শ্রম আদালতের কাঠগড়ায় বই পাঠে নিমগ্ন ড. ইউনূস
২১ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম
শ্রম অধিদফতরের মামলায় নোবেল বিজয়ী অর্থর্নীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে পরবর্তী যুক্তি উপস্থাপন ২৬ নভেম্বর রোববার। গতকাল সোমবার তার পক্ষে প্রথম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। দুপুর ১ টা থেকে সন্ধ্যা সোয়া ৫ টা পর্যন্ত তিনি যুক্তি তুলে ধরেন। পরে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা পরবর্তী তারিখ ধার্য করেন। শ্রম আদালত আইনের ২০৫ ধারা অনুসারে ড. মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো। তা সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধাশীল বিশ্ববরেণ্য এই নোবেল বিজয়ী গতকাল পুরো সময় ধরে আদালতে উপস্থিত ছিলেন। যতক্ষণ তিনি আদালতে অবস্থান করেন ততোক্ষণ নির্বিকার ড. মুহাম্মদ ইউনূস ছিলেন বই পাঠে নিমগ্ন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো শ্রম আদালতে হাজির হন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস আদালতে হাজির হন বেলা ১২ টা ২০ মিনিটে। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার তানভীর আহমেদ ও এডভোকেট এসএম মিজানুর রহমান।
এর আগে গত ১৬ই নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে বাদীপক্ষের প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এতে অংশ নিতে আদালতে হাজির ছিলেন ড. ইউনূস। শ্রম ও কলকারখানা অধিদফতরের পক্ষে এরই মধ্যে যুক্তি উপস্থাপন করা হয়েছে। এখন চলছে ড. মুহাম্মদ ইউনূস এবং অপর ৩ বিবাদীদের পক্ষে যুক্তি উপস্থাপন। গতকাল প্রথম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। পরবর্তী যুক্তি উপস্থাপনের তারিখ ধার্য করা হয়েছে আগামি রোববার।
এদিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার বিচার। এ বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি আগেও বলেছি, ড. ইউনূসের মামলাটি মেট্টো রেলের চেয়েও ১০ গুণ বেশি গতিতে তারিখ পড়ছে। এখন মেট্টো রেলই শুধু নয়- বোয়িং বিমানের চেয়েও ১০ গুণ বেশি গতিতে এই মামলায় তারিখ পড়ছে। এক মাসে এই মামলার ৬ টি ডেট দিয়েছেন আদালত।অথচ এই আদালতেই ৫ বছর, ১০ বছর আগের মামলা এখনো পড়ে আছে। সাক্ষী হচ্ছে না। ফলে বিচার পাচ্ছে না ভুক্তভোগীরা। মামলাটির কার্যক্রম চলছে অবিশ্বাস্য দ্রুতগতিতে।
যুক্তি উপস্থাপনকালে ড. মুহাম্মদ ইউনূসের কৌঁসুলি বলেন, যে তিনটি অভিযোগ লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে- এই তিনটি অভিযোগ লঙ্ঘনের সঙ্গে ড. ইউনূসের কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি জেরার সময় মামলার বাদী নিজেই স্বীকার করেছেন। অন্যরাও বলেছেন- ওনার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কারও সংশ্লিষ্টতা না থাকে তা হলে তাকে কেন আসামি করা হলো ? যুক্তিতর্ক উপস্থাপনে বাদীপক্ষ যা বলেছে যদি আইন ঠিক থাকে। আইন অনুযায়ী যদি বিচার হয় পৃথিবীতে কোনো শক্তি নেই এই মামলায় শাস্তি প্রদান করার। খালাস দেয়া ছাড়া গত্যন্তর নেই।
প্রসঙ্গত: ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. মুহাম্মদ ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে এ মামলা করেন। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয় মামলাটিতে। এতে প্রয়োগ করা হয় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারা। ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো: শাহজাহানকে বিবাদী করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড