শেরপুরে শীতের সবজিতে মাঠে মাঠে সবুজের হাসি
০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
অন্যতম সবজি উৎপাদন অঞ্চল নামে খ্যাত শেরপুর জেলা (উত্তর) গারো পাহাড় ও চরাঞ্চলে রবি মৌসুমের শীতকালীন সবজি চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। প্রতিবছর রবি মৌসুমের শীতকালীন আগাম সবজি চাষ করে কমবেশি লাভবান হওয়া যায়। যা মৌসুমের অন্য সময় চাষাবাদ করলে নাও হতে পারে। গারো পাহাড়ি অঞ্চলে শীতকালীন সবজিতে মাঠে মাঠে সবুজের হাসি। শেরপুর জেলা (উত্তরে) ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগাম সবজির চাষও হয়েছে।
শীতকালীন সবজিতে শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর মাঠে মাঠে সবুজের সমারোহ। ফুলকপি, বাঁধাকপি, মূলা, করলা, লাউ, কদু, ঝিঙে, বরবটি, মিষ্টি লাউ, কুমড়া, ঢেঁড়স, গাজর, পটল, বেগুন, শিম, টমেটো, লাল ও পালংশাকসহ বিভিন্ন জাতের সবজিতে ভরে গেছে মাঠ।
সরেজমিন ঘুরে দেখা যায়, রবি মৌসুমের শীতকালীন সবজি নিয়ে কৃষকদের বিভিন্ন কর্মব্যস্ততা। ঝিনাইগাতীর সবজি গ্রাম গুমড়া, গারোকুনা, হলদিগ্রাম, সন্ধাকুড়া ও মানিককুড়া, জারুনতলা ইত্যাদি গ্রামের কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। সকাল-সন্ধ্যা সবজিতে পরিচর্যা করছেন কৃষাণ-কিষাণি। কেউ চারা ও বীজ বপণে ব্যস্ত। অনেকেই আগাম সবজি মাঠ থেকে তুলে বাজারে নিয়ে যাচ্ছেন। শেরপুর চরাঞ্চলেও হরেক সবজি চাষ বেশি হয়। অনেক কৃষক শীতকালীন আগাম সবজি চাষ শেষ করেছেন। ওই জমিতে নতুন করে সবজি চাষে আবারো প্রস্তুতি নিচ্ছেন। গারো পাহাড়ি ৩টি উপজেলা সবজিখ্যাত। বারোমাসই রকমারি সবজি ফলান কৃষকরা। গুমড়া গ্রামের আনোয়ার হোসেন ও হলদিগ্রামের আব্দুল বাতেনসহ কৃষকরা জানান, রবি মৌসুমের শীতকালীন সবজি আবাদে তিনভাগে চাষে নামেন। অনেকেই শীতের প্রথম ভাগে সবজি বাজারে তুলতে মাঠে নামেন। কারণ এ সময়ে ভালো দাম পাওয়া যায়। দ্বিতীয় ভাগে শীতের মাঝামাঝিতে সবজি হাটে-বাজারে তোলার প্রস্তুতিতে কাজ করেন। এ সময়েও ভালো দাম পাওয়া যায়। তবে শেষভাগে বেশি উৎপাদিত হলেও ভালো দাম পাওয়া নিয়ে অনেকটা অনিরাপদ থাকেন। কৃষকরা জানান, শীতকালীন সবজি আবাদে আবহাওয়ার হেরফের হলে সবজির ক্ষতির সম্ভাবনা থাকে। বৃষ্টি ও ঘনকুয়াশায় ফসলের ক্ষতি হয়। সবজি চাষে বেশি জমির প্রয়োজন হয় না। অল্প সময়েই বাজারজাত করা যায়। নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করা যায়।
শেরপুর কৃষি বিভাগের খামারবাড়ির অতিরিক্ত উপপরিচলাক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবির ও ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানান, জেলার চরাঞ্চল ও গারো পাহাড়ি অঞ্চলে শীতকালীন সবজি বেশি চাষ হচ্ছে। গত ১৬ অক্টোবর থেকে রবি মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা এখন শীতকালীন সবজি চাষে ব্যস্ত। চাষ ও চারা উৎপাদনে কৃষি বিভাগের সহায়তায় চাষিরা পলিনেট হাউজে চারা উৎপাদন ও বিক্রি করছে। নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। বাজারে শীতকালিন আগাম সবজি উঠতে শুরু করেছে। এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ অন্যন্য জেলায় চলে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে ও বাজার দর ভালো থাকলে শীতকালীন সবজি চাষে বেশ লাভবান হবেন কৃষকরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত