মাদারীপুর অঞ্চলে মানব পাচারের হাতিয়ে নেয়া টাকা প্রভাবশালীর পকেট ভর্তি
০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
অবৈধপথে ইউরোপে যাওয়ার প্রলোভনের ফাঁদে ফেলে শিবচরের এক ব্যক্তিই ৪০ জনের টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি ধনকুব বনে গেছে। পকেটে ভর্তি টাকা নিয়ে সে এখন লাপাত্তা। দু:সাহসের মতো এমনটি ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নে। শহিদ সিপাই নামে এক ব্যক্তি ৪০ জনকে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ওই ব্যক্তির হয়ে এক ইউপি সদস্য ও তাঁর ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি অনেকের টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
দৈনিক ইনকিলাবের অনুসন্ধানে জানা যায়, এই ৪০ জনকে বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আটকে রেখে টাকার জন্য চাপ দেয়া হয় পরিবারের লোকদের। বাশকান্দি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল বেপারি, তাঁর ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মাওলা বেপারি, এলাকার মাতবর মতিন সিপাইসহ আরো কয়েকজনের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে বলে অভিযোগ উঠেছে। দালাল শহিদ সিপাইয়ের অনুপস্থিতিতে বেশকিছু লোকের টাকা গ্রহণ করেছেন ইউপি সদস্য ও তাঁর ভাই।
গত শনিবার রাতে লিবিয়ায় ৭ যুবককে আটক করে ওই দেশের পুলিশ। পরে বাশকান্দি ইউনিয়নের মির্জারচর গ্রামের সামাদ সিপাইয়ের ছেলে মানব পাচারকারী শহিদ সিপাইয়ের ভাই মেরাজ সিপাইকে স্থানীয় শেখপুর বাজারে আটক করে ওই সাত যুবকের পরিবার।
কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে। ভিডিওটি পোস্ট হয় গত ৫ নভেম্বর রাশেদুজ্জামান নামের একটি ফেসবুক আইডি থেকে। এছাড়া ‘লিবিয়া টু ইতালি বাশকান্দি ইউনিয়ন গেম নিউজ’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত হচ্ছে কোনো না কোনো ভুক্তভোগীর ভিডিও পোস্ট। যেখানে তারা তাদের করুণ কাহিনীর বর্ণনা দেন। এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। চলতি সপ্তাহে লিবিয়ায় পুলিশের হাতে ৭ জন আটক হওয়ায় শহিদের ভাই মেরাজকে আটক করে ভুক্তভোগী পরিবারগুলো। লিবিয়ায় আটক যুবকদের ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
লিবিয়ায় আটক ব্যক্তিরা হলেন- বাশকান্দি ইউনিয়নের মির্জারচর গ্রামের সুলতান খানের ছেলে জুলহাস খান, ছলেনামা বাজিতপুর গ্রামের ইউনুস ছেলে সজীব বেপারি, মফেজ মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বর, সাহেব আলী সরদারের ছেলে তুষার সরদার, বোরহান মোল্লার ছেলে রুহুল আমিন মোল্লা, হালিম হাওলাদারের ছেলে হাকিন হাওলাদার ও কিনাই মোল্লার ছেলে কিবরিয়া মোল্লা। এই সাত ভুক্তভোগীর পরিবার মেরাজকে সারাদিন আটক করে রাখে। পরে চলতি মাসের মধ্যে লিবিয়ায় আটক যুবকদের ফিরিয়ে আনার শর্তে তাঁকে ছেড়ে দেয় ।
ভুক্তভোগী ও তাঁর স্বজনরা জানান, শহিদ সিপাই একেকজনের কাছ থেকে ১১ থেকে ১৫ লাখ টাকা করে প্রায় ৫ কোটি টাকা নিয়েছেন তাদের সন্তানদের ইতালি পৌঁছে দেবেন বলে। কিন্তু প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও ইতালি নিয়ে যাননি, এমনকি তাদের খোঁজও দিচ্ছেন না।
হাবিব সিপাই নামে অপর এক ভুক্তভোগী বলেন, তাঁর চার সন্তানের মধ্যে তিন সন্তানই এখন লিবিয়ায় আটকা পড়েছেন। তিনি তাঁর বসতবাড়ি বিক্রি করে ছেলেদের পাঠিয়েছেন। তিনি জমি হারিয়েছেন, এখন সন্তানদেরও হারাতে বসেছেন। তিনি সন্তানদের ফেরত চান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।
কিনাই মোল্লা নামে এক ভুক্তভোগী বলেন, এক বছর হলো ছেলেকে লিবিয়া নিয়ে রেখেছে শহিদ। তাঁর ছেলের সঙ্গে মোট সাতজন পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে হবে।
অভিযুক্ত ইউপি সদস্য রাসেল বেপারি ও যুবলীগের সভাপতি গোলাম মাওলা বলেন, প্রতিপক্ষ তাদের নামে অপবাদ দিচ্ছে। এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তারা নিজেরাই ভুক্তভোগী দাবি করে বলেন, তাদের আপন বোনের ছেলে ও ভাতিজাও এখন লিবিয়ায় আটক আছে।
শহিদ সিপাইয়ের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গেলে দেখা যায়, তাঁর ঘরের দরজায় তালা ঝুলছে। স্থানীয়রা জানান, শহিদ লিবিয়া চলে গেছেন।
মাদারীপুরের শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, এ ব্যাপারে অভিযোগ এলে বা মামলা হলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। (চলবে)
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত