকে গ্রেফতার করা হয়। এছাড়া যাত্রাবাড়ী থেকে বিশিষ্ট আর্টিস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সঞ্জয় দে রিপন এবং ঢাকা মহানগর বিএনপি নেতা শিপন, শাহ আলী থানা বিএনপির মো. সোলায়মান দেওয়ান, মুগদা বিএনপির মনির হোসেন, মহানগর দক্ষিণের মো. শিহাব, আফজাল হোসেন মঞ্জু, মো. বাদল মোল্লা, খন্দকার ওসমান গণি খান টুটুল, মো. স্বপন, মো. মাসুদ রানা, খালিদ কিবরিয়া লাকি, শামীম, মো. মোকসেদ মিয়া, শোয়েব আহমেদ ফারুক, মাহবুব উর রহমান ফারুক প্রমুখকে গ্রেফতার করা হয়।

বগুড়া ব্যুরো জানায়, বিভিন্ন স্থানে পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জেলার নিশিন্দারা বারপুর এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ দেওয়া হয়। ট্রাক ড্রাইভার নূর হোসেন জানান, ট্রাকটি সার্ভিসিংয়ের জন্য গ্যারেজ থেকে বের করে পাশের গ্যারেজে নিয়ে যাচ্ছিলাম। তখন রাস্তায় ৬ থেকে ৭ জনকে দেখে ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করাই। এমন সময় তারা দৌঁড়ে এসে বোতল থেকে পেট্রোল ঢেলে দিয়ে গাড়িয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে শেষ দিনেও শান্তিপূর্ণভাবে পালিত হয় কর্মসূচি। নগরী এলাকায় অটোরিকশা, রিকশায় যাত্রী থাকলেও বাইরের রাস্তায় ফাঁকা ছিল। দূরপাল্লার কোন যানবাহন চলেনি। বিআরটিসির ডিপো ছিল বন্ধ। সকালের দিকে কাটাখালি এলাকায় বিএনপি-জামায়াত কর্মীরা পিকেটিং করে।

সিলেট ব্যুরো জানায়, গতকাল অনেকটা শান্ত পরিস্থিতি ছিল সিলেটে। বিক্ষিপ্ত কিছু পিকেটিং এর ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। সকাল থেকেই মহানগরে সিএনজি রিকশা চলাচল করলেও গণপরিবহন চলেনি। দূরপ্লালার বাস সিলেটে আসেনি, সিলেট থেকে কোন ধরনের বাস বের হয়নি।
কক্সবাজার ব্যুরো জানায়, সাথে দেশের সব এলাকার সড়ক যোগাযোগ ছিল বন্ধ। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছিল ফাঁকা। তবে বিকেলে শহরের অলিগলিতে ছোট যানবাহন চলাচল বেড়েছে। এদিকে তিনদিনের অবরোধে পর্যটন শহর কক্সবাজার হয়ে পড়ে ফাঁকা। অবরোধের আগেই কক্সবাজার ছেড়েছেন পর্যটকরা। কয়েকজন হোটেল মালিক নিশ্চিত করেছেন তিনদিনের অবরোধে কক্সবাজার পর্যটক শূন্য হয়ে পড়ে।

বরিশাল ব্যুরো জানায়, অবরোধের শেষ দিনেও বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের বাস সার্ভিস বন্ধ ছিল। তবে সীমিত কিছু পণ্য পরিবহন হয়েছে। নৌপথেও স্বাভাবিকের অনেক কম যাত্রী চলাচল লক্ষ্য করা গেছে। গত বুধবার বরিশাল মহানগরীতে মিছিলের প্রস্তুতিকালে সাবেক দুই এমপিসহ ১০ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের পরে বৃহস্পতিবার আর কোন পিকেটিং লক্ষ্য করা যাায়নি। তবে নগরীর কয়েকটি এলাকায় ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। সর্বত্রই পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী টহলের পাশাপাশি সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে।

বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, অবরোধের তৃতীয় দিনে বিএনপি ও জামায়াতের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। কুমারখালীতে ৮, ভেড়ামারাতে ৩, খোকসাতে ১ এবং কুষ্টিয়াতে ১ জন। এর মধ্য ৯ জন বিএনপি এবং জামায়াতের ৪ জন। সীমিত আকারে চলাচল করে রিকশা, ভ্যান, অটোসহ অন্যান্য যাত্রীবাহী পরিবহন। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, জেলায় রাজপথ দখল করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে অবরোধকারীরা কোনঠাসা। অবরোধে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। সকালে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করার চেষ্টা করছে।

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার হোগলডাঙ্গা এলাকায় রাস্তা অবরোধ করে নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগে ওইদিন রাতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ সাতজনকে গ্রেফতার করে।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, কর্মসূচির তৃতীয় দিনে মাদারীপুর থেকে দূরপাল্লার পরিবহন বন্ধ ছিল। যাত্রী স্বল্পতার কারনে কোন বাসা চলাচল করেনি। রাজনৈতিক কোন কর্মসূচি না থাকায় সবর্ত্র পরিস্থতি ছিল থমথমে।

রাবি সংবাদদাতা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জিয়া পরিষদ গতকাল বেলা ১১টায় বিশ্বদ্যিালয়ের মেইন গেটে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মোহা. এনামুল হক রাবি জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. কুদরত-ই-জাহান অধ্যাপক মো. হাবীবুর রহমান, অধ্যাপক মো. মামুনুর রশীদ, অধ্যাপক দিল আরা হোসেন, মো. আমিনুল হকসহ দুই শতাধিক ছাত্র-শিক্ষক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে, রাবির শাখা ছাত্রদলের দুই নেতাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। মারধরের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (দফতর) নাফিউল ইসলাম জীবন বলেন, বিএনপির অবরোধকে সমর্থন জানিয়ে আমরা ক্যাম্পাসে মিছিল করছিলাম। এমন সময়ে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধাওয়া করে এবং আমাদের দুইজন নেতাকে ব্যাপক মারধর করে ক্যাম্পাস ছাড়া করেন। বর্তমানে আহতরা রাজশাহী মেডিক্যালে ভর্তি।

গাজীপুর জেলা সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় অবরোধের সমর্থনে সকালে বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়্যেদুল আলম বাবুলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এদিকে গাজীপুরে মহাসড়কে পিকেটিং করার সময় কুষ্টিয়া জেলা যুবদলের এক নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

ফেনী জেলা সংবাদদাতা জানান, ফেনীর সড়ক-মহাসড়কে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয় এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, তিন দিনের টানা কর্মসূচিতে প্রভাব পড়েছে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকায়। অবরোধের কারনে ঢাকা আরিচা মহাসড়কের দূরপাল্লার বাস চলাচল কমে যাওয়ায় ঘাট এলাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, কর্মসূচি চলাকালে নেত্রকোনার কেন্দুয়ায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ কর্মসূচি চলাকালে নেত্রকোনার কেন্দুয়ায় দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে হিরণ এন্টারপ্রাইজ নামের বাসটি পুড়ে ছাই হলেও হিমাচল এন্টারপ্রাইজ নামের বাসের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় আংশিক পুড়েছে।

নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির সহ দফত সম্পাদক ওমর ফারুক টফি এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবু হাছান নোমান ইনকিলাবকে জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অবরোধ কর্মসূচির সমর্থনে জেলার হাতিয়া, সেনবাগ, বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ী,সুবর্ণচর উপজেলায় মিছিল করেছে নেতাকর্মী সমর্থকরা।

পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর আলম সালেহীনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুর আলম সালেহীন সদর উপজেলার জগদল থুকুরি পাড়া এলাকার কাজিমউদ্দিনের ছেলে।

পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, অবরোধের তৃতীয় দিনে জেলা বিএনপির কোন কার্যক্রম লক্ষ না করা গেলেও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিটের নেতৃবৃন্দ দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে অবরোধের সমর্থনে এক পথসভা শেষে বিক্ষাভ মিছিল করে কোর্ট এলাকা প্রদক্ষিণ করেন।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে নাশকতা, পুলিশের ওপর হামলা মামলাসহ বিভিন্ন মামলায় বিএনপি নেতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদেরকে গতকাল দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে গত ছয় দিনে বিএনপি ও জামায়াতের ৪২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২২ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ২০ জন জামায়াতের নেতাকর্মী।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গতকাল সকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে পিকেটিং করে নেতাকর্মীরা। বিক্ষোভ ও পিকেটিংয়ের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কালিয়াকৈরে তৃতীয় দিনে মিটিং ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও খাড়াজোড়া এলাকায় কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খানের সভাপতিত্বে সেøাগানে মুখরিত করে এক বিশাল মিছিল বের করা হয়।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ফুলপুরে মহাসড়কে চলাচলরত যানবাহন ও যাত্রীদের ওপর হামলা করে নাশকতার মাধ্যমে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়া অবস্থান করার অভিযোগ এনে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় পুলিশ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
তারাকান্দা (ময়মনসিংহ)সংবাদদাতা জানান, তারাকান্দায় বিভিন্ন স্থানে পিকেটিং করেছে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় বিএনপির ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, বাজিতপুর থেকে ঢাকা অভিমুখে কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকা থেকে ও কোনো যাত্রীবাহী বাস বাজিতপুর উপজেলায় আসেনি। অবরোধ চলাকালে বেশ কিছু বিএনপি’র নেতাকর্মী আহত হয়েছেন। বিভিন্ন মামলায় ৪০জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান মনির সহ ৬ জনকে ঢাকায় গ্রেফতার করা হয়।
চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চুনারুঘাটে ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে পৌরসভার ধলাইপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলী থানা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশপূর্বে এক বিক্ষোভ মিছিল বের হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউসিয়া অংশের বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে।
দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে মশাল মিছিল করেছেন বিএনপির সমর্থকরা। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে মিছিল থেকে সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, মির্জাপুরে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়েতে পাঁচজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ও গত বুধবার উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান

মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা