৯০০০ নারী ও শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ১২ উত্তর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ জব্দ করেছে হাউথিরা

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১৩ হাজার

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২১ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম

গাজায় ইসরাইলি হামলা চলছে গত ৭ অক্টোবর থেকে। দেড় মাস ধরে অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি। নিহতদের মধ্যে সাড়ে ৫ হাজারের বেশি শিশু এবং নারী সাড়ে ৩ হাজারের বেশি। রোববার সন্ধ্যায় গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে গাজায় ইসরাইলি হামলায় হতাহতদের সংখ্যা জানিয়েছে। সেই বিবৃতি অনুসারে, গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। এ সময়ে ইসরাইলি হামলায় নিহত হয়েছে সাড়ে ৫ হাজারের বেশি শিশু ও সাড়ে ৩ হাজার নারী। গাজা জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, এই সময়ের মধ্যে ইসরাইলি হামলায় আহত হয়েছে অন্তত ৩০ হাজার গাজাবাসী। আহতদের মধ্যে ৭৫ শতাংশই নারী ও শিশু। এ ছাড়া দীর্ঘ সময় ধরে ইসরাইলি বর্বর হামলায় এখন পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা সবাই ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ইসরাইলি বাহিনী অন্তত ৮৩টি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং ১৬৬টি মসজিদ তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে তিনটি গির্জাতেও হামলা চালানো হয়েছে। গাজার ২৫টি হাসপাতাল ও ৫২টি চিকিৎসাকেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি হামলায় অন্তত ৪৩ হাজার আবাসন ইউনিট পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ২ লাখ ২৫ হাজার ইউনিট কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসেবে গাজা উপত্যকার মোট আবাসন ইউনিটের অন্তত ৬৬ শতাংশ ইসরাইলি হামলায় বিধ্বস্ত অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ১২ : অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় হামলা চালানোর পর ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গতকাল সকাল থেকে টানা হামলায় এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসক ও রোগীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

গাজার উত্তরাঞ্চলে অন্যতম বড় হাসপাতাল হলো ইন্দোনেশিয়ান হাসপাতাল। কর্তৃপক্ষের অভিযোগ, রোববার (১৯ নভেম্বর) কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই ট্যাংক নিয়ে হাসপাতালটি ঘিরে ফেলে ও হামলা চালায় ইসরাইলি বাহিনী। ট্যাংকগুলো এখনো হাসপাতাল ঘিরে রেখেছে। এখন পর্যন্ত ইসরাইলের টানা হামলায় গাজা ও পশ্চিম তীরের বেশ কয়েকটি হাসপাতাল ধ্বংস হয়েছে। সর্বশেষ হামলায় আল-শিফা হাসপাতালটিকে গণকবরে পরিণত করেছে ইসরাইল। শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে হাসপাতাল ছেড়ে চলে গেছে।

গাজা থেকে আল-জাজিরার প্রতিনিধি সাফওয়াত আল কাহলুত বলেছেন, মনে হচ্ছে আল-শিফা হাসপাতালে যা ঘটেছে ইসরাইলি বাহিনী তারই পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে এবার ইন্দোনেশিয়ান হাসপাতালে। তারা ইন্দোনেশিয়ান হাসপাতালটিও দখল করে নিতে পারে। ইসরাইলের হামলায় হাসপাতালটির জেনারেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এমনকি হামলার সময় মোবাইল ফোনের আলো ব্যবহার করে রোগীদের অপারেশন করতে হয়েছে। ইসরাইলের হামলায় হাসপাতালের তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, হাসপাতালটির অবস্থা ঝুঁকিপূর্ণ।

উত্তর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা : ইরাকের ইসলামিক প্রতিরোধের যোদ্ধারা উত্তর ইরাকের আল-হারির বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে আমেরিকান এবং আন্তর্জাতিক বাহিনী রয়েছে। ইসলামিক প্রতিরোধের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আমেরিকান ঘাঁটিতে হামলাকে ‘গাজা উপত্যকায় শত্রুদের অপরাধের’ প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সমর্থকদের মতে, ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।

ইসলামিক প্রতিরোধের যোদ্ধারা এর আগেও ওই ঘাঁটিতে কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে। ১৭ নভেম্বর, স্কাই নিউজ আরাবিয়া রিপোর্ট করেছে যে, একটি ড্রোন সেখানে আক্রমণ করেছে এবং তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ৯ ও ১১ নভেম্বরও ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। ১৬ নভেম্বর, কাতারি টিভি চ্যানেল আল জাজিরা পেন্টাগন প্রতিনিধিকে উদ্ধৃত করে রিপোর্ট করেছে যে, গত ১৭ অক্টোবর থেকে সিরিয়া ও ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত ঘাঁটিতে ৫৮টি হামলা হয়েছে।

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ জব্দ করেছে হাউথিরা : তুরস্ক থেকে ভারতে আসার পথে হাইজ্যাক হয়ে গেল একটি মালবাহী জাহাজ। ইয়েমেনের হাউথি গোষ্ঠী জাহাজটি হাইজ্যাক করেছে বলে, দাবি করেছে ইসরাইল। রোববার তেল আবিব জানিয়েছে, দক্ষিণ লোহিত সাগরে তাদের এ জাহাজটিকে হাইজ্যাক করেছে হাউথিরা। জাহাজটি বাহামিয়ার হলেও, অংশত এক ইসরাইলি শিল্পপতির মালিকানাধীন। এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্রে ‘ইরানের সন্ত্রাসবাদ’ বলে, বর্ণনা করেছে তারা।

প্রসঙ্গত, হাউথি গোষ্ঠীকে খোলাখুলি সমর্থন করে ইরান। গাজা উপত্যকায় ইসরাইলের হামলার নিন্দা করে এবং হামাস গোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে, ইয়েমেন থেকে ইতিমধ্যেই ইসরাইল লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হাউথিরা। গত সপ্তাহে ইয়েমেনের এ যোদ্ধা গোষ্ঠী লোহিত সাগরে ইসরাইলের মালিকানাধীন সমস্ত জাহাজকে বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছিল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাইজ্যাক হওয়া মালবাহী জাহাজটির নাম ‘গ্যালাক্সি লিডার’। হাইজ্যাক হওয়ার সময় জাহাজটিতে ২২ জন ক্রু সদস্য ছিলেন। তারা কোন দেশের নাগরিক, তা জানা যায়নি। তবে, তাদের কেউই ইসরাইলি নাগরিক নয় বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী। বিভিন্ন সংস্থা বিভিন্ন জাহাজের মালিকানা বা লিজ নেয়ার কারণে কোনও জাহাজের সঠিক মালিকানা নির্ধারণ করা কঠিন হয়। এই ক্ষেত্রে বাহামিয়ার পতাকা লাগিয়ে চলা জাহাজটি একটি ব্রিটিশ সংস্থার অধীনে নিবন্ধিত বলে জানা গিয়েছে। আর জাহাজটি পরিচালনা করছিল এক জাপানি সংস্থা। তবে, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, জাহাজটির আংশিক মালিকানা রয়েছে ইসরাইলি জাহাজ ব্যবসায়ী আব্রাহাম উঙ্গারের।

হাউথি নেতা আব্দুলমালিক আল-হাউথি গত সপ্তাহেই ইসরাইলি জাহাজ বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের চোখ খোলা রয়েছে। লোহিত সাগরে প্রত্যেকটি ইসরাইলি জাহাজ আমাদের নজরে রয়েছে। যে কোনওটিতে আমরা অনুসন্ধান চালাতে পারি।’ তবে ইসরাইলের পক্ষ থেকে জাহাজ হাইজ্যাকের অভিযোগ করার পর, এখনও পর্যন্ত হাউথি গোষ্ঠীর পক্ষ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি দেয়া হয়নি। সূত্র : বিবিসি, আল-জাজিরা, তাস।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড