বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করেছে র্যাব
২৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার র্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে। গাজীপুরের র্যাব-১ এর মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গাজীপুর জেলার শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামি তিনি। জেলার ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে তাকে গ্রেফতারের ঘটনায় পৃথক দুটি বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বালাদেশ (ইউট্যাব)। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এজেডেম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এক যুক্তবিবৃতি অবিলম্বে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নিঃশর্ত মুক্ত দাবি করেন। তারা বলেন, রফিকুল ইসলাম বাচ্চু একজন সম্মানীয় মানুষ। তাঁকে আটকের পর র্যাবকে কেন চোর, ডাকাত, খুনী, সন্ত্রাসীদের মতো ফটোসেসন করে তা জনসম্মুখে প্রচার করতে হবে? আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হ্টকারিতার পথ পরিহার সকল নাগরিকের জান, মাল ও ইজ্জতসহ সবধরণের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাই।
বর্তমান সরকারের আমলে পেশাজীবীরা ন্যূনতম সম্মান ও নিরাপত্তা পাচ্ছেন না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ডা. রফিকুল ইসলাম বাচ্চুই নয় ইতোমধ্যে অন্তত আরো ৩০জন পেশাজীবীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের সাংবাদিক শামসুল হুদা লিটন, বিশিষ্ট চিকিৎসক, খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মইনুল হোসেন সাদিক ও প্রফেসর ডা. এমএ আজিজ, গাইনোকলজিস্ট ডা. ফাতেমা সিদ্দিকী, ডা. আতিকুল ইসলাম, দন্তরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদুল কবির জাহিদ, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার আহমেদ হোসাইন, সুপ্রিম কোর্ট বারের এড. মনজুরুল আলম সুজন, এড. নূরে আলম সিদ্দিকী সোহাগ, এড. মাহমুদুল হাসান মিলন, এড. জুয়েল মুন্সির সুমন, এড. জাহাঙ্গীর হোসেন খান, এড. মোহাম্মদ লিয়াকত আলী বাবু, তৌহিদুল ইসলাম, এড. বিলকিস জাহান শিরিন, এড. আলী হায়দার বাবুল, এড. রেজাউল করিম রনি, এড. আলী আশরাফ নান্নু, এড. আইয়ুব খান, এড. খসরুল ইসলাম, এড. আব্দুল বাসি মতিন, এড. মো. রুহুল আমিন, অ্যাড. মো. শহিদুল ইসলাম, এড. ফাতিমা ইয়াসমিন, কৃষিবিদ সানোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার এনামুল হকসহ অনেককে গ্রেফতার করেছে পুলিশ। এভাবে পেশাজীবীদের বিনা অভিযোগে এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার মাধ্যমে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। পেশাজীবীরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এভাবে পেশাজীবীদের হেনস্থা করা অব্যাহত থাকলে দেশের কৃতি ও মেধাবী সন্তানরা দেশে থাকতে চাইবে না।তাই আমরা পেশাজীবীবীসহ ভিন্নমতের উপর দমন-পীড়ন বন্ধ, দেশে গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ভোটাধিকার, মানবাধিকার, বিচারালয়ের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।
অপর এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মোর্শেদা হাসান খান বলেন, সরকার আবারও ভোট ডাকাতির মাধ্যমে একতরফা প্রহসনের নির্বাচন করতেই বিএনপি নেতাকর্মীসহ পেশাজীবীদের গ্রেফতার করছে। কারণ অবৈধ ফ্যাসিবাদী সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বানিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসন নির্বাচন কমিশনের অধীনস্থ থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে, প্রশাসন অবৈধ সরকারের নির্দেশে বিরোধীদলের নেতাকর্মীদের এমনকি শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার ও সাংবাদিকসহ পেশাজীবী নেতাকর্মীদের ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী সাধারণ মানুষকে গুম, খুন, মামলা, হামলা গ্রেপ্তার নির্যাতনসহ ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে।
এদিকে শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, ডা. এস এম রফিকুল ইসলাম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত সামসুদ্দিন আহাম্মদের ছেলে। স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের বিএনপির সম্ভাব্যপ্রার্থী তিনি। বিএনপি’র চলমান আন্দোলনে শ্রীপুরে নেতৃত্ব দিয়ে থাকেন ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করার আগে স্ত্রী মারা যাওয়া প্রসঙ্গে।
দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের
ধর্মীয় স্বাধীনতা নাগরিক অধিকার ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার লক্ষে নতুন বার্তা দেবে ইসলামী যুব আন্দোলন
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭২৩ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ