ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক

৫৯ কিলোমিটারের গলার কাঁটা সাত কিলোমিটার

Daily Inqilab সাদিক মামুন, কুমিল্লা থেকে

০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের ৭ দশমিক ৯ কিলোমিটার কাজ বাকি রেখে ফোরলেন প্রকল্প সমাপ্ত ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ। যার ফলে ৫৯ কিলোমিটারের পুরো সড়ক চালু হলেও কাজ অসম্পূর্ণ থাকা কুমিল্লা অংশের সদর দক্ষিণের বাগমারা বাজার, লালমাইয়ের শানিচো বাজার ও লাকসামের দৌলতগঞ্জ বাজার এলাকায় প্রতিনিয়ত যানজট ভোগান্তি পিছু ছাড়ছে না এ সড়কে চলাচলকারী গাড়ির চালক ও যাত্রীদের। পরিবহণ মালিক-শ্রমিকরা মনে করছেন নির্বিঘ্নে ও নিরাপদ যাত্রার ৫৯ কিলোমিটারের গলারকাঁটা হয়ে দাঁড়িয়েছে সাত কিলোমিটারের অসমাপ্ত কাজ।

ঢাকার সঙ্গে কুমিল্লা হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকাগুলোতে যাত্রী পরিবহণ সহজ, যানজটের ভোগান্তি, যাতায়াতে সময় কমিয়ে আনা এবং পরিবহণ খরচ কমানোর জন্য ২০১৮ সালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ফোরলেন প্রকল্প করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই মোতাবেক ওই বছরের সেপ্টেম্বর মাসে প্রকল্পের উদ্বোধন করা হয়। দুই দফা মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন মাসে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও সেপ্টেম্বরে এসে আইনি জটিলতার কারণে মাত্র সাত কিলোমিটার সড়কের কাজ বাকি রেখে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের দাবি, জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের শুরু থেকে ৫৯ কিলোমিটারের মধ্যে কুমিল্লা অংশের লাকসামের দৌলতগঞ্জ বাজার বাইপাস এলাকার ৪ দশমিক ৫ কিলোমিটার, সদর দক্ষিণ উপজেলার শানিচোঁ এলাকার ১ দশমিক ৮ কিলোমিটার এবং বাগমারা বাজার এলাকার ১ দশমিক ৬ কিলোমিটার স্থানে প্রকল্পের কাজ আটকে যায়। ফলে কাজ অসমাপ্ত রেখেই সরকারি নির্দেশনায় ফোরলেন প্রকল্প ‘সমাপ্ত’ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ফোরলেন প্রকল্পের আওতায় কাজ বন্ধ হয়ে যাওয়া তিনটি এলাকার সমস্যার মধ্যে সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজার এলাকায় ফোরলেনের নির্মাণ কাজের এলাইনমেন্ট নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয় সড়ক বিভাগকে। জনসাধারণের আপত্তি থাকায় ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। ফলে এলাকায় দুই লেন নির্মাণ কাজ শেষ করা হয়। অপরদিকে লালমাই উপজেলার শানিচো-কাকসার মৌজায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ সংক্রান্ত আদালতে মামলা চলমান থাকায় এবং লাকসামের দৌলতগঞ্জ বাজার এলাকাতেও ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেয়ায় ফোরলেন প্রকল্পের কাজ শুরু করা যায়নি।

উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁইয়া আরো বলেন, প্রকল্পের শুরু থেকেই এই স্থানগুলোতে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত আমরা প্রায় ৫৩ কিলোমিটার সড়কের সম্পূর্ণ কাজ শেষ করে সেপ্টেম্বরে প্রকল্পটি ‘সমাপ্ত’ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে বাগমারা অংশের জটিলতা নিরসনের পথে। কিন্তু প্রকল্পটি যেহেতু সমাপ্ত ঘোষণা করা হয়েছে তাই আগের প্রকল্পের আওতায় কাজ করা যাবে না। লাকসামের দৌলতগঞ্জ ও লালমাইয়ের শানিচো এলাকার জটিলতাও শেষ হওয়ার পর একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া তিনটি স্থানের জন্য নতুন করে আবার একটি প্রকল্প দিতে হবে। এরপর এসব স্থানগুলোতে ফোরলেনের কাজ শুরু করা যাবে। এটি সত্য যে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের যেটুকু ফোরলেনে উন্নীত হয়েছে তা সবধরণের যানবাহন চলাচলে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ক্ষেত্র সৃষ্টি করেছে। আর যেটুক বাকি আছে সেখানে মানুষ চার লেনের পুরো সুবিধা পাচ্ছেন না। দেখা গেছে, যানবাহন চার লেনে দ্রুত এসে দুই লেনের জায়গাগুলোতে জট লেগে থাকে।
কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ যে তিনটি এলাকার মাত্র সাত কিলোমিটার রাস্তা আলোর মুখ দেখেনি, সেই এলাকার দুইজন এমপি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তারা আন্তরিকভাবে চেষ্টা করলে পুরো প্রকল্পটি সমাপ্ত হতে পারতো।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যাপক কবির আহমেদ জানান, মাত্র সাত কিলোমিটারে সরকারের একটি বড় প্রকল্প হোঁচট খেয়ে আছে, এতে প্রকল্পের সুফল পাচ্ছেন না গাড়ির চালক ও যাত্রীরা। কাজ অসমাপ্ত থাকা তিনটি স্থানে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ছে যানবাহনগুলো। এ সমস্যা সমাধানে স্থানীয় রাজনৈতিক নেতাদের সদিচ্ছা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
আরও

আরও পড়ুন

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের

শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের