তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি ৭৩৩টি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২১ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি মনোনয়ন কিনেছেন ৭০৯ জন। আর অনলাইনে কিনেছেন ২৪ জন মনোনয়ন। এই দিনে আওয়ামী লীগের আয় হয়েছে মোট ৩ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল সোমবার বিকেলে মনোনয়ন বিক্রি শেষে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এসব মনোনয়ন ফরম বিক্রি করা হয়। গত শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
দলীয় সূত্র জানিয়েছে, ৩ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩০১৯জন। যার থেকে আওয়ামী লীগের মোট আয়-১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। এর আগে গত শনিবার মনোনয়ন বিক্রি শুরুর প্রথম দিন দলের মনোনয়ন ফরম বিক্রি হয় ১ হাজার ৭৪জন। দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১২১২জন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া চলবে মোট ৪ দিন। যা আজ মঙ্গলবার পর্যন্ত চলবে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, শনি (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মুঠোফোন নম্বর, বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সেখানেই মোট বিভাগ হিসেবে ১০ টি বুথে দলীয় মনোনয়ন বিক্রি করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২টি করে ৪টি বুথ রাখা হয়, এ ছাড়া বাকি ৬ বিভাগের জন্য একটি করে মোট ৬টি বুথ রাখা হয়েছে।

মনোনয়ন বিক্রির তৃতীয় দিনেও রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অন্য দুই দিনের মতই ছিল ব্যাপক ভির। তৃতীয় দিনেও মনোনয়ন বিক্রি শুরু হলে দলীয় কার্যালয়ের সামনে তিল ধারণের ঠাঁই ছিল না। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে অনুসারীদের নিয়ে দলে দলে দলীয় কার্যালয়ের সামনে আসেন দলের মনোনয়ন প্রত্যাশীরা। এই দিনও দলীয় নির্দেশনা উপেক্ষা করে অনেকে মিছিল নিয়ে, সমর্থকদের অনেকে প্লাকার্ড হাতে, অনেকে টিশার্ট পড়ে আসেন। এ সময় পাশ থেকে অনুসারী কর্মী-সমর্থকদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। ফলে যথেষ্ট বেগ পেতে হয়েছে শৃঙ্খলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও দলীয় স্বেচ্ছাসেবকদের। সকাল থেকেই ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে অনেককেই। তবে এই দিন মনোনয়ন কেনার চেয়ে জমা দেয়ার লাইনে ভির ছিল বেশি। দিনভর দলীয় কার্যালয়ে প্রবেশের সময় বিভিন্ন এলাকার মনোনয়ন প্রত্যাশীদের কর্মী ও সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।

দলীয় সূত্র জানিয়েছে, তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন- ঢাকা-১৩ আসন থেকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, নড়াইল-২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, চট্টগ্রাম-১৫ আসন থেকে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নেত্রকোনা-৫ আসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, কুুষ্টিয়া-৩ সদর আসন থেকে ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও কুষ্টিয়া-৪ আসন থেকে তাঁর মেয়ে তানিয়া আমীর আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন, সুনামগঞ্জ-৪ আসন থেকে দল নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বরিশাল-৩ আসন থেকে চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ রুবেল, ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ আসনের ফরম কিনেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান, ঢাকা-১৪ আসন থেকে এস এ মান্নান কচি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবাশ্বের হোসেন, ঢাকা ১৮ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন যুব মহিলালীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমা আকতার, ঢাকা-১৬ আসন থেকে যুব লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কুড়িগ্রাম-১ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এ দিকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১৪ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল- বাসদের সভাপতি রেজাউল রশিদ খান, সদস্য হামিদুল ও সদস্য মো. বকুল হোসেন। জানা গেছে, বাসদের সভাপতি রেজাউল রশিদ খান সিরাজগঞ্জ-৬ আসন থেকে, সদস্য হামিদুল সুনামগঞ্জ-২ আসন থেকে এবং মো. বকুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চাঁদপুর-২ আসন থেকে দলের মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তাঁর ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু। কুড়িগ্রাম-৩ আসনের গোলাম হোমেন মন্টু ও সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাদেজুল ইসলাম (সাজু তালুকদার) ও মতি শিউলী। এ দিন কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন। ঢাকা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বেচ্ছাসেবকলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। ময়মনসিংহ-৯ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি ১৯৯৬ ও ২০০৮ সালে নান্দাইল থেকে সংসদ সদস্য ছিলেন।

বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনে চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল সাংবাদিকদের বলেন, আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড