সাংবিধানিক বাধ্যবাধকতায় ইসির ‘চিঠি তামাশা’
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
‘ভাল আছি, ভালো থেকো/ আকাশের ঠিকানায় চিঠি লিখো/ দিও তোমার মালাখানি/ বাউলের এই মনটা রে’ (রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ)। ইসলাম বিদ্বেষী এবং নারীবাদী লেখিকা তসলিমা নাসরীনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই কবিতা রচনা করেন। পরবর্তীতে ওই কবিতা গানে রুপলাভ করায় বাংলাদেশ ও ভারতের বাংলাভাষাভাষি মানুষে মুখে মুখে শোনা যায়। ওই আকাশের ঠিকানায় চিঠি লেখার মতোই কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন সংলাপের আমন্ত্রন জানিয়ে বিএনপিকে চিঠি লিখেছে। সেই চিঠি গতকাল আকাশ-বাতাস এবং পথচারীদের স্বাক্ষী রেখে নির্বাচন কমিশন বিএনপির অফিসে রেখে গেছে। সাংবিধানিক পদে থেকে সিইসি কাজী হাবিবুল আউয়ালের এমন ‘মস্করা’ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে নেটিজেনদের মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে কাজী হাবিবুল আউয়াল কী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবু্িদ্দন আহমদ ও কে এম নুরুল হুদার পথে হাঁটছেন? সম্প্রতি নেট দুনিয়ায় কে এম নুরুল হুদার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘২০১৮ সালের নির্বাচনে রাতের ভোটের জন্য দায়ী সরকার’।
গতকাল অনলাইন পোর্টাল গুলোর একটি খবরের শিরোনাম ছিল ‘পথচারীকে সাক্ষী রেখে বিএনপি কার্যালয়ে ইসির সংলাপের চিঠি বিএনপি কার্যালয়ে’। খবরে বলা হয়, ২ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরে লেখা চিঠি নিয়ে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান ইসির অফিস সহকারী মো. মহসিন। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে মো. নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান। ইসির এই চিঠি নাটক নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে চিঠি ঝুলিয়ে দেয় নির্বাচন কমিশন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠি নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ডেসপাস রাইডার ইমরান হোসেন যান। তিনি চিঠিটি গেটে ঝুলিয়ে দেন। চিঠিতে বলা হয়েছে, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকের আয়োজন করেছে। বৈঠকটি আগামী ৪ নভেম্বর বিকেল ৩টায় অনুঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। এ ছাড়া নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। বৈঠকে দুইজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছে নির্বাচন কমিশন।’
প্রশ্ন হচ্ছে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানেন না যাকে চিঠি লিখেছেন সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে। পুলিশ বিএনপির অফিস ‘ক্রাইম সিন’ হিসেবে সিলগালা করেছে। পরে ‘ক্রাইম সিন’ উঠিয়ে নিলেও তালাবন্ধ অফিস ঘিরে রেখেছে আইন শৃংখলা বাহিনী। কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে সিইসি বলেছেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি।’ নির্বাচনের পরিবেশ না থাকার পরও সংবিধানের বাধ্যবাধকতার দোহাই দিয়ে তিনি নির্বাচনের আয়োজনের পথে হাঁটছেন। কাজী হাবিবুল আউয়াল কি তার পুর্বসুরি কাজী রকিবুদ্দিন আহমদ ও কে এম নুরুল হুদার পথ অনুসরণ করতে যাচ্ছেন?
নির্বাচন কমিশনের তালিকা অনুয়ায়ী স্বাধীনতার পর বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ১৩ বার নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত হয়েছেন সিইসি কাজী রকিবু্িদ্দন আহমদ ও কে এম নুরুল হুদা। গত ৫০ বছরে কয়েকটি নির্বাচন বিতর্কিত হলেও অনিয়মের সকল সীমা ছাড়িয়ে গেছে ২০১৪ সালের প্রার্থী ও ভোটার বিহীন নির্বাচন ও ২০১৮ সালের নির্বাচনের আগের রাতের নির্বাচন। ওই দু’টি নির্বাচন কমিশনের প্রধান তথা সিইসি কাজী রকিবুদ্দিন ও কে এম রুহুল হুদার দলদাস ভুমিকার জন্য দেশ-বিদেশের গণমাধ্যমগুলো নানাভাবে বিদ্রুপ করেছে। ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি সিইসি থেকে চলে যাওয়ার পর কাজী রকিবুদ্দিন আহমদ অনুশোচনা প্রকাশ করে বলেছিলেন, ‘প্রার্থী ভোটার বিহীন নির্বাচনের জন্য ইসি নয় সরকার দায়ী।’ আবার ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি সিইসির দায়িত্ব থেকে অব্যহতি নেয়ার পর সম্প্রতি কে এম নুরুল হুদা ‘রাতের ভোটের জন্য সরকারকে দায়ী’ করে বলেছেন, সরকারের চাপে ইসির কিছুই করার ছিল না। ইসি রেফারির দায়িত্ব পালন করলেও নির্বাচনের সব দায়িত্ব পালন করে সরকারের কর্মকর্মা কর্মচারীরা। তারাই ওই অপকর্ম (রাতের ভোট) করেছেন’। সিইসি কাজী হাবিবুল আউয়াল কী সরকারের আজ্ঞাবাহ হয়ে বিতর্কিত নির্বাচন করে সিইসি পদ থেকে বিদায় নিয়ে তার পূর্বসুরি কাজী রকিবুদ্দিন ও কে এম নুরুল হুদার মতো দেশবাসীর ঘৃর্ণার পাত্র হয়ে অনুশোচনা করবেন; নাকি যথাযথভাবে দায়িত্ব পালন করে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার টিএন সেশনের মতো হিরো হবেন?
গত কয়েক দিন থেকে দেশে কি ঘটছে তা কাজী হাবিবুল আউয়ালের অজানা কথা নয়। ২৮ অক্টোবর বিএনপি কর্মসূচি ঘিরে সংঘাতময় পরিস্থিতির পর থেকেই তালাবদ্ধ বিএনপি কার্যালয়। চলমান অবরোধ কর্মসূচির কারণেও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কারাগারে রয়েছেন। বিএনপির সিনিয়র নেতাদের বেশির ভাগ হয় কারাগারে নয়তো আত্মগোপনে। পুলিশী জুলুম নির্যাতন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের বিএনপি ঘোষিত ‘হরতাল-অবরোধ’ ঠেকানোর নামে লাঠি-লগি-বৈঠা নিয়ে মহড়া দিয়েছে। বিএনরি শতশত নেতাকে গ্রেফতার হাজার হাজার নেতার বিরুদ্ধে মামলা দিয়েছে। সরকারের এই দমন-পীড়নের বিষয়ে জাতিসংঘ পর্যন্ত বিবৃতি দিয়ে বলেছে, ‘বাংলাদেশে প্রধান বিচারপতির বাসভবনে হামলায় বিক্ষোভকারীরা ছাড়াও মোটরসাইকেলে আসা মুখোশ পরা একদল ব্যক্তি যুক্ত ছিলেন, যারা ক্ষমতাসীন দলের সমর্থক--’। বিএনপির অফিস যখন তালাবদ্ধ করে রেখেছে দলটির সিনিয়র নেতাদের কেউ যখন আত্মগোপনে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কারাগারে তখন তার (মির্জা ফখরুল) বরাবরে চিঠি দলীয় কার্যালয়ে পথচারীকে স্বাক্ষী রেখে টেবিলে রেখে আসা কোন ধরনের মস্করা? সিইসি কাজী হাবিবুল আউয়াল তো জানেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কার্যালয়ে। তিনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন অথবা আইজি প্রিজনের মাধ্যমে চিঠি কারাবন্দী মির্জা ফখরুলের কাছে পৌঁছাতে পারতেন। তখন দেশ-বিদেশের মানুষ দেখতো বিএনপিকে কি দশা করে রেখে নির্বাচনের আয়োজন করা হচ্ছে।
নির্বাচন কমিশন কার্যত র্নির্বাচনে রেফারির ভুৃমিকা পালন করে। ফুটবল খেলায় যেমন রেফারি দুই পক্ষ্যের খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করে খেলা শুরু করেন; ইসির সেটাই করার কথা। বংলাদেশে প্রায় ৪৫টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও মূল প্রতিদ্বন্দ্বি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল হিসেবে পরিচিত বিএনপি। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর দেশের মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। আন্তর্জাতিক মহল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাচ্ছে বহুদিন থেকে। যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের ওপর ভিসানীতি ঘোষণা করেছে। বিশেষজ্ঞা বলছেন, এবার বাংলাদেশে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের নিরপেক্ষ নির্বাচন না হলে অর্থনৈতিক ভাবে দেশ বিপর্যয়ের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ্ইউনিয়ন, যুক্তরাজ্য, অক্ট্রেলিয়া, কানাড়া, জাপানসহ প্রভাবশালী দেশগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে করে দেশ বিপদগ্রস্থ হয়ে পড়বে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের প্রতিনিধিরা এখনো ঢাকায় সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূল্য গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়েই যাচ্ছে। অথচ একদিকে ক্ষমতাসীন আওযামী লীগ ফের ২০১৪ ও ২০১৮ সালের মতোই ভিন্ন আঙ্গিকে পাতানো নির্বাচন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে বিএনপি জনগণের ভোটের অধিকার পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফার আন্দোলন করছে। দেশের বেশির ভাগ দলই এই এক দফার আন্দোলন সমর্থন করছে। অথচ কাজী হাবিবুল আউয়াল মরুভুমির উটপাখির মতো বালুতে মুখ লুকিয়ে রাখার মতো করে সংবিধানের বাধ্যবাধকতার দোহাই দিয়ে আরেকটি পাতানো নির্বাচনের আয়োজন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
অবশ্য কাজী হাবিবুল আউয়াল সিইসির শপথ নেয়ার পর তার নেতৃত্বে কমিশন ইসির দায়িত্ব গ্রহণ করে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি। দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সিনিয়র সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় শতাধিক মতবিনিময় সভার আয়োজন করেন। ওই সব সভায় দেয়া সুপারিমগুলো তিনি লালফিতার ফাইলে চাপা দিয়ে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রস্তাব নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রথম দিনে আওয়ামী লীগের প্রস্তাব অনুযায়ী ইভিএমে ভোট গ্রহণের লক্ষ্যে গোয়ার্তুমি করলেও টাকার অভাবে ইভিএম মেশিন কেনা সম্ভব না হওয়ায় সেখান থেকে সরে আসেন। এখন তিনি সরকারের আজ্ঞাবহ হয়েই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লেখা চিঠি নিয়ে নির্বাচন কমিশন যেন তামাশা করছে। সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই নিয়ে ইসি যেন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের তথাকথিত বাধ্যবাধতার দায়িত্ব পালনে মেতে উঠেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা