ড্রাইভার নিয়োগে ২০ লাখ
২৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের কণ্ঠসদৃশ দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার সানজিদা আক্তার তানিয়া নামের ফেসবুক আইডি থেকে রাত সাড়ে ৮টার দিকে ৪ মিনিট ১৫ সেকেন্ড ও গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ইসলামিক ইউনির্ভাসিটি ক্যাম্পাস নামের একটি পেজ থেকে ৩ মিনিট ১২ সেকেন্ডের আরেকটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
অডিওতে শোনা যায় নিয়োগের দেড় মাসেও চুক্তিকৃত ২০ লাখ টাকা পেতে বিলম্ব হওয়া, নিয়োগের সাথে শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। এদিকে বৃহস্পতিবার ‘ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাস’ নামক আরেক পেইজ থেকে পোস্টকৃত আরেক অডিওতে, নিয়োগ বাণিজ্যসংক্রান্ত টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে দেখা যায় আরাফাতকে।
তবে ওই অডিওটি ইডিটেড এবং এ ধরণের কাজে সাথে তিনি যুক্ত নন বলে অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগ সভাপতি। এছাড়া এতে সংগঠনের মান ক্ষুন্ন হয়েছে দাবি করে ইবি থানায় জিডি করেছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি কামরুল হাসান অনিক।
ভাইরাল হওয়া সেই অডিওর ক্যাপশনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ড্রাইভার হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত মিলনের সাথে আরাফাতের কথোপকথন এটি। অডিওতে আরাফাত (?) মিলনকে বলেন, এক মাস সময় নিয়ে, ৩ তারিখের কথা বলে আজ ১৫ তারিখ, এখন দেড় মাস হয়ে গেল। কি করবে না করবে সেটা তো আমার দেখার বিষয় না। আমার টাকা দিয়ে দাও। মাগুরা আমার এক ভাই আছে ওকে (চাকরি) দিলে ২৫ লাখ টাকা পেতাম আমি। ঐ যে বদরুল আছে, ও ২০ লাখ টাকা নিয়ে বসেছিলো।
তিনি আরো বলেন, হেলপারের চাকরির জন্য (অনেকে) ২০ লাখ টাকা দিতে চায়। এতো ড্রাইভার! ওতো গাড়ি চালাতেই পারে না, গাড়ির টায়ার পর্যন্ত চেনে না ও বিকালে ভিতরে এসে প্রতিদিন গাড়ি চালানো শেখে, তাহলে সে লোকের তো একটা বিবেক থাকা উচিত!
শাখা ছাত্রলীগ নাসিম আহমেদ জয়ের কথা উল্লেখ করে বলেন, জয় জয়ের বুঝটা পেয়ে গেছে। পেয়ে যায়নি? দুইটার (নিয়োগ) একটা ভাগ পেয়ে গেছে। জয় আমার (আমাকে) বললো, ভাই মিলন আপনার আত্মীয় মানুষ, আপনি মিলনের সাথে বুঝে নেন গা। জয় তো ওইটা থেকে আমার (আমাকে) কিছুই দেয়নি। আর জয় যদি এতক্ষন না পেত তাহলে ও তো পাগলা কুত্তার মত হয়ে যেত। জয়ের কি এখন কোন জ্বালা আছে। ওর তো কোন জালা নেই। ওরটা ও পুরোটাই পেয়ে গেছে, মানে সিন্ডিকেটের দিন ৩ তারিখ বিকালেই পেয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের এক পদধারী নেতা বলেন, ভাইরাল হওয়া অডিওটি নির্বাচনের সামনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ছাত্রলীগের নেতাকর্মীসহ সবাইকে একটা বিব্রত পরিস্থিতির ভেতরে ফেলেছে। অডিওর সত্যতা থাকলে সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, একটি অপশক্তি ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য সুপার ইডিটেড এ অডিও ভাইরাল করতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। এখানে ছাত্রলীগের কোনো তদবির থাকে না।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে অডিওটি দেখা যাচ্ছে ওটা আমাকে ফাঁসানোর জন্য একটি কুচক্রি মহল এই কাজ করেছে। ওই অডিওটি আমার নয়, এটা সম্পূর্ণ সুপার ইডিটেড। আমি কোন ধরনের নিয়োগের সাথে জড়িত নই! যদি জড়িত থেকে থাকি তাহলে আমি সেচ্ছায় সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করবো। আর যারা এ ধরনের ঘৃন্য কাজের সাথে যুক্ত তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক বারেক হোসেন আপন বলেন, আমরা এ ধরনের কোন বিষয়ে তথ্য পাইনি। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে কেন্দ্রীয় সংগঠন তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করবে।
ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, নিয়োগগুলো হয়তো আমার সময় হতে পারে, তবে নর্মালিই হয়েছে, আমি তো ২০ টাকাও খাইনি। এই বিষয়ে কলিগদের সাথে কথা বলে আমাদের কী করণীয় তা ঠিক করব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
টেকনাফের কৃতিসন্তান সাইফুল্লাহকে পুলিশের এআইজি পদে পদায়ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের চার আলেম
টিকটক কিনছেন না মাস্ক, জল্পনা উড়াল চীনা সংস্থা
সাতক্ষীরায় নববধূকে নির্যাতন করে হত্যা! স্বামী আটক
ফরিদপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বাড়ির কেয়ারটেকারকে হত্যা : গ্রেপ্তার ৩
হাজীগঞ্জে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
৪৩ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন
ইসরায়েলে হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত
সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১