মানবাধিকারকর্মীদের ওপর প্রতিহিংসা বন্ধ করুন : অ্যামনেস্টি
১৮ নভেম্বর ২০২৩, ০১:০৪ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০১:০৪ এএম
জাতিসংঘের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মানবাধিকারকর্মীরা যাতে প্রতিহিংসামূলক ব্যবস্থার শিকার না হন, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। বিবৃতিটি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সর্বজনীন নিয়মিত পর্যালোচনা (ইউপিআর)-সম্পর্কিত কর্মকা-ে যুক্ত থাকায় মানবাধিকার সংগঠন অধিকার ও তার প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান যাতে কোনো হুমকি বা আক্রমণের সম্মুখীন না হন, বাংলাদেশ সরকারকে তা নিশ্চিত করতে হবে।
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে এই পর্যালোচনাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণের পর আদিলুরের দেশে ফেরার কথা রয়েছে। যাঁরা মানবাধিকার লঙ্ঘন নথিভুক্তসহ তা প্রকাশের জন্য কাজ করছেন, তাঁদের হয়রানি-ভয়ভীতি ছাড়াই কর্মকা- পরিচালনা করতে দেওয়া উচিত। জাতিসংঘের সংস্থাকে সহযোগিতার জন্য তাঁদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়।
পর্যালোচনার দুই মাস আগে গত সেপ্টেম্বরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় অধিকারের আদিলুর ও এ এস এম নাসির উদ্দিনকে দুই বছরের কারাদ- দেন একটি বিশেষ আদালত। ২০১৩ সালে এক বিক্ষোভে রাষ্ট্রপরিচালিত বিচারবহির্ভূত হত্যাকা- নিয়ে অধিকারের সত্য-অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মামলাটি দায়ের করা হয়েছিল। ওই মামলার পর এই দুজন এক দশক ধরে রাষ্ট্রের নিরবচ্ছিন্ন নিপীড়ন, ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছিলেন। একটি অন্যায্য বিচারে গত সেপ্টেম্বরে তাঁদের সাজা হয়। অধিকার ও তার নেতৃত্বের বিরুদ্ধে রাষ্ট্রের নিরন্তর দমনপীড়ন পুরো বাংলাদেশের সুশীল সমাজের ওপর একটি শীতল প্রভাব ফেলেছে। বিশেষ করে যারা বিচারবহির্ভূত হত্যাকা-ের মতো মানবাধিকারের চরম লংঘনের বিষয় নথিভুক্ত করে।
বাংলাদেশে মানবাধিকার কর্মীদের নিপীড়ন, নাগরিক পরিসর সংকুচিত করা ও দায়মুক্তি নিয়ে আলোচনার জন্য ওই অনুষ্ঠানটির আয়োজন করেছিল অ্যামনেস্টিসহ অন্যান্য মানবাধিকার সংগঠন। অনুষ্ঠানে কিছু ব্যক্তির মৌখিক আক্রমণের কারণে প্যানেল আলোচনা ব্যাহত হয়। আক্রমণকারীরা বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায়। তাঁদের ভাষ্য ছিল, আদিলুর মিথ্যা ছড়ানোর একটি ‘প্রোপাগান্ডা মেশিন’। বৈঠকজুড়ে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।
বিবৃতিতে বলা হয়, অ্যামনেস্টিসহ অন্যান্য মানবাধিকার সংগঠন আয়োজিত বৈঠকে অংশগ্রহণের জন্য আদিলুরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা, বিশেষ ক্ষমতাসহ কোনো আইনই ব্যবহার করা উচিত নয়। তেমনটা করা হলে, তা হবে তার সংগঠন ও মতপ্রকাশের স্বাধীনতার লংঘন। তা হবে জাতিসংঘকে সহযোগিতা করার জন্য তার প্রতি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ।
অ্যামনেস্টির বিবৃতিতে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ সংশোধনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আইনটিকে আন্তর্জাতিক মানবাধিকার মানদ-ের সঙ্গে সংগতিপূর্ণ করতে বলা হয়েছে। বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, আদিলুরসহ মানবাধিকার কর্মীরা মানবাধিকার নিয়ে তাঁদের বৈধ কাজের জন্য যাতে লক্ষ্যবস্তু ও আক্রমণের শিকার না হন, বাংলাদেশ সরকারকে তা নিশ্চিত করতে হবে।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সাংবাদিক, মানবাধিকার কর্মী, সরকারের সমালোচনাকারীরা ক্রমবর্ধমান হামলা ও বিচারের মুখোমুখি হয়ে আসছেন। এ প্রসঙ্গে বিবৃতিতে কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়। এর মধ্যে আছে প্রতিবেদন প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে বাসা থেকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া, পরে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো; জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানীকে হত্যা, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে এক বছরের বেশি সময় ধরে কারাগারে আটকে রাখা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় সখিপুরের তিনজন নিহত
পাথর কোয়ারি খুলে দেওয়াসহ খোলাবাজারে ভাঙ্গা চুনাপাথর বিক্রির প্রতিবাদে ছাতকে সমাবেশ
খুলনার কয়রায় অজগার উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাউন্সিলরের লাশ উদ্ধার
যশোরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবেঃ রিজওয়ানা হাসান
যশোর বিমানবন্দরে পানিসম্পদ উপদেষ্টাকে ফুল দিয়ে স্বাগত জানাল বৈষম্য বিরোধীর শিক্ষার্থীরা
যশোরে নাইটগার্ডের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি, এসিআই কোম্পানির ২০ লাখ টাকা লুট
এলো নির্বাচনের পূর্ণাঙ্গ ফল,দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে ট্রাম্পের বাজিমাত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ৫ জন যোগ দিচ্ছেন, সন্ধ্যায় শপথ
বগুড়ায় শ্মশানে সমাধিস্থ বৈরাগী হিন্দু নারীর সমাধিতে সুড়ঙ্গ কেটে মাথা উধাও ঘটনায় এলাকায় চাঞ্চল্য
মঠবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষকের লাশ খাল থেকে উদ্ধার
কুড়িগ্রামে অপহরণ ও চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২
অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের ২২ বছরের অপেক্ষার অবসান
কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান সহ গ্রেফতার-৩
আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন : হাসনাত আবদুল্লাহ
বিনিয়োগ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয় : আমীর খসরু
মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি
ট্রাম্পের প্রতি সর্বোচ্চ চাপের নীতি পরিবর্তনের আহ্বান করেছে ইরান
ডোনাল্ড ট্রাম্প: বাংলাদেশে গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সম্ভাব্য রোডম্যাপ এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বিষয়ে
পাকিস্তানের বোলিং তোপে ১৪০ রানেই শেষ অস্ট্রেলিয়া