সামনের সময়টা অত্যন্ত ক্রুশিয়াল -ওবায়দুল কাদের
১৭ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
সামনের সময়টা অত্যন্ত ক্রুশিয়াল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহযোগ্য হবে কী না এমন প্রশ্নের সরাসরি উত্তর দেন নি তিনি। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। গত বুধবার রাতে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
বিএনপি বর্জন করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, গ্রহণযোগ্য না হলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কীনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট এখনো বলছেন নির্বাচনে কারচুপি হয়েছে, আজ পর্যন্ত নির্বাচনের ফলাফল মেনে নেন নাই আরেকজন প্রার্থী। কাজেই এসব প্রশ্ন করে লাভ নেই। ওদের (মার্কিন) বেলায় ঠিক আছে, আমাদের বেলায় সমস্যা। আজ কি ট্রাম্প বলেছেন, যে তিনি বাইডেনকে মানেন? আরেকটা নির্বাচন সামনে। গণতন্ত্রের ভেতরে দোষ-ত্রুটি সব জায়গায় আছে। পারফেক্ট কেউ না।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে অনেক দল ও ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে এ সময় ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সামনের সময়টা অত্যন্ত ক্রুশিয়াল। ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এর মধ্যে কত ফুল ফুটবে। আর শীতকালতো এসে গেছে, কিছু কিছু ফুল ফোটার সময়ও এসে গেছে। এখন কোন ফুল কোথায় ফুটছে... হঠাৎ জেগে উঠবে। অপেক্ষা করুন।
আওয়ামী লীগ কি দলগত নাকি জোটগত নির্বাচন করবে এবং জাতীয় পার্টি থাকবে কী না এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সময়মতো জানতে পারবেন।
বিএনপি নির্বাচন হতে দেবে না বলে জানিয়েছে। এতে শঙ্কা দেখছেন কী না, জানতে চাইলে দলটির সাধারণ সম্পাদক বলেন, শঙ্কার এত পাহাড়, এত খর¯্র্েরাতা নদী পার হয়ে এলাম। এখন আবার কাকে ভয় পাব? এত বিপৎসংকুল দরিয়া পার হলাম, তারপর আবার ভয় কিসের? কোনো ভয় করি না। প্রতিহত করতে আমাদের লাগবে না, বাংলাদেশের জনগণ ও ভোটাররা তাদের প্রতিহত করবে।
নির্বাচন সামনে রেখে অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশঙ্কা আছে কী না এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ইউরোপ আমেরিকা নিয়ে অনেক কথা হয়েছে। চিঠি চালাচালি হয়েছে। কখনো ভগবান আসে, কখনো অবতার আসে, এসব অনেক শুনেছি। বাংলাদেশ নিয়ে মাথা ঘামায়। আজকে বিশ্ব কোথায়? কি হচ্ছে ফিলিস্তিনে? কি করতে পারল জাতিসংঘ? কি করতে পারল আমেরিকা? কি করতে পারল ইউরোপ? ইউক্রেইন জ্বলছে, কি করল ইউরোপ? আর বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে এত মাথাব্যথা কেন? আমি এসবের উত্তর দিতে রাজি না।
রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের জন্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন সেটা এবং সিইসি রাজনৈতিক দলগুলোকে সংলাপের যে আহ্বান জানিয়েছেন, সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংলাপের সময় এখন আর অবশিষ্ট নেই। গতকাল (বুধবার) এটা আমি বলেছি। মিস্টার লু’র চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি। সেই চিঠির জবাব দু-এক দিনের মধ্যে দেব। এটা একটা সৌজন্য বোধ, শিষ্টাচারের বিষয়। তিনি একটা চিঠি দিয়েছেন, সেটার জবাব আমরা অবশ্যই দেব। এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেও পড়ে। চিঠি প্রসঙ্গে আমাদের কথা এটাই।
সিইসির সংলাপের আহ্বান প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি যে জায়গায় বসে আছেন, তাঁর বক্তব্যে এ ধরনের আহ্বান থাকাটা খুব স্বাভাবিক। তিনি স্পেস রাখবেন কেন? স্পেস থাকলে সেখানে তাঁকে বলতে হবে। এমন কথা ওই পদে থাকলে আপনিও বলতেন। সেটার জন্য তো নির্বাচনের শিডিউল ঘোষণা স্থগিত থাকে না। সেটা হয়ে গেছে। এখন দলগুলো নিজেরা নিজেদের মধ্যে সংলাপ করবে কি করবে না, এটা তাদের ব্যাপার। উনি সিইসি হিসেবে একটা আহ্বান করার দরকার, সেটা করেছেন।
তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিকে ‘মত পাল্টে’ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আসুন, অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। নির্বাচনের দরজা সবার জন্য খোলা। বিএনপিকে বলব, মত পাল্টে অংশ নিন, দরজা খোলা আছে। তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর প্রশ্নে আওয়ামী লীগ যে আগের অবস্থানেই আছে, সে কথা তুলে ধরে তিনি বলেছেন, আমরা একা ক্ষমতায় যেতে চাই না। সবাইকে নিয়ে ভোটের লড়াইয়ে যেতে চাই। আমরা চাই, সবাই ভোটে আসুক। তবে নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
ভোট বর্জনের ঘোষণা দেওয়া দলগুলোর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সময় আছে। সরকারি দল হিসেবে আমরা অনুরোধ করছি, আসুন নির্বাচনে। আমরা কারো জন্য বাধা হব না। দিন রাত আমাদের যারা গালিগালাজ করেন, তাদের জন্যও নির্বাচনের দরজা বন্ধ হয়নি। আমরা সকলকে স্বাগত জানাই। কাউকে নির্বাচন থেকে দূরে থাকতে আমরা উৎসাহিত করি না।
তিনি এ প্রসঙ্গে আরো বলেন, আমরা সংলাপের পক্ষে। ২০১৮ সালে বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী দুুইবার সংলাপ করেছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে ফোন করেছেন। কিন্তু খালেদা জিয়া অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে প্রধানমন্ত্রীকে। তার ছেলে মারা গেছে, তখনও গেছেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবারও রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, নির্বাচন কমিশন ডেকেছে। তারা সাড়া দেয়নি। এখন নির্বাচনের তফসিল হয়ে গেছে। এখন আর সংলাপ করার মত সময় নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, শাম্মী আহমেদ, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, সেলিম মাহমুদ, সায়েম খান প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন
সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত
পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি ডিসিকে স্মারক লিপি
গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ
কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ
সরকারী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সুবিধা নিচ্ছে বেসরকারি ট্রেন কোম্পানি
একযুগ পর জাপান প্রবাসী দূলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত আহত ৫
নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের
সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীন বরণ সম্পন্ন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
জনগণের ওপর কর্তৃত্ব নয় : সিনিয়র সচিব
তারাকান্দায় কালিয়ান নদীর অবৈধ দখল উচ্ছেদে এলাকাবাসীর মানববন্ধন