ছাড়েনি দূরপাল্লার বাস-লঞ্চ
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে বিএনপি-জামায়াতের তৃতীয় দফার অবরোধের শুরুতেই গত মঙ্গলবার দিবাগত রাত ১১টায় রাজধানীর মালিবাগে আনসার ক্যাম্পের পাশে বাহন পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিনভর কোন ধরনের নাশকতা না হলেও গতকাল সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতী বাজার মোড় এলাকায় দিশারি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা।
গতকাল বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধে ঢাকায় স্বল্প সংখ্যক গণপরিবহন চলাচল করলেও দূরপাল্লার কোন যান চলাচল করেনি। একইভাবে সদরঘাট থেকে ছেড়ে যায়নি লঞ্চ। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রী সংকটের কারনে তারা যানবাহন ছাড়েনি। এদিকে তৃতীয় দফার অবরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটর পুলিশ (ডিএমপি)।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, সাধারণ সময়ের তুলনায় এক চতুর্থাংশ বাস ছাড়ছেন তারা। মূলত যাত্রী না থাকায় সীমিত সংখ্যক বাস ছেড়ে যাচ্ছে। তবে রাতে দূরপাল্লার কিছু বাস চলাচল করছে।
গতকাল বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধের প্রথম দিন সকালে ফাঁকা দেখা গেছে গাবতলী বাস টার্মিনাল। সবসময় লোকারণ্য গুরুত্বপূর্ণ এ টার্মিনালে গতকাল সকালে ছিলোনা লোকজনের তেমন একটা আনাগোনা। গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, ফাঁকা রয়েছে গাবতলী বাস টার্মিনাল। নেই লোকজনের চলাচল। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। যাত্রী যদিও দু-একজন আসছেন, কিন্তু বাস না ছাড়ায় তারাও পড়েছেন বিপাকে।
ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী এনা পরিবহনের মহাখালী টার্মিনালের সেলস এক্সিকিউটিভ মো.শহীদুল ইসলাম দাবি করেছেন, অবরোধে তাদের কিছু বাস চলাচল করছে। তবে যাত্রী না থাকায় বিরতি দিয়ে দিয়ে বাস ছাড়ছেন। যাত্রী হলেই বাস ছাড়া হচ্ছে।
মহাখালীতে একতা পরিবহনের সুপারভাইজার হারুন বলেন, আমরা বাস ছাড়ার জন্য বসে আছি। কিন্তু যাত্রী নেই। তাই সকাল থেকে কোনো বাস ছাড়তে পারিনি। যাত্রী হলে রাতে দু-একটি বাস ছাড়া যায়। একতা পরিবহনের মতো অবস্থা ছোট কোম্পানির বাসগুলোরও। মহাখালী বাস টার্মিনালে কাজী পরিবহন, বিনিময়, অনন্যা, লাবিবা, উজান-ভাটি, নেত্র পরিবহন, সিয়াম বাসের কাউন্টার বন্ধ থাকতে দেখা গেছে।
আগের সব অবরোধের চেয়ে তৃতীয় দফার অবরোধে রাজধানীর বিভিন্ন সড়কে তুলনামূলক অনেক গাড়ি চলাচল করেছে। মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই চলাচল করছে গণপরিবহন,প্রাইভেট কার, মাইক্রোবাস, স্টাফবাস, মোটরসাইকেল ও সিএনজি। দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক বিভাগের সদস্যদের।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন তিনি বলেন, ডিএমপি অবরোধকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখেছি অবরোধের নামে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। এসব ঘটনাকে মোকাবিলা করতে আমরা পরিবহন মালিক শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে আমরা কথা বলেছি। নাশকতা প্রতিহত করতে আমরা কাজ করছি। আর যারা এ ধরনের অমানবিক নিষ্ঠুর কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিরাপত্তার বলয় আরও জোরদার করা হয়েছে। পরিবহন সেক্টরে আমাদের লোকজন মোতায়েন আছে। গাড়ির ভেতরে কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশে জানানোর জন্য বলা হয়েছে চালক ও হেলপারদের।
প্রসঙ্গত, গত মাসের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। এরপর গত ২ নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফের গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। সেটি শেষ হওয়ার পর এখন আবার তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা।
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল