ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
আশঙ্কা কিয়েভের যুদ্ধে অচলাবস্থা দেখা দেয়নি, লক্ষ্যে পৌঁছেছে রাশিয়া পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য নিষেধাজ্ঞা তুলে নিলেন পুতিন

ইউক্রেনের পরিবর্তে পশ্চিম ইসরাইলে অস্ত্র পাঠাবে

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৪ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম

কিয়েভ কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, পশ্চিমা দেশগুলো প্রাথমিকভাবে ইউক্রেনকে সরবরাহ করার পরিকল্পনা করেছিল এমন অস্ত্র ইসরাইলকে পাঠাতে শুরু করবে, প্যারিস-ভিত্তিক সাপ্তাহিক লে পয়েন্ট ইউক্রেনের রাজধানী থেকে এক প্রতিবেদনে বলেছে। মিডিয়া আউটলেটের মতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমির জেলেনস্কি যুদ্ধক্ষেত্রে তার সেনাবাহিনী যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আর লুকিয়ে রাখছেন না। তবে, তিনি ‘নিরবচ্ছিন্ন অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে এবং মস্কোর সাথে আলোচনার অসম্ভাব্য সম্ভাবনার আলোকে কূটনৈতিক মঞ্চে থাকতে চান’।

সাপ্তাহিকটি উল্লেখ করেছে যে, মধ্যপ্রাচ্যের সংঘাত ‘ইউক্রেনের জন্য সবচেয়ে অনুপযুক্ত সময়ে ছড়িয়ে পড়ে’। গ্রীষ্মের শেষের দিক থেকে, কিয়েভ দেখছে ‘ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর জোট ক্রমশ ভঙ্গুর হয়ে যাচ্ছে’। সেøাভাকিয়া এবং পোল্যান্ড ইতিমধ্যে কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফ্রান্স সেপ্টেম্বরের শেষের দিকে ইউক্রেনকে সতর্ক করে দিয়েছিল যে ‘তারা ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া আর বিনামূল্যে অস্ত্র সরবরাহ করবে না।’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘বলতে পারেন যে মার্কিন সাহায্য যতদিন লাগবে ততদিন অব্যাহত থাকবে কিন্তু মার্কিন কংগ্রেস ইউক্রেনে সামরিক সরবরাহে অর্থায়নে ভোট দিতে ক্রমবর্ধমান অনিচ্ছুক।’ এছাড়াও, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ গাজায় বোমা হামলায় বেসামরিক হতাহতের প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হওয়ার জন্য ইউক্রেনের মিত্রদের তিরস্কার করছে।

উল্লেখ্য, ইউক্রেনের সেনাবাহিনী ৪ জুন থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও কোন সাফল্য পায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ৫ অক্টোবর বলেছিলেন যে, কিয়েভ চার মাসে ৯০ হাজার সৈন্য এবং ৫৫০ টিরও বেশি ট্যাঙ্ক হারিয়েছে। পুতিন ১৫ অক্টোবর বলেছিলেন যে, ইউক্রেনীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে যদিও কিয়েভ কিছু এলাকায় আরও আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

যুদ্ধে অচলাবস্থা দেখা দেয়নি, লক্ষ্যে পৌঁছেছে রাশিয়া : ইউক্রেন দাবি করেছিল, যুদ্ধে অচলাবস্থা দেখা দিয়েছে। সেই দাবি অস্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, যুদ্ধে অচলাবস্থা দেখা দেয়নি। রাশিয়া তার সামরিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তাদের সব লক্ষ্যই পূরণ হবে। রাশিয়া অবশ্য ইউক্রেনে তাদের আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অপারেশন’ বলে। পেশকভের দাবি, স্থির ও অবিচলিতভাবে রাশিয়া তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইউক্রেনের সেনাপ্রধান এর আগে জানিয়েছিলেন, রাশিয়া যুদ্ধে বেশি কিছু লাভ করতে পারেনি।

এদিকে, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাইবেরিয়ায় রাশিয়ার এলএনজি প্রকল্পের উপরে। এই প্রকল্প থেকে বিশ্বের বাজারে রাশিয়া গ্যাস সরবরাহের পরিকল্পনা করেছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। এছাড়া ড্রোন তৈরি করে এমন একটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, তার আশা, আগামী মাসে ইইউ ইউক্রেনের সদস্যপদের বিষয়টি নিয়ে এগোবে। তিনি বলেছেন, ‘আমরা চাই, ইউক্রেন ইইউ-র সদস্য হোক। ইইউ-কে আরো বড় করতে হবে। এটাই হবে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের পরিণতি।’ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবাও বলেছেন, তাদের সদস্যপদ নিয়ে ইইউ-তে আলোচনা এই বছরই শুরু হয়ে যাবে বলে তারা আশা করছেন।

পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য নিষেধাজ্ঞা তুলে নিলেন পুতিন : কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি চুক্তি থেকে সরে এলো রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একটি আইনে সই করেছেন। মস্কোর দাবি, এই আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষেত্রে অ্যামেরিকা টালবাহানা করছে। সেজন্যই তারা এই আন্তর্জাতিক চুক্তি থেকে সরে এলো। গত মাসে রাশিয়ার পার্লামেন্ট এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করেছিল।

পুতিনের দাবি, রাশিয়ার এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের সামনে আয়না ধরার মতো। কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) ১৯৯৬ সালে গ্রহণ করা হয়েছিল। এতে বলা হয়েছিল, নতুন করে আর পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না। কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুমোদন করেনি। তবে তারা চুক্তি বাস্তবে মেনে চলেছে। এছাড়া চীন, ভারত, পাকিস্তান, ইসরাইল, মিশর, উত্তর কোরিয়া, ইরানও এই চুক্তি অনুমোদন করেনি। পুতিনের দাবি, কিছু বিশেষজ্ঞ পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চাইছেন। কিন্তু তিনি এখনো কোনো মতামত দেননি বা সিদ্ধান্ত নেননি। তবে রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা না করলে রাশিয়াও করবে না। সূত্র : তাস, এএফপি, রয়টার্স।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসার নিহত অপর এক ঘটনায় নিহত ২

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসার নিহত অপর এক ঘটনায় নিহত ২

আখাউড়ায় রেলওয়ের জায়গা থাকা ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখাউড়ায় রেলওয়ের জায়গা থাকা ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে