মানুষের অধিকার হরণ মহা অন্যায় এবং কবিরা গুনাহ
০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ইসলামে মিথ্যা ও মানুষের অধিকার হরণ মহা অন্যায় এবং কবিরা গুনাহ। মিথ্যাবাদীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তদরূপ মানুষের অধিকার হরণকারীর আরাধনা উপাসনাও আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ্র হক সম্পর্কে আল্লাহর নিকট ক্ষমা চাইলে তিনি তা মাফ করে দেন। কিন্তু মানুষের অধিকার এটা মানুষের হক তথা বান্দার হক। বান্দার ন্যায্য হক বান্দার ক্ষমা করা ব্যতিত আল্লাহ ক্ষমা করেন না। গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে পেশ ইমাম এসব কথা বলেন।
গতকাল জুমার খুৎবা-পূর্ব বায়ানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিববুল্লাহ হিল বাকি বলেন, আল্লাহ তাওবার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলেছেন। সফলকাম তারাই যারা তাওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। মানুষ গুনাহ করলে একমাত্র ক্ষমার পথ হচ্ছে তাওবাহ। যারা গুনাহের কাজ করে তাদের সংস্পর্শ ছেড়ে দিতে হবে। অসৎ মানুষের সঙ্গত্যাগ করতে হবে। বেশি বেশি তাওবাহের মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ সম্ভব। পেশ ইমাম বলেন, তাওবাহ কবুল হয়েছে কী না বুঝা যাবে তখনই যখন গুনাহের কাজ ছেড়ে দিবেন এবং বেশি বেশি ইবাদত করতে ভালো লাগবে। পেশ ইমাম বলেন, আল্লাহ বলেন : হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবাহ করো। তাওবাহ করলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। পেশ ইমাম বলেন, হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) কাছে লোকজন নানা সমস্যার জন্য দোয়া চাইতে গেলে তিনি সবাইকে বেশি বেশি তাওবাহ করতে পরামর্শ দেন।
মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, ইসলামে মিথ্যা ও মানুষের অধিকার হরণ মহা অন্যায় এবং কবিরা গুনাহ। মিথ্যাবাদীর ইবাদাত আল্লাহর দরবারে কবুল হয় না। তদরূপ মানুষের অধিকার হরণকারীর আরাধনা উপাসনা ও আল্লাহর নিকট গ্রহনযোগ্য নয়। কারণ আল্লাহ্র হক সম্পর্কে আল্লাহর নিকট ক্ষমা চাইলে তিনি তা মাফ করে দেন। কিন্তু মানুষের অধিকার এটা মানুষের হক তথা বান্দার হক। বান্দার ন্যায্য হক বান্দার ক্ষমা করা ব্যতিত আল্লাহ ক্ষমা করেন না। হাদিসের বিভিন্ন বর্ণনায় মিথ্যা ও মানুষের অধিকার নষ্ট করাকে আকবারুল কাবায়ের তথা বড় কবিরা গুনাহ হিসেবে অভিহিত করা হয়েছে। এজন্য কুরআন ও সুন্নাহে মিথ্যাবাদী ও মানুষের অধিকার হরণকারী যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে তবে তাদেরকে জাহান্নামী আখ্যায়িত করা হয়েছে। কেয়ামতের দিন জান্নাতি এবং জাহান্নামীদের মুখোমুখি করা হবে। তখন জান্নাতিরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবেন, তোমরা জাহান্নামে কেন? আল্লাহ তায়ালা ইরশাদ করেন, তখন জাহান্নামীরা বলবে, আমরা নামাজ আদায়কারী ছিলাম না, আমরা মানুষের অধিকার আদায়ে তাদের (প্রাপ্য হক) খাবারের ব্যবস্থা করিনি। চোগলখুরী করেছি এবং সময়ে-অসময়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করেছি। একারণেই আজ আমাদের এই জাহান্নাম। মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে মানুষের অধিকার নষ্ট করে সে জাহান্নামী। আল্লাহ তায়ালা আমাদের সকলকে সর্বপ্রকার মিথ্যার আশ্রয় গ্রহণ ও মানুষের অধিকার হরণ থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন। Ñআমিন।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রাচীন দেউলবাড়ী গাজীবাড়ী জামে মসজিদের অতিথি খতিব মুফতি আবদুল্লাহ ফিরোজী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, মানুষকে আল্লাহ তায়ালা দু’টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। দেহ এবং আত্মা। এ দু’টি জিনিস সুস্থ থাকলেই একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ মানুষ বলা হবে। মানুষের যেরূপ দৈহিক রোগব্যাধি রয়েছে, তেমনি আছে আত্মিক রোগব্যাধি। দৈহিক রোগব্যাধির জন্য আমরা চিকিৎসা গ্রহণ করি, ডাক্তারের শরণাপন্ন হই। আত্মিক রোগব্যাধির চিকিৎসা গ্রহণের জন্যও আত্মার ডাক্তার তথা একজন নিসবতওয়ালা বুযুর্গের শরণাপন্ন হওয়া জরুরি। মানুষ আত্মিক রোগে আক্রান্ত হলে শুধু নিজে নয় বরং জাতি ও সমাজও ধ্বংস করে। তাই আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আত্মশুদ্ধির ব্যাপারে অনেক বেশি তাগিদ প্রদান করেছেন এবং যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তাদের সফলকাম হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের সূরা আলার ১৪ নং আয়াতে তিনি বলেন ‘নিশ্চয়ই যে আত্মাকে পরিশুদ্ধ করবে সে সফলতা লাভ করবে।’ মানবজাতির সভ্যতা ও আত্মিক পবিত্রতার জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এ গ্রন্থের পাতায় পাতায় ছড়িয়ে আছে ব্যক্তি ও সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, কোরআনের শিক্ষা সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করা, জীবনের সর্বক্ষেত্রে সুন্নতে রাসূলের (সা.) অনুসরণ করা এবং আত্মশুদ্ধির মাধ্যমেই সম্ভব একটি সুন্দর সুশৃঙ্খল শান্তিময় কল্যাণকর সমাজ গড়া।
খতিব আরও বলেন, রাতের পর দিন আসে, দিনের পর রাত। এটা আল্লাহ তায়ালার কুদরতের অনন্য নিদর্শন। কারো অর্থ-সম্পদ বিয়োগ হলে সে চিন্তা করে, এতে আমার কী মুনাফা হয়েছে? কিন্তু জীবনের শ্রেষ্ঠ সম্পদ সময় জীবন থেকে বিয়োগ হয়ে যায়, অথচ একটুও চিন্তা হয় না যে, যে সময়টা গত হলো তার কতটুকু কাজে লাগানো হয়েছে? এই সময়ে আমার ইমান-আমলের কতটুকু উন্নতি হয়েছে? আখলাক-চরিত্র কতটুকু সংশোধিত হয়েছে? জ্ঞান-প্রজ্ঞা, মানবতা ও সমাজসেবায় আমি কতটুকু অগ্রসর হয়েছি? সর্বোপরি আল্লাহ তায়ালার নৈকট্যের পথে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে কতটুকু অগ্রসর হয়েছি? বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেছেন, যখন সকাল হয়, সন্ধ্যার অপেক্ষা করো না। অর্থাৎ সন্ধ্যার আগেই পাক-সাফ হয়ে প্রস্তুত হয়ে যাও। আর যখন সন্ধ্যা হয় সকালের অপেক্ষা করো না। অর্থাৎ সকাল হওয়ার আগেই পাক-সাফ হয়ে প্রস্তুত হও। তুমি তো জান না, আগামীকাল তোমার নাম কী হবে? অর্থাৎ তোমার নাম কি জীবিতদের তালিকায় থাকবে, না মৃতদের তালিকায়? সুতরাং সময় থাকতেই প্রস্তুত হও। আল্লাহর নিকট সমর্পিত হও। ভেবো না, এখনও যৌবন! এখনও তারুণ্য। সুতরাং সময়ের কদর করে আমল সুন্দর করা দরকার। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। -আমীন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি