ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প : কুমিল্লায় আতঙ্কে আহত ২০ : কুবির আবাসিক হলে ফাটল ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নিতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

বড় ভূমিকম্পের পূর্বাভাস

Daily Inqilab রফিক মুহাম্মদ

০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ এএম

বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা দেশ। এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় মাত্রার ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার সব ভবন ধ্বসে পড়বে। এতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। গত কয়েক মাসে বাংলাদেশ ও এর আশেপাশে মৃদু মাত্রার প্রায় ৩৪টি ভূমিকম্প হয়েছে। গত ১৫ বছরে ছোট-বড় ভূমিকম্প হয়েছে ১৪১টি। এটি খুবই আশঙ্কাজনক। গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এই ভূমিকম্পে রাজধানীতে বেশ ঝাঁকুনি অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। অনেকে আতঙ্কে ভবন ছেড়ে বাইরেও নেমে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞদের মতে, মৃদু মাত্রার এসব ভূমিকম্প ইঙ্গিত দেয় যে সামনে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকায় শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের মণিপুর, মিজোরাম, মিয়ানমারের পার্বত্য এলাকাও ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের হাওর দিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর ও আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে যদি একটি রেখা কল্পনা করা যায়, এলাকাটি হচ্ছে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

এ দুটি প্লেটের মধ্যে পূর্বে অবস্থিত মিয়ানমার প্লেট, পশ্চিমে অবস্থিত ইন্ডিয়ান প্লেট। এর সংযোগস্থলের ওপরের ভাগটি অর্থাৎ সুনামগঞ্জ থেকে শুরু হয়ে পূর্বে মণিপুর, মিজোরাম পর্যন্ত অঞ্চলটি লকড হয়ে আছে। বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া ভারত ও মিয়ানমার টেকটোনিক প্লেটে গত শত বছরেও বড় কোনো ভূমিকম্প হয়নি। তাই এই প্লেটে জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি। এটি যে কোনো মুহূর্তে আট থেকে ৯ মাত্রার ভূমিকম্পের মধ্য দিয়ে হাজির হওয়ার আশঙ্কা আছে।

ভারত ও মিয়ানমারের প্লেট এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে আর তার কেন্দ্র ঢাকার চারপাশের এলাকা হলে রাজধানীর প্রায় দুই লাখ ভবন পুরোপুরি ধসে পড়বে। এমন ঝুঁকি থাকলেও ক্ষয়ক্ষতি মোকাবিলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি। গ্যাস-বিদ্যুতের অপরিকল্পিত লাইন ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। উচ্চমাত্রার ভূমিকম্প হলে মৃত্যুকূপে পরিণত হতে পারে পুরো ঢাকা শহর।

২০১৬ সালের ৪ জানুয়ারি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। সেবার আতঙ্কেই মারা যান ছয়জন। বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া ভারত ও মিয়ানমার টেকটোনিক প্লেটে গত শত বছরেও বড় কোনো ভূমিকম্প হয়নি। তাই এই প্লেটে সঞ্চিত হয়েছে দীর্ঘদিনের শক্তি। এটি যে কোনো মুহূর্তে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের মধ্য দিয়ে হাজির হওয়ার আশঙ্কা আছে। এমন মাত্রার ভূমিকম্প হলে সেই ধাক্কা সামলাতে পারবে না ঢাকা। মৃত্যু হবে কমপক্ষে দুই থেকে তিন লাখ মানুষের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে বড় ভূমিকম্পে যে ধরনের ক্ষতি হয়েছে আমাদের দেশেও একই ক্ষতি হবে। শুধু আমাদের দেশেই নয়, উন্নত দেশেও বিল্ডিং কোড কিংবা রুলস অ্যান্ড রেগুলেশন মানে না। তবে ঢাকা শহরের চেয়েও সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম সোর্সের কাছাকাছি থাকায় ক্ষয়ক্ষতিও বেশি হবে। তিনি বলেন, ভূমিকম্পের এই দুর্যোগ মোকাবেলার চেয়ে আগেই সতর্কতা অবলম্বন জরুরি। অর্থাৎ রেসকিউ করার চেয়ে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করাই বেশি জরুরি। এখন জাপানে যতগুলো ভবন হচ্ছে সব ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহ্য করার মতো। চিলি-পেরুর মতো স্বল্পোন্নত দেশও বিল্ডিং কোড মেনে বিল্ডিং নির্মাণ করছে। আমাদেরও এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।

পরিবেশবাদী সংগঠন বেলা’র নির্বাহী প্রধান এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এক বছরে ছয়-সাতবার ভূমিকম্প আমাদের জন্য বিশেষ সতর্কবার্তা। আমাদের সতর্ক হতে হবে। বন্যা বা ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের এক্সপার্ট আছে। কিন্তু ভূমিকম্প মোকাবিলায় আমাদের সেই সক্ষমতা নেই। সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে। সবাইকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। আতঙ্কের মধ্যে সবাই আছি। এ আতঙ্ক আরও ক্ষতির কারণ হবে।

কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে আহত ২০ : স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, ভূমিকম্পে কুমিল্লায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একটি মসজিদের দেয়ালে ফাটল ধরেছে।
গতকাল শনিবার সকাল ৯টা৩৫ মিনিটে কুমিল্লাসহ আশে পাশের এলাকায় ৫.৬ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভব অনুভূত হওয়ার পর চৌদ্দগ্রামের একটি গার্মেন্টস ও কুমিল্লা ইপিজেডের শ্রমিকরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করার সময় আহতের ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা জানান, উপজেলার মীরশ্বানি এলাকায় ভূমিকম্পে একটি গার্মেন্টসের ১৭ জন শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, ভূমিকম্পের সময় কুমিল্লা ইপিজেডে দৌড়াদৌড়ি করে বের হতে গিয়ে তিনজন শ্রমিক আহত হয়েছেন। দুজন প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে গেছেন। একজন ভর্তি আছেন। এছাড়াও সিড়ি দিয়ে নামতে গিয়ে এক ছাত্রী পা ভেঙে ফেলেছেন।
কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভুইয়া জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা থেকে ৪৫ কি.মি. দূরে কুমিল্লা অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।

কুবির ৫ আবাসিক হলে ফাটল : এদিকে কুবি সংবাদদাতা জানান, ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫টি আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ছেলের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং মেয়েদের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ও শেখ হাসিনা হলের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পঞ্চম ও ৩য় তলার দক্ষিণ পাশের ব্লকের সামনের করিডোরের মেঝের টাইলস উঠে গেছে। একই তলায় নতুন ও পুরাতন ব্লকের সংযোগ স্থলের করিডোরে ফাটল দেখা গেছে।

কাজী নজরুল ইসলাম হলের দু’তলার দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে নতুন ফাটল দেখা দিয়েছে। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের পাঁচতলার বিভিন্ন কক্ষে ফাটল এবং চারতলার সামনের করিডোরে ফাটল দেখা দিয়েছে।

হলের একাধিক আবাসিক শিক্ষার্থী জানান, আজকের ভূমিকম্পটা খুবই ভয়াবহ ছিল। এমন ভূমিকম্প কোনদিন অনুভব করিনি। হঠাৎ যখন সবকিছু কাপন দিয়ে উঠে আমরা হল থেকে দ্রুত বেরিয়ে যাই। আবার অনেকে চিৎকার দিয়ে উঠে। পরে এসে দেখি হলের বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। পরে হল প্রাধ্যক্ষকদের সাথে যোগাযোগ করলে তারা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এসএম শহিদুল হাসান বলেন, ভূমিকম্পে যেসব ভবনে ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ নয়। কারণ এই ভবনগুলোর দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে ভূমিকম্প হলে মূল কাঠামোতে সরাসরি প্রভাব পড়ার আগেই দেয়ালে প্রভাব পড়বে এবং ঝাঁকুনিটা দেয়ালেই লাগবেই।

হল প্রাধ্যক্ষদের সঙ্গে যোগাযোগ করলে তারা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান। যোগাযোগের পর বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. তোফায়েল হোসাইন মজুমদার সরেজমিনে ফাটলগুলো পরিদর্শন করেছেন। তিনি জানান, দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে কথা বলবেন বিষয়টি দেখার জন্য।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত