২২-২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

সারাদেশে সর্বাত্মক হরতাল পালন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবি এবং ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপিসহ সরকার বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। ৫ দফা অবরোধ, ২ দিনের হরতাল কর্মসূচির পর এক দিনের বিরতি দিয়ে ফের দুই দিনের (২২ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই নতুন কর্মসূচি ঘোষণা করেন। একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ অন্যান্য সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।
এদিকে বিএনপি ঘোষিত সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি শেষ হয়েছে আজ সকাল ৬টায়। দলটির নেতাকর্মীরা রাজধানীসহ সারাদেশে দুইদিনই হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, পিকেটিং, সড়ক অবরোধ করেন। এই সময়ে রাজধানীর সঙ্গে সারাদেশের সড়ক, নৌ পথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সারাদেশ। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস, লঞ্চ। তবে রেল পথে যোগাযোগ ছিল অনেকটা স্বাভাবিক। এছাড়া ঢাকার বাইরের জেলাগুলোতেও এক জেলার সঙ্গে অন্য জেলা ছিল বিচ্ছিন্ন।

গতকাল সোমবার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর কারওয়ান বাজার, দয়াগঞ্জ, সায়েদাবাদ, পল্টন, কালভার্ট রোড, কাকরাইল, বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর কাওরান বাজার ও দয়াগঞ্জে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, অঙ্গসংগঠনের ডা. আউয়াল, সোহেল রানা, সৈয়দা সুমাইয়া পারভীন, জান্নাতুল নওরীন উর্মি, মহসিন হোসেন, ডা. সাব্বির, ডা. জিসান, শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, শাহ পরান, দেওয়ান নিয়ন, রাকিব রায়হান, বিএম কাওসার, মিরাজ, আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, ফয়সাল প্রধান, মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, রাফসান হোসেন, কামাল হোসেন, কাজী কাওসার, ফরহাদ হোসেন, জলিল, জুম্মান প্রধান, হৃদয়, হাফিজ, আলমগীর, রকিব, আজাদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান শাহবাগ থানার আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মতিঝিল থানার আহবায়ক জেকে লাভলো ডালি, খিলগাঁও থানার আহবায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহবায়ক মোঃ কুদ্দুস বেপারী, পল্টন পল্টন থানার আহবায়ক মো. আবু তাহের প্রমুখ।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বিজয়নগর পানির পাম্প (কালভার্ট রোডের সম্মুখ) থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। মিছিলে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয় এবং পিকেটিংকালে পেছন থেকে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করলে নেতা-কর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের সজীব মজুমদার, আল আমুন, মো. অলিউজ্জামান সোহেল, এবিএম ইজাজুল কবির রুয়েল, মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, মো. আলফি লাম, মহিউদ্দিন রুবেল, ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, শাহাদাত হোসেন মানিক, সেলিম রেজা, ইকবাল হোসেন প্রমুখ।

ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে সায়েদাবাদের জনপদ মোর থেকে গোলাপবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের এইচএম আবু জাফর, বায়েজিদ হোসেন, রুহুল আমিন হিমেল, আনিছুর রহমান খান, শফিকুল ইসলাম, এইচএম রিয়াজুল ইসলাম রিয়াজ, সাইফুল ইসলাম খান, ইজাবুল মল্লিক, জহিরুল ইসলাম শুভ প্রমুখ।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ধোলাইপাড়-যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে মিছিলিটি শাহজাহানপুর-শহীদবাগ চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে খিলগাঁও রেলগেটের আগে আমতলা মোরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। এসময় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনামসহ মতিঝিল, পল্টন ও সবুজবাগ থানা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগর দক্ষিণ বিএনপির নেতারা জানান, চকবাজার, যাত্রাবাড়ী, ওয়ারী, রমনা পল্টন, মতিঝিল, কদমতলী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে এসব বিক্ষোভ মিছিলে সরকার দলীয় কর্মীদের হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত এবং ৯জনকে আটক করে পুলিশ। চকবাজার থানা বিএনপির নেতাকর্মীরা নগরীর চকবাজারের নাজিমউদ্দীন রোড এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। রমনা থানা ও ১৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মৌচাক এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। যাত্রাবাড়ী থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে এবং এবং বিভিন্ন এলাকায় পিকেটিং করে। হরতালের গতকাল রাতে সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগের রাতে মশাল মিছিল বের করে। পল্টন থানা এবং ১১নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীরর শান্তিনগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। ওয়ারী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টিকাটুলি ও ইত্তেফাক মোড়ে নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মতিঝিল থানা বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর ফকিরেরপূল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। কদমতলী থানা বিএনপি দোলাইপাড় মোড় থেকে মীর হাজিরবাগ এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। ধানমন্ডি থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিটি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ থানা বিএনপি নেতা লিটন চৌধুরী, ওয়ার্ড নেতা আতাউরসহ ৪/৫ জনকে গ্রেফতার করে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদারসহ নেতৃবৃন্দ নগরীর ৫টি জোনে হরতালের সমর্থনে মিছিল করে। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে শাহজাহানপুর এলাকায় মিছিল করেছে নেতাকর্মীরা। কৃষক দল দক্ষিণের নেতাকর্মীরা দুপুরে দৈনিক বাংলা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিক দলের দক্ষিণের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মতিঝিল ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ মিছিল বের করে।

‘একতরফা’ তফসিলের প্রতিবাদে সকালে বিজয় নগর ও নয়া পল্টনের সড়কে নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, ফারুক হাসানের নেতৃত্বে গণঅধিকারের আরেক অংশ নওয়াব আলী আব্বাস খানের নেতৃত্বে ১২ দলীয় জোট, হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য এবং নেয়ামূল বশিরের নেতৃত্বে এলডিপি নেতা-কর্মীরা মিছিল করেছে। এছাড়া বিএনপি মহানগর, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দলের নেতা-কর্মীরা মগবাজার রেলগেইট, রামপুরা, রমনা, মতিঝিল, পুরানা পল্টনে ‘ঝটিকা’ মিছিল করেছে।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫