সর্বাত্মক অবরোধে মিছিল পিকেটিং আগুন
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
সরকার পতনে এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতের ডাকা তৃতীয় দফা টানা ৪৮ ঘণ্টা অবরোধের গতকাল বুধবার প্রথম দিনে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল, পিকেটিং করেছেন নেতাকর্মীরা। পুলিশের সতর্ক অবস্থানের মধ্যেও নগরীর বেশ কয়েকটি এলাকায় সক্রিয় ছিলেন বিএনপি ও তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাস্তায় পিকেটিং, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। কয়েকটি এলাকায় রাজপথ এবং রেলপথে অবরোধ করা হয়। জামায়াতের কর্মীরাও নগরীতে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে।
চলমান অভিযানে গতকাল আরো ১৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে নগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি নেতারা বলেন, অবরোধ ও হরতালকে কেন্দ্র করে পুলিশ বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের আটক করতে না পেরে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। পতেঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলার ছোট ভাই মোহাম্মদ শফিউল আলমকে বাসা থেকে এবং পতেঙ্গা থানা যুবদল নেতা শাহিনকে না পেয়ে তার ভাই আলী নুরকে গ্রেফতার করেছে।
আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমনকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মোহাম্মদ কবিরকে তার বায়েজিদ বাংলা বাজারস্থ দোকান থেকে বায়েজিদ থানা পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। অবরোধ চলাকালে গতকাল দুপুরে চকবাজারস্থ কাঁচা বাজার এলাকা থেকে চকবাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনুকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।
ধরপাকড়ের মধ্যেও অবরোধের প্রথম দিন সকালে নগরীর খুলশী এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের নেতৃত্বে মিছিল বের করা হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন নেতারা। আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করা হয়। জিইসি মোড় থেকে নাসিরাবাদ পর্যন্ত এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন ও মো. শাহ আলমের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করা হয়।
দুপুরে বদ্দারহাট আরাকান সড়কের সিএন্ডবি এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চাঁন্দগাও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া ও বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে মিছিল ও পিকেটিং করা হয়। আগ্রাবাদ চৌমুহনী এলাকায় বিএনপি নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ডবলমুরিং থানা বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল, সমাবেশে ও পিকেটিং হয়। হাজী নবাব খানের নেতৃত্বে তুলাতলী বিশ্বরোড এলাকায় দক্ষিন বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেন। পাহাড়তলী পুলিশ বিট রেলগেইট এলাকায় মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম ও মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদল ছাত্রদলের কর্মীরা রেললাইনে অবরোধ, মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন। মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে চাঁন্দগাও বাহির সিগনাল এলাকায় মিছিল, পিকেটিং, সিনেমা প্যালেস মোড়ে নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খানের নেতৃত্বে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়।
খুলশী আমবাগান সড়কে খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, ডবলমুরিং চৌমুহনী হালিশহর সড়কে ডবলমুরিং থানা যুবদলের আহ্বায়ক বজল আহমেদ, সিটি গেইট এলাকায় আকবরশাহ থানা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বায়েজিদ ২ নং জালালাবাদ সড়কে মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, প্রবর্তক মোড়ে মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেলে নেতৃত্বে মিছিল, পিকেটিং, রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকায় মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন শাহেদের নেতৃত্বে মিছিল, পিকেটিং করা হয়। বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় থানা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব উদ্দিন আকন্দের নেতৃত্বে আকবর শাহ চক্ষু হাসপাতাল এলাকায়, চান্দগাঁও থানা যুবদল পুরাতন সড়ক ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল আরাকান সড়কে মিছিল ও সমাবেশ করেছে।
অবরোধে মহানগরী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজারসহ সড়ক মহাসড়কে ভারী যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য পরিবহন কমে গেছে। নগরীতে গতকালও শান্তি সমাবেশে করেছে আওয়ামী লীগ। নগরীর প্রধান সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা