ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
শীত নামতে পারে : ডিসেম্বরে স্বাভাবিকের চেয়ে কম শীত ও বেশি বৃষ্টির আভাস : গেল মাসে ৬৬ শতাংশ অতিবৃষ্টি : আবহাওয়া পূর্বাভাস ও বিজ্ঞপ্তিতে অসঙ্গতি-বিভ্রাট : রামগঞ্জ কী কুমিল্লায়?

ঘূর্ণিঝড়ের ভারত উপকূল অতিক্রম

Daily Inqilab শফিউল আলম

০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ গতকাল আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়। আবহাওয়া বিভাগ (বিএমডি) ও ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার ভোর নাগাদ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল (নিলর ও মাসুলিপট্টমের পাশ দিয়ে) অতিক্রম করে। ঝড়টি ভারতমুখী গতিপথ পরিবর্তন করেনি। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ গতকাল রাতে সর্বশেষ আবহাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ বরাবর বঙ্গোপসাগর উপকূল থেকে ১৩শ’ থেকে ১৫শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা ঘূর্ণিঝড়-পূর্ব লঘুচাপ সৃষ্টি হওয়ার আগেই দেয়া পূর্বাভাসে ভারত ও বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি (‘মিগজাউম’) আসার আশঙ্কার কথা জানান। যা সঙ্গতিপূর্ণ হয়নি।

ইতিপূর্বেও এমনটি ভুল-বিভ্রাট হয়েছিল। তাছাড়া কোনো কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের ক্ষেত্রে ‘১০ নম্বর এবং ৭ নম্বর মহাবিপদ সঙ্কেত’ ঘোষণার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে সচেতন জনমনে। যা ‘মশা মারতে কামান দাগানো’র মতো বলে অনেকেই মত ব্যক্ত করেন। তাছাড়া গেল ২ ডিসেম্বর সকাল ৯টা ৩৫ মিনিটে মাঝারি মাত্রায় যে ভূমিকম্পটি হয়, তার উৎপত্তিস্থল ‘রামগঞ্জ, কুমিল্লা অঞ্চল’ বলে আবহাওয়া বিভাগ বার্তা বা বিজ্ঞপ্তি প্রকাশ করে। বলা বাহুল্য রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা তথা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অন্তর্গত। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা ও প্রশ্ন উঠে। যা পরবর্তীতে সংশোধনীও দেয়া হয়নি। আবহাওয়া বিভাগের (বিএমডি) কোনো কোনো অসঙ্গতিপূর্ণ পূর্বাভাস ও ভূমিকম্প-বার্তা কিংবা আবহাওয়া বার্তা বিভ্রান্তির কারণ হতে পারে।

এদিকে আবহাওয়া বিভাগ ও আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো পূর্বাভাসে জানায়, ভারতমুখী ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র তেমন প্রভাব বাংলাদেশে পড়ছে না। এটি পুরোপুরি কেটে গেলে ক্রমেই শীত নামতে পারে। কুয়াশার মাত্রাও বেড়ে যেতে পারে। উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া বিভাগ। এ মাসের শেষ দিকে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে চলতি ডিসেম্বরে দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকারই সম্ভাবনা রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৫ ডিগ্রি সে.। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপ ও সীতাকুণ্ডে ৩১.৬ ডিগ্রি সে.।

বঙ্গোপসাগরে চলতি বছরে চতুর্থ দফায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে এক বছরেই চার দফা ঘূর্ণিঝড় সৃষ্টি নজিরবিহীন আবহাওয়া-জলবায়ুগত আচরণ। বিগত ৯ মে ঘূর্ণিঝড় ‘মোখা’, ২১ অক্টোবর ঘূর্ণিঝড় ‘হামুন’ এবং সর্বশেষ ১৮ নভেম্বর ঘূর্ণিঝড় ‘মিধিলি’ আঘাত হানে।
আবহাওয়া বিভাগের বিশেষজ্ঞ কমিটির দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানা গেছে, চলতি ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ) মাসে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গেল নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ) মাসেও দেশে স্বাভাবিকের চেয়ে গড়ে ৬৫ দশমিক ৮ শতাংশ বেশিই বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত বেশি হয়। এর মধ্যে বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় ১৮৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৭ নভেম্বর চাঁদপুরে ২১৯ মিলিমিটার।

চলতি মাসের পূর্বাভাসে জানা গেছে, ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দু’টি মৃদু কিংবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রার পারদ নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং মৃদু শৈত্যপ্রবাহে তা ৮ থেকে ১০ ডিগ্রি সে.। এ মাসে দেশের নদ-নদী অববাহিকায় ভোর রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গত রোববার আবহাওয়া বিভাগের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সমন্বয় সভায় এ পূর্বাভাস দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া বিভাগের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা গতকাল সন্ধ্যায় দেওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে (আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী বৃহস্পতিবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে। এর পরের ৫ দিনে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত