রাজধানীতে ফের হেচকা টান ছিনতাইকারীর
০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
চলন্ত রিকশায় ছিনতাইকারীর হেচকা টানে এক গুরুত্বর আহত হয়েছেন এক শিক্ষিকা। রাজধানীর মৎস্যভবন এলাকায় গতকাল শুক্রবার ছিনতাইকারী চলন্ত রিকশা থাকা মাহমুদা বেগম (৪৬) নামে ওই নারীর ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। অন্যদিকে রাজধানীর শনিরআখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুস সালাম (৫০) নামে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। তার কাছে থাকা নগদ ১৯ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার শনিরআখড়া পুরাতন এ কে স্কুলের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই আনসার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের ২৫ আগস্ট ধানমন্ডির সাত মসজিদ সড়কেস্বামী সালাহ উদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে রিকশা যোগে যাচ্ছিলেন নারী উদ্যোক্তা সৈয়দ আমিনা হক (৫৮)। এ সময় পেছন থেকে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী আমিনার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন। তখন রিকশা থেকে পড়ে গুরুতর জখম হন আমিনা হক। তার বুকের পাজরের পাঁচটি হাড় ভেঙে যায়। সেদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামলীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আমিনা হক মারা যান।
আহত শিক্ষিকা মাহমুদা বেগমের স্বামী কাজী জহিরুল ইসলাম ইনকিলাবকে বলেন, তাদের বাসা হাজারীবাগ গণকটুলি লেনে। শনিবার দুপুরের দিকে স্ত্রীসহ সন্তানদের নিয়ে কাকরাইল একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। তিনি এবং তার স্ত্রী এক রিকশায় ছিলেন। পেছনে আরেক রিকশায় ছিলেন সন্তানরা। তাদের রিকশা মৎস্য ভবন এলাকার সড়কে পৌঁছানোর মাত্রই মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। তখন তার স্ত্রী মাহমুদা রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে মাহমুদার হাতে ও পায়ে ফ্যাকচার দেখা দেয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রমনা থানার ওসি আবুল হাসান জানান, ছিনতাইয়ের ঘটনায় আহত নারীর বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
অন্যদিকে রাজধানীর শনিরআখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুস সালাম (৫০) নামে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। তার কাছে থাকা নগদ ১৯ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার শনিরআখড়া পুরাতন এ কে স্কুলের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই আনসার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুস সালামে ভাতিজা শাহজালাল জানান, তার চাচা রাঙামাটি আনসার ব্যাটালিয়নে কর্মরত। তার বাবার নাম শমসের আলী হাওলাদার। তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে। বতর্মানে তিনি শনিরআখড়ার বটতলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
শাহজালাল আরও জানান, গত শুক্রবার দিবাগত রাতে গ্রামের বাড়ি থেকে রওনা দিয়ে ভোরে ধোলাইপাড়ে নামেন আব্দুস সালাম। সেখান থেকে রিকশায় শনিরআখড়ার বাসায় যাচ্ছিলেন। পুরাতন এ কে স্কুলের গলি মাথায় পৌঁছালে দুজন ছিনতাইকারী তার রিকশার গতি রোধ করে। তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিতেই তার পেটে ছুরিকাঘাত করে। এরপর ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। আব্দুস সালামে ব্যাগের ভেতর নগদ ১৯ হাজার টাকা ছিল। আহত অবস্থায় পথচারীরা তাকে স্থানীয় একটি হহাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সকালে ছুরিকাঘাতে আহত এক আনসার সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি