বিফ্রিংয়ে ওবায়দুল কাদের

আমাদের কাছে খবর আছে বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নেবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম

বিএনপি এখনও নির্বাচনে আসতে পারে বলেই মনে করছেন ক্ষমতাশীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না। তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে। হয়তো বিএনপি দলীয়ভাবে, জোটগতভাবে নাও আসতে পারে। বিএনপির ভেতর থেকে অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে খবর আছে, অনেকেই তারা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে। শেষ মুহুর্তে কোন পর্যায়ে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। গতকাল শুক্রবার বিকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে বলে এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, এখন বিএনপি চোরাগোপ্তা হামলা, নাশকতা চালাচ্ছে, গাড়ি ভাংচুর- এসব অপকর্ম করছে। জনগণ নির্বাচনমুখী হয়েছে এটা সরকারের সাফল্য। এসব চোরাগোপ্তা হামলা করে নির্বাচন পন্ড, ভন্ডুল করা সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বিএনপির আরো কঠোর কর্মসূচি নিয়ে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যা যা করেছে এর চেয়ে কঠোর কর্মসূচি পৃথিবীতে দৃষ্টান্ত আর নেই, আগুন দিয়ে বাস পোড়ানো, পার্কিং করা গাড়িতে ঘুমন্ত চালককে মারা, হরতাল, অবরোধ, ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তি। নাশকতার চেয়ে আর কি কঠোর কর্মসূচি আছে?

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বহিঃশক্তির মন্তব্যকে স্বাগত জানাচ্ছি না। সংবিধান অনুযায়ী নির্বাচনে আমাদের মনোযোগ। আমাদের নির্বাচনকে কেন্দ্র করে বৃহৎশক্তির দেশগুলোর মন্তব্যে আমরা শরিক হতে চাই না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আসতে পারবেন এমন প্রার্থীকেই মনোয়ন দেওয়া হয়েছে বলে এ সময় জানান আওয়াম লীগ সাধারণ সম্পাদক। আগামীকাল রোববারের মধ্যে ৩’শ আসনে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, যাদের বাদ দেওয়া হয়েছে তারা ইলেক্টেবল না। উইনেবল না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। আেওয়ামী লীগের সাধারণ অজনপ্রিয় প্রার্থীকে অন্য দল থেকে এনে নির্বাচনের প্রার্থী করার ইচ্ছা নেই এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শরিক দল হোক আর যে হোক, আমাদের বিবেচনার যেটা আসবে, আমি আমার দলে প্রার্থী নির্বাচনে জনপ্রিয় প্রার্থীকে বাছাই করছি। অন্য দল থেকে আসলেও তার জনপ্রিয়তা থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল না হলেও রোববারে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আমারও যখন বিভাগের নাম ঘোষণা করে তখন ভিড় বেড়ে যায়, নির্দিষ্ট বিভাগ শুনলে পিড়াপীড়ি শুরু হয়ে যায়। কিভাবে নাম বাহির করা যায়। সে কারণে বিভাগের নাম ঘোষণা করছি না। তিনি বলেন, নতুনও এসেছে, বাদও পড়েছে। উইনেবল প্রার্থী আমরা বাদ দেইনি। নির্বাচনে জিতবে, যারা ইলেক্টেবল, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এবার সংসদ সদস্য মনোনয়নে বাদ পরেছেন তাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যাদের বাদ দেওয়া হয়েছে তারা ইলেক্টেবল না। উইনেবল না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্য তো নাই, তাদেরকে আমরা মনোনয়ন দিচ্ছি না। এর মধ্যে নতুনরাও আছে। নির্বাচনে জিততে পারে, সেটা পুরুষ হোক আর নারী হোক আমরা তাদেরকে মনোনয়ন দেব।

ওবায়দুল কাদের বলেন, আমরা মনোনয়নের ব্যাপারটাকে সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ, এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সে সব মনোনয়নে ভুল ত্রুটিও থাকতে পারে। সেটাও আমাদের সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি ভিন্নভাবে, জেলা ভাবে বা বিভাগভাবে প্রার্থীতা ঘোষণা করবো না। আমরা এক সঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আগামীকাল শনিবার না হলেও রোববারের মধ্যে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী কারা, তা ঘোষণা করতে পারব।

শরীদদের মনোনয়নের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শরিক দলের বিষয়টা আমরা সবাই ধারণ করছি না। কারণ এখানে জোটের বিপরীতে জোট, এখানে অন্য কোন জোট নাই, যা আমাদের অপজিশন। সে রকম বাস্তব পরিস্থিতি নেই। কাজে আমরা এখন দলীয়ভাবে আমাদের মনোনয়ন দিচ্ছি। শেষ পর্যন্ত যদি প্রয়োজন হয় আমাদের তো সুযোগ আছে। তিনি বলেন, ইসলামিক দলগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তারা তাদের মন্তব্য ব্যক্ত করেছেন। ইসলামী দলগুলো নির্বাচনে আসবেন।
সাকিব আল হাসান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের পশ্চিমবঙ্গে কত নায়িকা কত নায়ক নির্বাচন অংশ নেন, এরাতো সরাসরি দল করিনি। তারপরও তাদের মনোনয়ন দেওয়া হয়। অনেক স্টাররা ভারতে যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। সে হয় তো অদর ভবিষ্যতে রাজনীতি করবে,জনগণের সেবা করবে, এলাকার লোকের সেবা করবে।

উপ নির্বাচনের দলীয় প্রার্থী হয়ে যারা নির্বাচিত হয়েছিল, তাদেরকে দলীয় মনোনয়ন দেয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা আবার দাঁড়াচ্ছে। তারা এখানে মনোনয়ন চাইবে, আমরা তাদেরকেও এখানে মনোনয়ন দিতেও পারি। কারণ, তারা তো কাজ করার কোন সুযোগ পায়নি। সেই সুযোগ দেয়ার বিষয়টি যদি আমরা মনে করি, এই প্রার্থী এলাকাকে, পার্টিকে কিছু দিতে পারে, তার চেয়ে এবিলিটি আছে, তার চেয়ে যোগ্যতা আছে, সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএমপি আসবে না সে কথাটা এক কথা বলে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির এখনো আসার সুযোগ আছে। হয়তো বিএনপি দলীয়ভাবে, জোটগত ভাবে নাও আসতে পারে। বিএনপির ভিতর থেকে অনেকেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে খবর আছে। তারা পার্থী হিসেবে অনেকেই নির্বাচন অংশ নিবে। শেষ মুহূর্তে ছবিটা কোন পর্যায়ে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করছে।
তিনি বলেন, বিএনপিকে অপরাজনীতি পরিহার করার জন্য প্রধানমন্ত্রীর বার বার বলছেন। তারা আন্দোলনের নামে নাশকতা করছে। আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে, এখন তারা (বিএনপি) যে মোটিভ নিয়ে ঘুরছে সেটা হচ্ছে, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন দেশে অর্থনৈতিক ধ্বংস করার পথ বেছে নিয়েছে। রাজনৈতিক আন্দোলনের তারা ব্যর্থ। চোরা গুপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করা যাবে না। ভন্ডুল করা যাবে না। নির্বাচন যথাসময়ে হবে।

এক প্রশ্ন জবাবে তিনি বলেন, আমরা আমাদের দেশের নির্বাচনের ব্যাপারে বহি:শত্রু যারা আছেন, তাদের কোন মন্তব্য, আমরা কোন মন্তব্যকে স্বাগত জানাচ্ছি না। আমারও আমাদের নির্বাচনটা করার দিকে আমাদের মনোযোগ। দেশগুলো একে অপরের বিরুদ্ধে কোন মন্তব্য করবে, আমরা এক সঙ্গে শরিক হতে চাই না।
ওবায়দুল কাদের বলেন, আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুল ত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি ভিন্নভাবে, জেলাভাবে বা বিভাগভাবে প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০

সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০

ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার

ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার

নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত

নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত

নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?

ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?

পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত

পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত

ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক

ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত

হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা

হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা

মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়

মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়

উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার

উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার

মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন

মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু

হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু

মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি

মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার

‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’

‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড

বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড