স্বদেশি প্রতারক চক্রের ফাঁদে বাংলাদেশি এজেন্সি মালিক
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
দোর্দাণ্ড প্রতাবশালী প্রতারক চক্রের অপতৎপরতায় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা সঙ্কট দেখা দিচ্ছে। দেশটি ভালো কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র বিভিন্ন বৈধ রিক্রুটিং এজেন্সির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এসব প্রতারক চক্র রাতারাতি কালো টাকার মালিক বনে গেছে। প্রতারক চক্রের অপতৎপরতা রোধ করা সম্ভব না হলে দেশটির শ্রমবাজারে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গতকাল মঙ্গলবার বায়রার সাবেক নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল এ অভিমত ব্যক্ত করেছেন।
মালয়েশিয়ায় স্বদেশি প্রতারক চক্রের ফাঁদে পড়েছে বৈধ রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট সাভিসের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান। প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেক বাংলাদেশি শ্রমিক সবকিছু খুঁইয়ে এখন দিশেহারা। এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশের একটি জনশক্তি রফতানীকারক প্রতিষ্ঠান ঢাকার বনানী থানায় আইনের আশ্রয় নিয়েছে।
মালয়েশিয়ায় অবস্থানরত একটি বড় ধরনের প্রতারক চক্র দীঘদিন যাবত দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর নামে প্রতারনা করে আসছে। একাধিক সূত্র জানায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ মনিরুজ্জামান ওরফে মনির একটি বড় ধরনের প্রতারনা চক্র সৃষ্টি করে ভাল কাজ দেয়ার কথা বলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক নেয়। পরবতীতে বাংলাদেশ থেকে যেসব শ্রমিক নেয়া হয় তাদের পছন্দমাফিক কাজ না দিয়ে সেসব শ্রমিকদের সাথে তারা প্রতারনা করে। এমন ধরনের বেশ কিছু প্রতারনার খবর রয়েছে মালয়েশিয়া পুলিশের কাছে।
মালয়েশিয়াতে অবস্থানরত মনির এমন ধরনের বড় একটি প্রতারনা করে বাংলাদেশি জনশক্তি রফতানীকারক প্রতিষ্ঠান ম্যাক্স ম্যানেজমেন্ট সাভিস বনানী ঢাকার সাথে। সম্প্রতি ম্যাক্স ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে রাজধানীর বনানী থানায় প্রতারক মনির গং এর নামে মামলা দায়ের করা হয়েছে ( মামলা নং-৬০২৫(৫)/১। ম্যাক্স ম্যানেজমেন্ট এর সত্ত্বাধিকারী মো: মাহফুজুর রহমান নিজে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে জানা যায়, মনির গং পরস্পর যোগসাজস করে মালয়েশিয়াতে শ্রমিক নেয়ার নামে বাদী মো. মাহফুজুর রহমানের কাছ থেকে ১কোটি ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামী ওহিদুল ইসলাম ওরফে সোহান, মোহাম্মদ মনিরুজ্জামান এবং মোহাম্মদ সাইদুজ্জামান বাংলাদেশী জনশক্তি রফতানীকারক প্রতিষ্ঠান ম্যাক্স ম্যানেজমেন্ট থেকে শ্রমিক নিয়ে থাকে। মনির গং বাংলাদেশের ম্যাক্স ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে জানায়, তাদের কাছে মালয়েশিয়ায় ভাল কাজের প্রচুর ভিসা রয়েছে। সেসব ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ভাল কাজ করতে শ্রমিক যেতে পারবে। প্রতারক চক্রের হোতা মনির এমন কিছু ভাল ভিসার প্রলোভন দেখিয়ে ম্যাক্স ম্যানেজমেন্ট থেকে ইসলামী ব্যাংক বনানী শাখার মাধ্যমে (যার চলতি হিসাব নম্ভর ২০৫০৩৯১০১০০০৪১৩০৮) এর মাধ্যমে মোট ১ কোটি ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
টাকা নেবার পর ম্যাক্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে মনির গং এর সাথে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ব্যাপারে যোগাযোগ করা হলে তারা সময় ক্ষেপন করে টালবাহানা করতে থাকে। একপযায়ে শ্রমিক পাঠানোর বিষয়টি নিয়ে প্রতারক চক্রটি নানান অজুহাত তুলে ধরে। বিষয়টি নিয়ে ম্যাক্স ম্যানেজমেন্টের সন্দেহ হলে তারা মালয়েশিয়াতে যোগাযোগ করলে মনির গং এর প্রতারনা ধরা পড়ে। পরবতীতে মনির গং এর বিরুদ্ধে মালয়েশিয়া হাইকমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এছাড়া বনানী মডেল থানায়ও একটি প্রতারনা মামলা করা হয়। মামলাটি বতমানে তদন্তাধীন রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্টের মালিক মোহাম্মদ মাহফুজুর রহমান ইনকিলাবকে বলেন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির মালয়েশিয়ার ভাল ভিসা আছে এমন প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে এক কোটি ১৫ লাখ টাকা নেয়। কিন্তু সে আমার প্রতিষ্ঠানকে ভিসা না দিয়ে বিভিন্ন টালবাহানা করলে তাতে আমার সন্দেহ হয়। আমি মালয়েশিয়াতে খোঁজ খবর নিয়ে জানতে পারি, এই চক্রের কাজই হচ্ছে প্রতারনা করা। জাল ভিসা দিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নেয়। পরবতীতে এই বিষয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে মালয়েশিয়া হাইকমিশন বরাবরে লিখিত অভিযোগ দেই এবং বনানী মডেল থানায় মনির গং এর বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করি। মামলাটি বতমানে তদন্তাধীন রয়েছে।
এব্যাপারে বনানী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জনশক্তি রফতানী ব্যবসার বৈধ কোন অনুমতিপত্র কিংবা লাইসেন্স যদি কারো না থাকে এবং সে যদি বিদেশে কোন শ্রমিক পাঠায় তাহলে তাদের বিরুদ্ধে সরাসরি মানব পাচারের সংঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হবে। তাদের বিরুদ্ধে যদি এমন তথ্য প্রমানাদী পাওয়া যায় তাহলে মনির গং এর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রতারক চক্রের যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। মামলার তদন্ত কাজ চলছে। বনানী থানার সাব-ইন্সপেক্টর মাহীউদ্দিন আল আমিন মামলাটি সুষ্ঠু তদন্তসহ ন্যায় বিচারের স্বার্থে গত ২৮ অক্টোবর মামলার পলাতক আসামী মো. ওহিদুল ইসলাম ওরফে সোহান, মোহাম্মদ মনিরুজ্জামান ও মো. সাইদুজ্জামানের বহিরাগমন সংক্রান্ত তথ্যাদি যাচাই, বিদেশ গমন রোধ ও গ্রেফতারে সহায়তার অনুমতি চেয়ে ঢাকা মহানগর আদালতের বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। এদিকে, বায়রার সাবেক নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল ইনকিলাবকে বলেন, মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। কিন্ত দেশটিতে বসবাসকারী কতিপয় বাংলাদেশি প্রতারক বিভিন্ন কোম্পানীতে কর্মী নিয়োগের ডিমান্ড লেটার দেয়ার কথা বলে বৈধ রিক্রুটিং এজেন্সির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। জনশক্তি রফতানিকারক শিমুল বলেন, প্রতারক চক্র বনানীর ম্যাক্স ম্যানেজমেন্টের কাছ থেকে প্রতারণা করে এক কোটি ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে বনানী থানায় মামলাও দায়ের করা হয়েছে। তিনি বলেন, এসব প্রতারক চক্র নির্মূলে দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্যথায় দেশটির শ্রমবাজার নিয়ে নানা সমস্যার সৃষ্টি হতে পারে বলেও তিনি আভাস দেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন
‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’
আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে