থানা পুলিশ খুঁজে পায়নি! পিবিআইয়ের হাতে ধরা ছাত্রলীগ নেতা
০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
নগরীতে আইনজীবীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাকে পলাতক দেখিয়ে নগরীর আকবর শাহ থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। কিন্তু মামলার বাদী আদালতে অভিযোগ করেন, আসামি নিজ এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেফতার না করে পলাতক উল্লেখ করেছে। আদালত পিবিআইকে অধিকতর তদন্তের দায়িত্ব দেয়ার পর সোমবার রাতে নগরীর পাহাড়তলী চাউল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাউছার হামিদ নগরীর আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকার বাসিন্দা। তিনি পিবিআইয়ের কাছে নিজেকে আকবর শাহ থানা ছাত্রলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানা গেছে। গত ১২ অক্টোবর রাতে নগরীর আকবর শাহ থানার নবাববাড়ী হোটেলের বিপরীত গলিতে আইনজীবী জুয়েল চন্দ্র দাশকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জুয়েলের স্ত্রী অ্যাডভোকেট পূজা দাশগুপ্তা বাদী হয়ে কাউছারকে প্রধান আসামি করে এবং আরও পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
পিবিআই পরিদর্শক (মেট্রো) ইলিয়াস খান জানান, আকবর শাহ থানা পুলিশ অভিযান চালিয়ে কাউছার ছাড়া বাকি পাঁচ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। কাউছারকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু বাদী প্রধান আসামি পলাতক থাকায় আদালতে অভিযোগপত্রের ওপর নারাজি আবেদন দাখিল করেন। আদালত ২ নভেম্বর এক আদেশে পিবিআইকে মামলা অধিকতর তদন্তের দায়িত্ব দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) আবু হানিফ বলেন, তদন্তভার পেয়ে আমরা হামলার শিকার ও মামলার বাদীর কাছ থেকে ঘটনার বিস্তারিত অবহিত হই। প্রধান আসামি কাউছার ও হামলার শিকার আইনজীবী একই এলাকার বাসিন্দা। কাউছারের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে আরও পাঁচটি মামলা আছে। এসব মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন আইনজীবী জুয়েল। তার বক্তব্য হচ্ছে, কাউছার নিয়মিত মামলায় হাজিরা দেয় না। এজন্য বিরক্ত হলে মামলা পরিচালনায় অপারগতা জানালে সে ক্ষুব্ধ হয়। এরপর হামলার ঘটনা ঘটে।
গ্রেফতারের পর কাউছার আমাদের কাছে এবং আদালতে নিজেকের ছাত্রলীগের আকবর শাহ থানা কমিটির সম্পাদক বলে দাবি করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের নির্দেশে পাঁচদিনের রিমান্ডে এনেছি। রাজনৈতিক পরিচয় যা-ই থাকুক, আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটন করব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত