ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
জাতীয় সংলাপের দাবি

তফসিল বাতিল চায় ইসলামী আন্দোলন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব বলেছেন, যদি এই সরকার আগামী ৭ জানুয়ারি প্রহসনের জাতীয় নির্বাচন করতে চায় তা’হলে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন না। ইসলামী আন্দোলন এই জালেম সরকারের সাথে হাত মেলাবে না। আওয়ামী লীগ একাই দেশ স্বাধীন করেনি। স্বাধীনতা যুদ্ধে সর্বস্তরের জনগণ অংশ নিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন। ৭ জানুয়ারি পাতানো নির্বাচন হলে ভবিষ্যতে দেশের স্বাধীনতা থাকবে কী না সন্দেহ আছে। পীর সাহেব চরমোনাই বলেন, গণমানুষের অধিকার এবং দেশের স্বাধীনতা রক্ষায় এই সরকারের পাতানো নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। ৭ জানুয়ারির পাতানো নির্বাচনের ব্যাপারে করণীয় কী তা’ শিগগিরই ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিদ্যমান সঙ্কটময় পরিস্থিেিত ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় সংলাপে সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। পীর সাহেব লিখিত বক্তব্যে বলেন, বিতর্কিত নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেফতাকৃত বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। বর্তমান বিতর্কিত পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনই অধিকতর উত্তম পদ্ধতি তা’প্রবর্তন করতে হবে।

দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হক, বিশিষ্ট গবেষক গোলাম মাওলা রনি, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম , দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসানাত কাইয়ূম, এবি পার্টির মহাসচিব মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভুইয়া, বিএফইজে’র সভাপতি এম. আব্দুল্লাহ. সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় গণতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, সম্মিলিত ওলামা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ড. মাওলানা খলিলুর রহমান মাদানি, গণঅধিকার পরিষদের যগ্ম আহ্বায়ক কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ এনডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ড. অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, নাগরিক ঐক্যের মহাসচিব শহিদুল ইসলাম কায়সার, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি হাবিবুর রহমান নিজু, এনপিডির চেয়ারম্যান কে এম আবু তাহের. ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীন বাংলাদেশের অনেক চড়াই-উৎড়াই হলেও এবারের সমস্যা অতিতের যেকোন সমস্যার চেয়ে জটিল ও বহুমাত্রিক। দেশ আক্ষরিক অর্থেই গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব নিয়ে সীমানার বাইরে সিদ্ধান্ত হচ্ছে। ভু-রাজনীতির জটিলতা দেশ পরাশক্তির বিশেষ টার্গেটে পরিণত হয়েছে। অর্থনীতি প্রতিষ্ঠানিকভাবেই ধ্বংশ হয়ে গেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হত্যা করা হয়েছে, ক্ষমতার ভারসাম্য রক্ষার জায়গা নষ্ট করে রাষ্ট্রকেই অকার্যকর করা হয়েছে। চিন্তা, বুদ্ধি ও কথাবলার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি আমাদেরকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে। এমতাবস্থায় জাতির মুক্তির জন্য, মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষায়, রাজনৈতিক অধিকার রক্ষায়, ৭১ এর অর্জিত স্বাধীনতা রক্ষায়, দেশের অর্থনীতি রক্ষায়, মানুষের জান-মাল রক্ষায় ও দেশকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করতে কি করণীয় তা নির্ধারণে সম্মিলিত পথ-পন্থা খুজে বের করতেই আজকের সংলাপ। ঐক্যমতের ভিত্তিতে মুক্তির পথ উম্মোচন করতে হবে।

বিএনপির শীর্ষ নেতা নজরুল ইসলাম খান বলেন, পীর সাহেব চরমোনাই’র এই জাতীয় সংলাপের আয়োজন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আন্দোলনরত সকল বিরোধী দল এখানে উপস্থিত। এটা একটা বিশাল শক্তি। সরকারের জুলুম নির্যাতন আমাদেরকে এক হতে সহায়তা করেছে। পীর সাহেব চরমোনাইর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি আজকে আশার আলো সঞ্চার করেছেন। এর সফলতায় আপনাকে নেতৃত্ব দিতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, যে দেশে গণতন্ত্র উপেক্ষিত, জনমতের প্রতিফলন নেই, মানুষ না খেয়ে মারা যায়, মানুষ বিচারহীনতায় ভুগে, নিরাপত্তা নেই, সুবিচার বঞ্চিত। এই সরকারের কাছে গণগন্ত্রের চেয়ে উন্নয়ন বড়। সেখানে বড় বড় উন্নয়নে দুর্নীতি অর্থপাচার বেশি হয়েছে। এই উন্নয়নের মানে হলো কবরস্থানে আলোকসজ্জার নামান্তর ও অর্থহীন। এই আলোকসজ্জার উন্নয়ন আমরা চাইনি। ১শ’ বিলিয়ন ডলার ঋণের বোঝা জনগণকে বহন করতে হচ্ছে। ঋণ করে ঋণ শোধ করতে হচ্ছে। ৮টি ব্যাংক লুট করে পালিয়ে যাওয়ার বিষয়ে জনগণ হতবাক হয়েছে। নজরুল ইসলাম খান বলেন, জীবনে বিদেশে বেগম পাড়া ও সেকেন্ড হোমের কথা শুনি নাই। এই সরকারের আমলে এসব শুনতে হচ্ছে। তিনি বলেন, শুধু সরকার পরিবর্তন নয়; রাষ্ট্র মেরামতের ফরমূলা আমরা দিয়েছি। জনগণ নির্ভরযোগ্য ও বিশ্বস্ত নেতৃত্ব চায়। কথায় আছে চোরে শোনে না ধর্মের কাহিনী। যারা জনগণের অধিকার চুরি এবং ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চায় তাদের সরাতে গণআন্দোলনের দরকার। তিনি বলেন, জোর করে ধরে নিয়ে যাচ্ছে, বিনা বিচারে গুম করা হচ্ছে। দৈহিকভাবে মানুষকে নির্যাতন করা হচ্ছে। এই রকম জুলুম আল্লাহ সহ্য করবেন না। তিনি বলেন, ভয়ের কিছু নেই। খালিদ বিন ওয়ালিদও ১শ’ যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধে গেলেই মরবেন নিশ্চিত নয়, আবার যুদ্ধে না গেলেও বেঁচে থাকার নিশ্চয়তা নেই। যুদ্ধে যেতেই হবে। তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কবরে চলে গেছে। আগামী ফেব্রুয়ারি মার্চেও নির্বাচন হতে পারে বলে তিনি সংবিধানের ব্যাখ্যা তুলে ধরেন। এই সরকারের কাছে জনগণের নিরাপত্তার কোনো মূল্য নেই। রাজনৈতিক অশান্তি তৈরি করে রাখা হয়েছে জোর করে ক্ষমতায় থাকার জন্য।

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, কোনো কারচুপি এবং জান্নাতি সার্টিফিকেট দিয়ে কাজ হবে না। ফ্যাসিস্ট জালেম সরকারকে উৎখাত করতে হবে। সরকার বিরোধী আন্দোলনে ঈমানী ঐক্য অটুট রাখতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হক বলেন, আজকের সংলাপের বক্তব্যে নীতিগতভাবে সকলেই একমত। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের সংশয় দূর হয়ে গেছে। কাক কাকের গোশত খায় না। অথচ আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীদের ডামি প্রার্থি দিয়ে কাকের গোশত খাওয়া শুরু করেছে। সমস্ত বিরোধী দলগুলোকে বাইরে রেখে নির্বাচন চরম বেঈমানি। নির্বাচনের আগেই কে বিরোধী দল হবে প্রধানমন্ত্রী তা ঠিক করছে; জাতিকে তা দেখতে হচ্ছে, এটা নির্বাচনের নামে তামাশা। ভোট চোর-ভোট ডাকাতদের পক্ষে সমর্থন দিচ্ছে ভারত। ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিলে ভারতকে জনগণ ক্ষমা করবে না। ইতিহাস কখনো এজিদের পক্ষ নেয় না। আজ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার। ভোটের অধিকার চাইলেই গুলি করা হয়। ঝুঁকি নিতে হলেও ঐক্যবদ্ধ হয়ে একটি ধাক্কা দেয়া দরকার।

প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, কর্ণেল গাদ্দাফি, সাদ্দাম হোসেন থাকতে পারেনি। এই জালেম শ্বৈরাচারকে বিদায়ের ঘন্টা বাজাতেই হবে। এই দেশটাকে ভারতে করদ রাজ্য পরিণত হতে দেয়া হবে না। বিগত ২০১৮ সালের পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। যারা এই সরকারের বেচাকেনায় যাচ্ছে তারা মুনাফেক।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী

চোট নিয়ে খেলছেন সাকিব: যে প্রশ্ন তুললেন তামিম

চোট নিয়ে খেলছেন সাকিব: যে প্রশ্ন তুললেন তামিম

কুমিল্লার আদালতে মামলা স্থগিতেও সাবেক আইনমন্ত্রীর প্রভাব

কুমিল্লার আদালতে মামলা স্থগিতেও সাবেক আইনমন্ত্রীর প্রভাব

আ'লীগের মতো বিএনপিও যদি জুলুম করে জনগণ যাবে কোথায়? - সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

আ'লীগের মতো বিএনপিও যদি জুলুম করে জনগণ যাবে কোথায়? - সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

এম আবদুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হওয়ায় সাংবাদিক ইউনিয়ন যশোরের অভিনন্দন

এম আবদুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হওয়ায় সাংবাদিক ইউনিয়ন যশোরের অভিনন্দন

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র্্যালী সমাবেশ অনুষ্ঠিত

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র্্যালী সমাবেশ অনুষ্ঠিত