দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে নেতাকর্মীরা : রিজভী
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
যতক্ষণ না হারানো গণতন্ত্র ফিরে আসবে, অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় না হবে ততক্ষণ দলের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ এমন মন্তব্য করে তিনি বলেন, সকল প্রতিকূলতা সকল ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মীরা বুকে বুলেট বরণ করে নিয়ে তারা রাজপথে দাঁড়াচ্ছে। রাজপথে তারা দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য দেশের হারানো গণতন্ত্র ফিরে না আসে, অবাধ সুষ্ঠু নির্বাচন না আসা পর্যন্ত তারা রাজপথে থাকবে। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ এর মাঝখানে আমাদের কিছু নেই। আমাদেরকে নিয়ে যেতে পারে কারাগারে নানাভাবে আঘাত করতে পারে, অত্যাচার করতে পারে, আমরা সমস্ত কিছু বরণ করেই আমাদের উদবেল অভিযাত্রা অব্যাহত থাকবে। গতকাল বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের জাতিসংঘকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তাদের বক্তব্য বিবৃতি ফালতু হিসেবে বিবেচনা করছেন। এটা কি দেশবাসী জানছে না? বিশ্ববাসী জানছে না? আন্তর্জাতিক সম্প্রদায় এবং তাদের সংগঠনগুলো জানছে না? তাদের এত ক্ষমতার উৎস কোথায় যেখান থেকে তারা এসব কথাবার্তা বলছেন।
তিনি বলেন, জনগণের সম্মিলিত যে আওয়াজ সেই আওয়াজে আমরা সরকার পতনের ধ্বনি শুনতে পাচ্ছি সেই পতন বেশি দূরে নয়। সেই কারণে ওবায়দুল কাদের এবং অন্যান্য মন্ত্রীরা চিৎকার করে গলার জোরে টেলিভিশনের সমস্ত আলো নিজেদের দিকে নিয়ে গলা ফাটিয়ে অনর্গল মিথ্যা বলছেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা একজন কূটনৈতিককে গায়ে হাত তোলার কথা বলে মারধরের কথা বলে চড় দেয়ার কথা বলে কোন পর্যায়ে গেছে রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশের। মার্কিন রাষ্ট্রদূতকে আপনি গায়ে হাত দিবেন দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এই আওয়ামী লীগ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে যেভাবে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা হুমকি ধামকি দিচ্ছে সেই কারণে পিটার হাস নিজের এবং এ্যাম্বাসির কর্মকর্তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত বছর রাজধানীর শাহিনবাগে গুম হওয়া নেতাকর্মীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বের হওয়ার সময় তার গাড়ি আটকে হামলা করেছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পিটার হাস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটের অধিকার মানবাধিকার সুরক্ষার কথা বলছেন এটা বলতেই পারেন।
তিনি অভিযোগ করে বলেন, অবরোধ কর্মসূচিতে পূর্বের ন্যায় সারাদেশে চালানো হয়েছে প্রবল বায়ু বয়ে যাওয়ার মতো পুলিশি আক্রমণ। পুলিশ যেন একেবারে ধাবমান হয়েছে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে নেতাদেরকে কর্মীদেরকে ধরতে না পারলে মা-বাবা ভাই পরিবারের অন্য লোকগুলোকে নানাভাবে নাজেহাল হয়রানি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে ঘরবাড়ি আসবাবপত্র।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদস্য আলামিনকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। এখন তাকে কোথায় রেখেছে কিভাবে রেখেছে আমরা জানি না। এই পরিস্থিতি প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে। শেখ হাসিনার সাজানো আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দারা এই কাজগুলো করছে। এটি একটি সামগ্রিক নৈরাজ্য ভীতির পরিবেশ তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে অর্থাৎ বিএনপি›র নেতাকর্মীরা যাতে রাস্তায় নামতে না পারে।
এসময় তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষ ন্যায্য পাওনার জন্য আন্দোলন সংগ্রাম করছে তাদের প্রতিও সরকারের বিদ্বেষ ধরা পড়ল তাদের প্রতিও মারমুখী হয়ে উঠছে সরকার। প্রথমে কয়েকদিন আগে একজন শ্রমিক নেতাকে হত্যা করা হয়েছে, আজকে একজন নারী শ্রমিক কেউ হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধুমাত্র সরকারের কাছে নিজেদের কৃতিত্ব ফুটানোর জন্যই এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করেছে। এটা করতে গিয়ে আজকে একজন নারী শ্রমিককেও তারা হত্যা করেছে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক