ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
ক্যাপিটাল মার্কেট থেকে বেস্ট হোল্ডিংসের অর্থ উত্তোলন

অভিযোগ অনুসন্ধানের মধ্যেই ৩৫০ কোটি টাকা সংগ্রহ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম

বেস্ট হোল্ডিংস লিমিটেডের এর বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের মধ্যেই গত ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিলামের মাধ্যমে পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৩৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে তারা। এর আগে, চলতি বছরের ১০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেস্ট হোল্ডিংস লিমিটেডের আইপিও অনুমোদন দেয়। জানা গেছে, পাঁচতারকা হোটেল লা মেরিডিয়েন পরিচালনা করছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করে বেস্ট হোল্ডিংস লিমিটেড ঢাকার অদূরে ভালুকায় নতুন প্রকল্পে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী ব্যাংক লোন পরিষোধ করতে চায়। প্রতিষ্ঠানটি ভালুকায় বিশ্বমানের একটি চেইন হোটেল এবং আরও কয়েকটি খাতে বিনিয়োগ করবে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ২সিসি এর অধীনে ১১ নং শর্তে বলা হয়েছে, আইপিও আবেদনে যে কোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান আইপিও বাতিল হওয়ার জন্য দায়বদ্ধ থাকবে। এ ছাড়া আবেদনের ২৫ শতাংশ অর্থ বা শেয়ার ক্ষতিপূরণ দেবে, যা বিএসইসির হিসাবে জমা করা হবে। এ ছাড়াও আইন দ্ধারা অন্যান্য শাস্তি প্রদান করা যেতে পারে।
এদিকে বেস্ট হোল্ডিংসের অসংখ্য অনিয়ম ও মিথ্যা তথ্যের কারণে এই আইন অনুযায়ী আইপিও বাতিলের যোগ্য বলে জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। যদিও এর আগে একই ধরনের অভিযোগে বর্তমান কমিশন কয়েকটি কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে।
বিশেষজ্ঞদের মতে, আপাতত অনুমোদন স্থগিত রেখে কমিশনের উচিত তদন্ত করে ব্যবস্থা নেয়া। এমন কোম্পানি অনুমোদন পেলে বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়তে পারেন।
সূত্র মতে, বেস্ট হোল্ডিংসের প্রজেক্টগুলোর মধ্যে আছেÑলা মেরিডিয়ান, বেস্ট হোটেল লিমিটেড, ধামসোর ইকোনমিক জোন লিমিটেড প্রভৃতি। এসব টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, মেশিনারিজ এবং ইক্যুইপমেন্ট প্রকিউরমেন্ট ফর লাক্সারি কালেকশন, বিদ্যমান দায় এবং আইপিও খাতে ব্যয় করবে। ২০২৩ সালের ৩০ শে জুনের আর্থিক বিবরণী অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ৫৬ দশমিক ৩৪ টাকা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩২ দশমিক ২৬ টাকা। শেয়ার প্রতি আয় ১ দশমিক ২৪ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় শূন্য দশমিক ৯৫ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে শান্তা ইক্যুয়িটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
পাবলিক ইস্যু রুলসের ৩ এর ২ এর (পি) অনুযায়ী, কোনো কোম্পানি শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য আবেদন করার পূর্বের ২ বছরের মধ্যে বোনাস শেয়ার ছাড়া পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এই বিধান থাকার পরেও বেস্ট হোল্ডিংসের শত শত কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে আইপিওতে আবেদন করার ২ বছরের মধ্যে। কিন্তু বিএসইসি গত ২৭ জুলাই বেস্ট হোল্ডিংসকে এই বিধান থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বেস্ট হোল্ডিংসের শেয়ার ইস্যু দর নিয়েও রয়েছে ব্যতিক্রম ঘটনা। এই কোম্পানিটি থেকে ৫৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ৬৫ টাকা করে ইস্যুর পরে শুধুমাত্র অভিহিত মূল্যেও বা ১০ টাকায় শেয়ার ইস্যু করা হয়েছে। স্বাভাবিকভাবেই কোম্পানির যোগ্যতার ওপর শেয়ার ইস্যু দাম নির্ভর করে। সে হিসাবে ৬৫ টাকা দামে ইস্যুর পরে কোম্পানি যখন শুধু ১০ টাকায় নেমে এসেছে, তখন বোঝায় যায় কোম্পানির অবস্থা খারাপ হয়েছে।
রেড হেরিং প্রসপেক্টাস অনুযায়ী, বেস্ট হোল্ডিংসের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯২৫ দশমিক ৫৮ কোটি টাকা। এরমধ্যে ২০১৯ সালের ১ অক্টোবর পর্যন্ত ১০ টাকা করে ৫৬৬ দশমিক ১৫ কোটি টাকার শেয়ার ইস্যু করা হয়। এরপরে ২০১৯ সালের ১৮ নভেম্বর থেকে ২০২০ সালের ৩ মার্চ পর্যন্ত সময়ে ২৪৮ দশমিক ৩৪ কেটাটি াকার পরিশোধিত মূলধন বাড়ানো হয় প্রতিটি শেয়ার ৬৫ টাকা করে ইস্যুর মাধ্যমে। এরপরে ২০২০ সালের ১০ ও ৩০ সেপ্টেম্বর ৬২ দশমিক ৫০ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হয় শুধুমাত্র ১০ টাকা করে ইস্যুর মাধ্যমে।
এরপরে ২০২০ সালের ২০ অক্টোবর প্রতিটি ৬৫ টাকা করে ১৫ দশমিক ৩৮ কোটি টাকার, একই বছরের ১০ ডিসেম্বর ১০ টাকা করে ১৩ দশমিক ৯৭ কোটি টাকার এবং সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন ৬৫ টাকা করে ১৯ দশমিক ২৩ কোটি টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে। ২০১৯ সালের ৬ আগস্ট ২০০ কোটি টাকার বোনাস শেয়ার ইস্যু করা হয়। যার আগে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৮৮ দশমিক ৩১ কোটি টাকা। অর্থাৎ ২০১৫ সালে ব্যবসা শুরু করা বেস্ট হোল্ডিংসের ওইসময় ২২৬ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করা হয়।
কোম্পানিটির কর্তৃপক্ষ আইপিওর আবেদনে উল্লেখ করেছে লো মেরিডিয়ান হোটেলটির প্রতি স্কয়ার ফিট কাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ১৮ হাজার ৫০১ টাকা। হোটেল ভবনটির প্রতি স্কয়ার ফিটের বাজার দাম দেখানো হয়েছে ৪০ হাজার ১০ টাকা। যা বাস্তবসম্মত নয় বলে এ খাতের সংশ্লিষ্টদের দাবি করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে পুঁজিবাজারে আসার আগেই মূলধন বাড়ালেও প্রতিষ্ঠানটিকে ছাড় দিয়েছে বিএসইসি। পাবলিক ইস্যু নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি পুঁজিবাজারে আসার আগে দুই বছরের মধ্যে বোনাস শেয়ার ইস্যু ছাড়া অন্য কোনো পদ্ধতিতে মূলধন বাড়াতে পারবে না। কোম্পানিটি বোনাস শেয়ার ছাড়াই মূলধন বাড়িয়েছে। তারা আইন লঙ্ঘন করলেও কোম্পানিকে বিশেষ ছাড় দিয়েছে কমিশন।
বিশ্লেষকদের মতে, যে কোম্পানি পুঁজিবাজারে আসার আগেই অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে, সেই কোম্পানিকে বিশেষ ছাড় দিয়ে পুঁজিবাজারে আসতে দেয়া উচিত নয়। কারণ, এখানে হাজারো সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ জড়িত। এ ধরনের কোম্পানিতে বিনিয়োগ করলে সাধারণ মানুষের বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
এদিকে, বেস্ট হোল্ডিংস লিমিটেড কোম্পানির ১ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাত/মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগটির পুনরায় অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের সভা নং ০৮/২০২২ তারিখ ২৩/২/২০২২ এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা এখনও তদন্তাধীন অবস্থায় আছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নিকট জমি বিক্রির মাধ্যমে কর ফাঁকি ও অর্থ আত্মসাতের সহযোগীতার অভিযোগে প্রতিষ্ঠানটির কর্ণধার আমিন আহমেদের বিরুদ্ধে চলতি বছরের অক্টোবর মাসে মামলা করেছে দুদক। এ বিষয়ে একাধিকবার আমিন আহমেদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কুমারা দিসানায়েকে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত   ১

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত ১

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত