ঘূর্ণিঝড় মিধিলি’র ধাক্কা কেটে গেছে স্বস্তিতে উপকূলীয় এলাকার কৃষকেরা
১৮ নভেম্বর ২০২৩, ১২:২৭ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ১২:২৭ এএম
খুলনা জেলার অধিকাংশ ফসলি মাঠজুড়ে রয়েছে শোভা পাচ্ছে আমন ধান। ফুলে ভরে আছে শীতের সবজি। দু’তিন সপ্তাহের মধ্যে কৃষকেরা ঘরে উঠবে আমন ধান। আর বাজারে উঠবে শীতের সবজি। ঠিক এ মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্ট হলো ঘূর্ণিঝড় মিধিলি। যার প্রভাবে কাঙ্খিত ফসল তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা। যদিও কৃষি বিভাগ বলছে আমন এবং সবজির বড় ধরণের কোন ক্ষতি হয়নি।
ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন জায়গায় মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে মৃদু বাতাসও বইছে। গতকাল শুক্রবারও সেই ধারা অব্যহত থাকে। এ দিন সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। অবিরাম ঝিরঝিরে বৃষ্টি এবং বইছে ঝড়ো হাওয়া। এই ঝড়ো হাওয়ায় হালকা শীত শীত ভাব রয়েছে। এই বৃষ্টির হাত ধরেই বুঝি এবার নামবে শীত। খুলনা মহানগরীর রাস্তাঘাট জমেছে কাদা-পানি। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সাপ্তাহিক ছুটির দিনেও জেলা প্রশাসন খোলা রেখেছে প্রয়োজনীয় সরকারি দপ্তর। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়া এবং বৈরি আবহাওয়ার জন্য এ অঞ্চলের কৃষকের কপালে ভাঁজ পড়েছিল।
কৃষকেরা বলছেন, যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে ধানের ক্ষতি না হলেও শীতকালীন সবজির ক্ষতি হতে পারে। তবে ঝড়ে বাতাসের গতিবেগ বাড়লে ধানেরও ব্যাপক ক্ষতি হতে পারতো। জেলার ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন জানান, ক্ষেতে আধাপাকা আমন ধান। ধান কাটা শুরু করেনি। আমাদের এ এলাকায় আগাম শীতকালিন সবজি রয়েছে। রয়েছে আমন এবং শীতকালিন সবজি বা রবিশষ্য। বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার তেমন কোন প্রভাব পড়েনি এখানে। সব কিছুই আশঙ্কামুক্ত।
ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের কৃষক বাসুদেব ইনকিলাবকে জানান, অল্প কিছু জমিতে আমনের আবাদ করেছি। বেশিরভাগ ধান বের হয়েছে। এখনো কাটার মতো হয়নি। তবে ধান গাছ হেলে গেছে। ক্ষেতে একটু পানি জমেছে। সেটি সরানোর চেষ্টা করছি।
একই উপজেলার কৃষক হানিফ মোড়ল জানান, আমরা মাছের ঘের রয়েছে। সেখানে একটু পানি বেড়েছে। আশা করছি তাতে কোন ক্ষতি হবে না। এছাড়া আমি সব সময় শীতের শাক সবজির আবাদ করি। আমার ঘেরের আইলে, জমিতে কাঁচামরিচ, টমেটো, ফুল কপি, বাঁধা কপি, লাউসহ নানা জাতের শীত কালিন শাক সবজির গাছ রয়েছে। ক্ষেতে পানি জমলে চারা মরে যাবে। আবার ঝড়ো বাতাস বেশি হলে গাছ ভেঙে যাবে। এমন আশঙ্কায় ছিলাম। কিন্তু সে ভয় কেটে গেছে। সকাল থেকে খুব টেনশন করছিলাম। এবার শীতের সবজি উৎপাদনে আমার লক্ষ্য রয়েছে প্রায় ১০ লাখ টাকার।
উপকূলীয় উপজেলা দাকোপের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান জানান, কোন ধরণের সমস্যা এ এলাকায় হয়নি। যদিও ঘেরের মধ্যে কিছুটা পানি বেড়েছে। তবে শীতের মৌসুম হওয়ায় নদীতে পানির চাপও কম রয়েছে। ফলে উপকূলীয় এলাকা এখন আশঙ্কামুক্ত বলা যায়।
খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, বৃষ্টিতে ধান বা সবজির ক্ষতি না হলেও বাতাসে কিছু ক্ষতি হয়েছে। কিছু কিছু জায়গায় ধান গাছ হেলে গেছে। এবার জেলায় ৯৪ হাজার ৭শ’ ৯০ হেক্টর আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ১৬ হাজার হেক্টর স্থানীয় জাতের ধান ছিল। সেই ধানের মধ্যে কিছু ধান গাছ হেলে গেছে। বাকী সব ঠিকঠাক রয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত খুলনায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে শুক্রবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
খুলনা জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, খুলনা জেলার উপকূলীয় দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলা ঝকিপূর্ণ। এ উপজেলাগুলোতে সাইক্লোন শেল্টার রয়েছে ৪৩৩টি। ঘূর্ণিঝড় মোকাবিলায় সাইক্লোন শেল্টারগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া এলাকার মানুষকে সচেতন করতে মাইকিংও করা হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে না বলে আমরা প্রত্যাশা করছি।##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব