নারী চিকিৎসকের বাসা থেকে পালাতে গিয়ে গৃহকর্মীর মৃত্যু
০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
রাজধানীর শাহবাগ থানাধীন মোতালেব প্লাজার আবাসিক বাসিন্দা ডা. রাশেদা জামানের গৃহকর্মী নাজমা (১৬) পালাতে গিয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
৯ম তলার ওই বাসার গৃহকর্ত্রী খুরশীদা জামান বলেন, গত দেড় মাস ধরে তাদের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল নাজমা। গত শুক্রবার সন্ধ্যায় নাজমা তাকে বলেছিলো, তার (নাজমা) মা খুব অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে তার মাকে দেখতে যাবে। তবে রাতের বেলায় তাকে গ্রামে নিয়ে যাওয়া সম্ভব না বলে জানানো হয়। তখন তার স্বজনদের সঙ্গে কথা বলিয়ে দিতে বলেন। রাত ১০টার দিকে একই সঙ্গে খাওয়া-দাওয়া করেন তারা। এর কিছুক্ষণ পর নাজমাকে আর বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করার একপর্যায়ে জানতে পারেন, ভবনটির ৫ম তলার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাজমা। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার তার মৃত্যু হয়। তাদের ধারণা, তাদের বাসার গ্রিলের ফাঁক দিয়ে নামার সময় সেখান থেকে পড়ে গিয়েছিল নাজমা।
নিহত গৃহকর্মীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। পুলিশ জানায়, নাজমা অসাবধানতাবশত পড়ে গেছে নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় আহত শাহাদত হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটে। রেল পুলিশ জানায়, ওই ব্যক্তি হেটে রেললাইন পার হচ্ছিল। একটি ট্রেনের ধাক্কায় সে আহত হয়। আহত ব্যক্তির কাছে থাকা মোবাইলের মাধ্যমে তার স্বজনদের খবর দেওয়া হয়। তার বাড়ি বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে। বাবার নাম নুরমোহাম্মদ হাওলাদার। বর্তমানে তেজগাও নাবিস্কো এলাকায় থাকতেন তিনি। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
অপরদিকে রামপুরা থানার বনশ্রী এলাকার একটি বাসা থেকে আফিয়া মোর্শেদা চৈতি (৩৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই ওমর ফারুক বলেন, কী কারণে আমার বোন গলায় ফাঁস দিয়ে মারা গেছে তা জানতে পারিনি। আমার বোন রামপুরা বনশ্রীর ৬ নম্বর রোডের ই-ব্লকের ২৭ নম্বর বাসার পাঁচ তলায় তার স্বামীর সঙ্গে থাকতো। কোনো সন্তান না থাকায় মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে কলহ হতো। হয়তো কলহ বিরোধের জের ধরেই এই ঘটনাটি সে ঘটিয়ে থাকতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি