জাপার লোটা কম্বল হারানোর ভয়!
৩০ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।
কিন্তু এখন পর্যন্ত (বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত) দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার ছেলে রংপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আর মাহিগীর সাদ এরশাদ। মূলত পছন্দ অনুযায়ী আসন না পাওয়ায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি মা ও ছেলে। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় না বাড়লে তাদের নির্বাচনে অংশ নেওয়াটা অনিশ্চিত হয়ে পড়বে। তবে রওশন এরশাদ নিজ অনুসারিদের নিয়ে গতকাল সন্ধ্যায় বৈঠক করেন। বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
যদিও রওশন এরশাদের মনোনয়ন ও তার নির্বাচনী আসন (ময়মনসিংহ-৪) নিয়ে কোনো জটিলতা নেই। মূলত, রওশন এরশাদের পছন্দের রংপুর-১ ও রংপুর-৩ আসনে ছাড় না দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। রওশন এরশাদ সব সময় আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। জিএম কাদের যখন দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেন তখন রওশন এরশাদ আওযামী লীগ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেন। সেই রওশন এরশাদ এখন পর্যন্ত দলীয় মনোনয়ন গ্রহণ করেননি। তাহলে কী ঘটতে যাচ্ছে জাতীয় পার্টিতে?
জানা গেছে, আওয়ামী লীগ এরোই মধ্যে ২৯৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি বুঝে কিছু আসন শরীকদের মধ্যে ভাগ করে দেয়া হবে। জাতীয় পার্টিকে কত আসন এবং কোন কোন আসন দেয়া হবে তা এখনো অস্পষ্ট। তবে সুত্রের দাবি এবার জাতীয় পার্টিকে খুব কম আসন দেয়া হবে। এমনকি ঢাকার জাপাকে কোনো আসন দেয়া হবে না এমন ইংগিত আগেই দেয়া হয়েছে। ২০১৪ ও ২০১৮ সারের নির্বাচনে ঢাকা-৪ ও ঢাকা-আসনে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়েছিল। এবার ঢাকা-১৩ আসন চাওয়া হয়েছিল। কিন্তু না করে দেয়া হয়েছে। এছাড়া তৃর্ণমূল বিএনপি, কল্যাণ পার্টিসহ কয়েকটি দলকে নির্বাচনে আনা হচ্ছে। তাদের আসন ছেড়ে দেয়া হবে। ফলে জাপার ভাগ্যে এবার খুব কম সংখ্যক আসন ছেড়ে দেয়া হতে পারে বলে জানা গেছে। ফলে জাপা ভাগ্যে কি ঘটতে যাচ্ছে বোঝা কঠিন।
জাতীয় পার্টির রওশন এরশাদপন্থিরা বলছেন, রওশন এরশাদের পক্ষ থেকে রংপুর-৩ আসনে ছেলে আল রাহগীর সাদ এরশাদ এবং রংপুর-১ আসনে দলের সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙাকে দেওয়াসহ আরো পাঁচটি আসনে মনোনয়ন চাওয়া হয়েছিল। কিন্তু দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-১ ও রংপুর-৩ আসনে কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। জি এম কাদেরের পক্ষ থেকে সাদ এরশাদকে ময়মনসিংহ-৭ আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সাদ এরশাদ কোনোভাবেই বাবা হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসন ছেড়ে দিতে রাজি হননি। ফলে গত রোববার রওশন এরশাদ ও জি এম কাদেরের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
রওশন এরশাদপন্থিরা বলছেন, চাহিদা ও পছন্দ অনুযায়ী আসন না পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন রওশন এরশাদ ও সাদ এরশাদ। এখন আশা একটাই সরকারের পক্ষ থেকে যদি সমঝোতার উদ্যোগ নেওয়া হয় তাহলে রওশন এরশাদ নির্বাচনে অংশ নিতে পারবেন। না হলে রওশন এরশাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হতে পারে।
জানতে চাইলে রওশন পন্থী একাধিক নেতা বলেন, আমরা কীভাবে নির্বাচনে অংশ নেব? আমাদের তো তারা (জি এম কাদের) মনোনয়ন ফরম দিচ্ছে না। তাদের বাধার কারণে ম্যাডাম ও তার ছেলে এবং আমরা নির্বাচনে অংশ নিতে পারছি না। অন্যদিকে জাপার জি এম কাদেরপন্থি নেতারা বলছেন, জি এম কাদেরের পক্ষ থেকে রওশন এরশাদকে তিনটি আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর সাদ এরশাদকে রংপুর নয় ময়মনসিংহ থেকে নির্বাচনে অংশ নিতে বলা হয়েছিল। কিন্তু তারা রাজি হয়নি। ফলে সামনে জাতীয় পার্টির জন্য কি অপেক্ষা করতে সেটা দেখার জন্য অপেক্ষার পালা। তবে জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে গেছেন এমন একধিক নেতা বলেন, জাতীয় পার্টি গণবিচ্ছিন্ন হয়ে দালালির রাজনীতি করার কারণে আওয়ামী লীগেও তাদের কদর কমে গেছে। জনগণতো অনেক আগেই জাতীয় পার্টিকে গুডবাই জানিয়েছে। এতে করে গণবিচ্ছিন্ন দলটির লোটা কম্বল দুটোই হারাতে বসেছে।
এদিকে রওশন অনুসার মশিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে আমরা যাব, কীভাবে যাব সেই বিষয় নির্ধারণ করতেই বৈঠক করছি। আমাদের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নেতৃত্বেই আমরা সবাই একটা সিদ্ধান্ত নেব, এর আগে কিছু বলা যায় না। তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু মনোনয়ন ফরম ছাড়ার পর থেকেই বলে আসছেন রওশন তিনটি আসনের জন্য ফরম চেয়েছেন। এর একটি ছেলে সাদ এরশাদের জন্য, একটি ময়মনসিংহের বহিষ্কৃত নেতা কে আর রহমানের জন্য। বিরোধীদলীয় নেতা চাইলে তার বাসায় গিয়ে ফরম দিয়ে আসবেন- এমন কথাও বলেছেন একাধিকবার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও