ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
রেহাই পাচ্ছেন না সমর্থকরাও

ফেনীতে গ্রেফতার আতঙ্কে ঘরবাড়ি ছাড়া বিএনপির নেতাকর্মীরা

Daily Inqilab মো. ওমর ফারুক, ফেনী থেকে

১৪ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম

ফেনীতে গ্রেফতার আতঙ্কে বাড়িঘরে থাকতে পারছেন না বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনরাত সমান তালে পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকায় নেতাকর্মীরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। তাদের সাথে সর্বাত্মক সহযোগী হিসেবে থাকে ছাত্রলীগ-যুবলীগ। বাড়িতে বিএনপির নেতাকর্মীদেরকে না পেয়ে তাদের পিতা, ভাই আত্মীয়-স্বজনদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সমর্থকরাও রেহাই পাচ্ছে না বলে অভিযোগ করেন জেলা বিএনপির নেতারা। তবে পুলিশের ধরপাকড়, হামলা-মামলার কারণে ভেঙে পড়েননি, আতঙ্কগ্রস্ত নয় নেতাকর্মীরা। গত ২৮ অক্টোবরের পর থেকে গতকাল পর্যন্ত তাদের প্রায় ২০০ উপরে নেতাকর্মী গ্রেফতার হয়েছে। জেলার ছয়টি থানায় এ পর্যন্ত ৩০টির উপরে মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা হাজার হাজার। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের এ সংগ্রাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলে জানান তারা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, সড়ক-মহাসড়কে বিএনপির শান্তিপূর্ণ মিটিং মিছিলে, রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পৈচাশিক আক্রমণ ও হামলা করছে, গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে প্রশাসনের সহযোগিতায়। নেতাকর্মীরা প্রতিনিয়তই তাদের বাড়িঘরে পুলিশি হয়রানীর শিকার হচ্ছেন। তিনি বলেন, আমাদের অধিকার আদায়ের সংগ্রাম, দেশটাকে এ হায়নার হাত থেকে বাঁচাতে যে সংগ্রাম সেটা ফেনীতেও একইভাবে চলছে। ফেনীর নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে নিয়ে যাবো। এদেশের মানুষকে তাদের গণতন্ত্রের স্বাদ তাদের অধিকার আমরা দিয়ে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সারা জেলায় রাতের বেলায় বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশসহ ছাত্রলীগ-যুবলীগ বাহিনী বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, নেতাকর্মীদেরকে আটক করে তাদরে বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। বাড়িতে নেতাকর্মীদের না পেলে তাদের বাবা, ভাই ও স্বজনদের ধরে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ফেনীতে বিএনপির প্রায় ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ গায়েবী ও মিথ্যা মামলা দিয়েছে। যার কারণে নেতাকর্মীরা ঘরবাড়িতে থাকতে পারছে না। এতো অত্যাচার, নির্যাতনের পরও আমাদের নেতাকর্মীরা ভীতসন্তপ্ত নয়, চলমান আন্দোলনে আমাদের নেতাকর্মীরা রাজপথে জীবনবাজি রেখে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তিনি বলেন, এ পর্যন্ত আমাদের প্রায় ২০০-২৫০ নেতাকর্মী গ্রেফতারের শিকার হয়েছে। চতুর্থ দফার অবরোধ কর্মসূচির প্রথমদিনে বিএনপির বিক্ষোভ চলাকালে পুলিশ ২৫ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। আহত নেতাকর্মীরা হাসপাতালগুলোতে চিকিৎসা পর্যন্ত নিতে পারেনি। বিক্ষোভ থেকে ৪ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহাবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, পৌর বিএনপির আহ্বায়ক বাবুলকে ডিবি পুলিশ গ্রেফতার করে। জেলা যুবদলের সভাপতি জসিম ও সম্পাদক নাছিরকে র‌্যাব গ্রেফতার করেছে। এভাবে গণ গ্রেফতার করে আমাদের আন্দোলন কর্মসূচি বন্ধ করা যাবে না। এতে আমাদের আন্দোলন কর্মসূচি আরো বেগবান হচ্ছে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, গত সপ্তাহ থেকে ফেনী পুলিশের উর্ধ্বতন কমকর্তারা আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং তাদের সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরাও রয়েছে। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সড়ক মহাসড়কে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ। তারা সবাই মিলে আগুন সন্ত্রাস করছে, গাড়ি ভাঙচুর করছে। আমরা ১৫ বছর ধরে ফেনীর রাজপথে কোন সন্ত্রাস, হাঙ্গামা করিনি। তারা বলছে আমরা নাশকতা চালাচ্ছি। তিনি বলেন, পুলিশ এখন দস্যুর ভূমিকা নিয়েছে, তারা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো হয়ে গেছে। এরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে। হুমকি ধামকি, গ্রেফতারের মধ্যে দিয়ে আমাদের আন্দোলনকে ধমানো যাবে না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
এদিকে চলমান আন্দোলনের বিষয়ে বিএনপির তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা হলে তারা বলেন, সারা বাংলাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে, পুলিশ আর কত নেতাকর্মীকে ধরে কোন কারাগারে রাখবেন। সরকারের রক্ত চক্ষু পুলিশি হয়রানিকে তৃণমূলের নেতাকর্মীরা ভয় পায়না, তৃণমূলে নেতাকর্মীদের ঐক্য আছে যে কোনমূল্যে সব আন্দোলনকে সফল করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তারা বলেন, জেলা বিএনপির শীর্ষ নেতারা গ্রেফতার হলেও হাল ধরতে তৃণমূলের নেতাকর্মীরা প্রয়োজনে নেতায় রূপান্তর হবে। এ সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে তৃণমূল সর্বোচ্চ চেষ্টা করবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে