নগরকান্দা তালমার কৃষ্ণনগর গ্রামের ৩০ পরিবারের কান্না
৩০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
নগরকান্দা তালমার কৃষ্ণনগর গ্রামের ৩০ পরিবারের কান্না বিগত ১১ মাসেও থামেনি। কবে থামবে কেউ জানে না। এলাকার ৩০ দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে ৪৭টি পরিবার। স্বজনহারা কান্নায় এখনও আকাশ বাতাস ভারী হয়ে আছে। নীরব-নিথর হয়ে বাক-শক্তিটুকু হারিয়ে ফেলছেন কারো মা-বাবা, স্ত্রী এবং এতিম সন্তানরা। প্রায় এক বছর সন্তানদের হারিয়েছেন, তারপরও ফিরে আসবে এ আশা ছাড়েননি সন্তানহারা পাগলিনী ‘মা’। এই বুঝি তার সন্তান ফিরে আসবে। হয়তো কোনো দিন আর ফিরবেও না। না ফেরার দেশে চলে গেছে বুকের ধন, কোনো মায়ের একমাত্র ছেলেসন্তান। সলীল সমাধি হয়েছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে। এ কথা জেনেও মায়ের মন বিশ্বাস মানছে না। একমাত্র ছেলের ছবি বুকে নিয়ে ঘুমায় কৃষ্ণনগর গ্রামের মোস্তফা মাতবরের স্ত্রী চামেলি বেগম (৪০)। আবার ঘুম থেকে উঠে ছেলে আলামিনের ছবি হাতে করে। মায়ের মন কোনো মতেই বাধ মানছে না।
আলামিনের একমাত্র ছোট বোন মিনু আক্তার। গত বছর ফরিদপুর সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং পাস করেছেন। সলীল সমাধি হওয়া ভাইয়ের একমাত্র বোন মিনু। কত আশা ছিল এই পরিবারটির। সবকিছু বিক্রি করে স্থানীয় আদম ব্যবসায়ী মুরাদ/গিয়াস/পলাশ ব্যাপারীর হাতে ৮ লাখ টাকা দিয়েছেন তাড়াতাড়ি অধিক টাকার মুখ দেখার আশায়। ছেলে ইতালি যাবে, টাকা পাঠাবে। মাসিক শতকরা ২০ টাকা হারে সুদে আনা ৫ লাখ টাকা আগে পরিশোধ করবে। জমি-জমা রাখবে। নতুন বাড়ি করবে। পুকুর কাটবে, পুকুরে দেশি মাছ থাকবে। ছোট পরিবার দেখে সংসারে টুকটুকে একটি নতুন বউ এনে বড় আনন্দে দিন কাটাবে মিনুরা। সে আশা সারাজীবনের তরে শেষ হয়ে গেছে। ১১ মাস হয়ে গেলেও চামেলি বেগমের একমাত্র পুত্র সন্তান আর ফিরে আসেনি বাড়ি। মা- চামেলি, বোন মিনু গড়াগড়ি করে একখনও ঘরের মেঝেতে পড়ে। একমাত্র ছোট বোন মিনু এখন ভাই হারিয়ে বিছানা থেকেও হটাৎ লাফিয়ে উঠে ভাইয়ের মতো অন্যের গলার ডাক শুনে।
চামেলি বেগম ইনকিলাবকে জানান, গত ৪ জানুয়ারি আমার বাজানকে ইতালি পাঠাতে এলাকার আদম ব্যবসায়ী মুরাদ ব্যাপারী ও পলাশ ব্যাপারীর মাধ্যমে ইতালি যাওয়ার আশায় ৮ লাখ টাকা দেই। কিছুদিন পর জানতে পারি, আমার বাজানের সাথে এলাকা থেকে মোট ৪৭ জন লোক লিবিয়া গেছে ইতালি যাওয়া জন্য। যারা লিবিয়া গেছে তারা সকলেই এই দালালদের প্রত্যেকে ৮/৯ লাখ টাকা দিছে। যাওয়ার পর যখন আমার ছেলে কোনো যোগাযোগ করে না, তখন দালালদের ফোন দেই। তখন তারাও আর ফোন ধরেনি। মনের ভেতর হায়হুতাশ করে ঘুমাতে পারি না। আমার ছেলের সাথে তার আরও ৪/৫ বন্ধু এক সাথে লিবিয়া গেছে। তার আত্মীয়স্বজনরাও আমার কাছে আসে খবর নেওয়ার জন্য। আমার খবর নিতে এসে তারাও পেলো শোকের খবর। বিদেশে যারা গেছে কেউ কোন যোগাযোগ করে না। সন্তানরা বা দালালরা কেউ ফোনও ধরে না। তখন আমরা পাগলের মত হয়ে গেলাম।
হটাৎ একদিন রাত ১০টার খবরে টেলিভিশনে দেখে জানতে পারি লিবিয়া থেকে চোরাইপথে ট্রলারে করে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে বহু লোক মারা গেছে। সবাই ফরিদপুরের। প্রায় দেড়-দুইশ’ লোক এক সাথে গেছে। তার মধ্যে আমাদের এলাকারই ৪৭ জন। এর মধ্যে নগরকান্দা, সালথা, ভাঙ্গা, সদরপুর উপজেলার লোকও ছিল। সবার নাম আমরা জানি না। আমার বাজানের সাথে যারা গেছে তার মধ্যে ৩০ জনই আমাদের উপজেলার। ৪৭ জনের ১৭ জন ফিরলেও বাকি ৩০ জন কেউ ফিরেনি। ঘটনার ২০/২৫ দিন পর ১৬/১৭ জন লোক ফিরলেও আমার বাজান আর ফিরে আসেনি। জানতে পারলাম, ৩০ জনই সাগরে ডুবে মারা গেছে। যারা ফিরে আসছে ওদের কাছে জানতে পারলাম, ওরা ১৮ ঘন্টা পানিতে ভেসে ছিল ওরা। রাখে আল্লাহ মারে কে? এমন অবস্থার মধ্যে, বিদেশি জাহাজে ওদের উদ্ধার করছে। বাকি ৩০ জনের কোনো সন্ধান আর মেলেনি।
সন্তানহারা মা-বাবা, ভাইহারা বোন, বাবা-হারা এতিম সন্তান, স্বামীহারা স্ত্রীদের চোখের পানিতে শরীরের কাপড় ভিজে যায় দিনে এবং চোখের পানিতে বালিশ ভেজে রাতে। এমন কথাই ইনকিলাবকে বললেন আলামিন মাতুব্বর (২১) পিতাঃ মোঃ মোস্তফা মাতুব্বর মাতাঃ চামেলি বেগম। তার ছেলে আলামিনের বন্ধু মাফুজের মা মাফুজা বেগম।
ঘুমের মধ্যে ভিকটিমদের মাথার বালিশ ভিজলেও আনন্দের শেষ নাই দালালদের বাসাবাড়ির। এই দুই প্রতিবেদক সরেজমিনে পরিদর্শনে যান নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। সেখানে ইনকিলাবের সাথে কথা হয় বেকারি ব্যবসায়ী মো. রমজান আলীর। তিনি ইনকিলাবকে বলেন, তার আপন চাচাতো ভাই মো. মাফুজ মোল্যা (২১)কেও আদম ব্যাপারী মুরাদ ব্যাপারী ও পলাশ ব্যাপারী, গিয়াস ব্যাপারী মিলে লিবিয়া থেকে ইতালি নেওয়ার কথা বলে ৮/৯ লাখ টাকা নেয়। আমার ভাইও ট্রলার ডুবিতে মারা গেছে আলামিনের সাথে।
তিনি বলেন, এলাকায় ৬/৭ জন আদম ব্যবসায়ী আছে, এরা দীর্ঘদিন যাবৎ লিবিয়া থেকে ইতালি চোরাপথে লোক পাঠায়। এর মধ্যে আমাদের এলাকার লোক আদম ব্যাবসায়ী পলাশ ব্যাপারী, মুরাদ ব্যাপারী, গিয়াস ব্যাপারী, ইসমাইল, সাজ্জাদ, মেহেদী, কাদের মাতুব্বরের বাসাবাড়ি এখন এমপি-মন্ত্রীদের মতো। বছর খানেক আগেও নুন আনতে পান্তা ফুরাতো, আজ তারা লাখ লাখ টাকার মালিক।
আগামীকাল পড়ুন : নগরকান্দার ৩০ দালালের খপ্পরে পড়ে কতজন হারিয়েছেন সন্তান। স্বজনহারা এখন কে কোথায়? চামেলি ও মাফুজার ২ সন্তান খোয়ানো মামলায় দালাল মুরাদ ব্যাপারী, গিয়াস ব্যাপারী ও পলাশ ব্যাপারী কতদিন জেল খেটেছে? তারা এখন কে কোথায়?
উল্লেখ্য, আলামিনের মা- চামেলি বেগম এবং মাহফুজের মা- মাফুজার মামলায় ১০ আদম ব্যবসায়ী আসামি হয়ে মামলা তুলে নিতে পরিবারকে এখনও মামলা তুলে নিতে হত্যার হুমকি দেয়। ৩০ দালালের আদি-দিগন্ত জানতে কালও চোখ রাখুন ইনকিলাবের পাতায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ