ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

বুদ্ধিজীবীদের একজনও জনগণের ভোটাধিকারের কথা বলেননি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ এএম

প্রায় ডজনখানেক বুদ্ধিজীবী ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাজনৈতিক দায়িত্বশীলতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন। সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় প্রায় সব বক্তাই বিদেশি শক্তির ওপর নির্ভরতা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে বলে মন্তব্য করেছেন। অধিকাংশ বক্তাই দেশের আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, কোনো রাজনৈতিক পক্ষ যদি বিদেশি শক্তির ওপর নির্ভর করে, তখন সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে। অন্যের সিদ্ধান্তের মুখাপেক্ষী হয়ে থাকলে তখন তারা প্রশ্নের মুখে পড়ে যায়। কিন্তু একজন আলোচকও দেশের জনগণের ভোটাধিকার নিয়ে কোনো কথা বলেননি। দেশের শীর্ষস্থানীয় এই বুদ্ধিজীবীদের বক্তৃতায় মাঠের বিরোধী দল বিএনপির হরতাল-অবরোধের কঠোর সমালোচনা থাকলেও মানবাধিকার, মানুষের ভোটের অধিকার ইত্যাদি নিয়ে একটি শব্দও ছিল না।

গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ গোলটেবিলের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ গড়ার মূল দায়িত্ব হচ্ছে রাজনীতিকদের। দেশের উন্নয়নও রাজনৈতিক প্রক্রিয়ায় হয়। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা থাকে না। স্বাধীনতার চেতনায় দেশে ও দেশের বাইরে থেকে হস্তক্ষেপ এলে তা মোকাবিলা করতে হবে। যারা এই চেতনায় বিশ্বাস করে না, তাদের দ্বারা ক্রমে রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়েই চলেছে।
জাতীয় ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে ঐকমত্য দেখা যায় উল্লেখ করে কাজী খলীকুজ্জমান বলেন, বাংলাদেশের ক্ষেত্রে তা দেখা যায় না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধরে রাখার জন্য জাতীয় ইস্যুতে সবাইকে এক হতে হবে। রাজনীতিবিদেরা নিজেদের স্বার্থের দিকে বেশি নজর দেন এমন অভিযোগ করে তিনি আরো বলেন, নিজেদের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে বলে মনে হয় না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মো. আখতারুজ্জামান বলেন, সমাজের কোনো কোনো জনগোষ্ঠী তাদের সিদ্ধান্ত গ্রহণে অন্যের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। কোনো সংগঠন যখন নিজে সিদ্ধান্ত নিতে না পারে, তখনই প্রশ্ন ওঠে যে তার ক্ষমতা নেই, শক্তি নেই। অন্য কেউ সিদ্ধান্ত চাপিয়ে দেয় তখন বলা যায়, সংগঠনটি ভালো সংগঠন নয়। বাংলাদেশে কোনো কোনো রাজনৈতিক সংগঠন নিজেরাই প্রশ্নের মুখে পড়বে যে তারা নিজেরা অন্যের মুখাপেক্ষী হয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

অন্যান্য বক্তারা যুক্তরাষ্ট্রের ভিসানীতি এবং পিটার হাসের সমালোচনা করলেও ভারতের নাম উচ্চারণ করেননি। পুরো আলোচনা সভায় পরিষ্কার হয়েছে বক্তারা যুক্তরাষ্ট্রকে বিদেশি মনে করেন; কিন্তু ভারতকে বিদেশি মনে করছেন না।

গোলটেবিল অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার। তিনি বলেন, গণতন্ত্র উদ্ধারের নামে জ্বালাও-পোড়াওয়ের যে রাজনীতি চলছে, তার শুরুই হয়েছে গণতন্ত্রকে হত্যা করার মধ্য দিয়ে। জনগণের ওপর নির্ভরশীল না হয়ে রাজনৈতিক পক্ষ যখন কোনো বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব মেটানোর জন্য ডেকে আনে, বিদেশি দূতাবাসে ধরনা দেয় এবং বিদেশে লবিস্ট নিয়োগ করে, তখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে যায়।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ম. হামিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি সিরাজুল ইসলামসহ প্রায় এক ডজন বুদ্ধিজীবী।

সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভার বক্তাদের নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। তাদের বেশির ভাগই বলেছেন, এরা হচ্ছেন সরকারের উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবী। এরা পদপদবি ও প্রাপ্তির কারণে ‘বিবেক বিক্রি’ করেছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১