২২ বছর ফাইল চালাচালি
০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
২২ বছর আগে প্রবাসী শ্রমিকদের চিকিৎসা সুবিধা এবং বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী ঢাকায় একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মালিকানাধীন গুলশানের ভাটারার জমি ক্রয় করা হয়। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটির নামকরণ ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব’ করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ফাইল চালাচালি চলছে। মন্ত্রণালয়ের চরম উদাসিনতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় প্রস্তাবিত হাসপাতালটি নির্মাণ কাজ শুরু হচ্ছে না। জানতে চাইলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান ইনকিলাবকে বলেন, বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করার নিমিত্তে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মালিকানাধীন ঢাকাস্থ গুলশান-ভাটারার জমিতে প্রবাসফেরত ও বিদেশগামী কর্মীদের জন্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গত ১৩ সেপ্টেম্বর পুনরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নামকরণের বিষয়টি অনুমোদিত হলে পিপিপির মাধ্যমে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি বাস্তবায়ন করা হবে ডিজি হামিদুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।বিশ্বের বিভিন্ন দেশে প্রায় সোয়া কোটি নারী-পুরুষ কর্মী কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। গত জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে প্রায় ১২ লাখ কর্মী চাকরি লাভ করেছে। জাতীয় অর্থনীতির চাকা সচল রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও এ অর্থ ব্যয় হচ্ছে। দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্সের ভূমিকা অসাধারণ। অভিবাসী কর্মী ও তাদের পরিবার পরিজনদের নানামুখী কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার। সর্বশেষ নভেম্বরে প্রবাসীদের পাঠানো ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসেবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে প্রায় ৫ কোটি ডলার। তবে গত বছরের নভেম্বরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশ গমনেচ্ছুকর্মী, প্রত্যাগতকর্মী এবং তাদের পরিবার পরিজনদের সুলভ মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে সরকার গুলশান-ভাটারা মৌজায় ১৬৭ দশমিক ২৮ কাঠা জমির ওপর আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কিডনি হাসপাতাল ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। রাজনৈতিক প্রতিহিংসা এবং নানা কারণে দীর্ঘ ২২ বছরেও এ উদ্যোগ বাস্তবায়িত হয়নি। দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চরম উদাসিনতায় প্রবাসী বান্ধব উল্লেখিত প্রকল্পটি মাঝ পথে যুগ যুগ ধরে আটকে রয়েছে। পরিত্যক্ত নির্মাণাধীন বহুতল ভবন পাহারা দিতে ১০ জন আনসার নিয়োগ করে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। নির্মাণাধীন পরিত্যাক্ত বহুতল বিশিষ্ট ভবন যুগ যুগ ধরে পানির নিচে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাসীদের কষ্টে অর্জিত কোটি কোটি টাকায় কেনা জমির ওপর নির্মাণাধীন পরিত্যক্ত একাধিক ভবনের গুণগতমান বিনষ্ট হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের ব্যক্তি কর্তারা এসব দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ উঠছে। প্রবাসীদের ঘামের টাকায় কেনা জমিতে দীর্ঘ ২২ বছরেও আলোর মুখ দেখেনি প্রস্তাবিত আধুনিক প্রবাসী হাসপাতাল ও গায়াগনস্টিক সেন্টার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চরম উদাসিনতা ও খাম-খেয়ালির দরুণ বর্তমান বাজার মূল্যের শত শত কোটি টাকার গুলশান-ভাটারা মৌজায় ১৬৭ দশমিক ২৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন পরিত্যাক্ত বহুতল বিশিষ্ট ভবন যুগ যুগ ধরে পানির নিচে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিআইপি এলাকায় উক্ত বিশাল জমিতে পুকুরের ন্যায় পানি জমে মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। এডিস মশার উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ। জমির ওয়ালের দক্ষিণ পার্শ্বে ফুলের বাগান ও একাধিক অস্থায়ী দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে কল্যাণ বোর্ডের একটি চক্র। প্রস্তাবিত আধুনিক হাসপাতাল চালু করা সম্ভব না হওয়ায় বিদেশ গমনেচ্ছুকর্মী, প্রত্যাগত প্রবাসীকর্মী ও তাদের পরিবার পরিজন স্বল্প মূল্যের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখার কেউ নেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংবিধিবদ্ধ সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৭৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক প্রবাসীদের কল্যাণে কিডনি হাসপাতাল ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্যে ২০০১ সালে গুলশান-ভাটারায় ১৫১ দশমিক ৫৪ কাঠা জমি ক্রয় করা হয়।ইরাক-কুয়েত প্রত্যাগত ৭২ হাজার বাংলাদেশি কর্মীর জাতিসংঘ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থের সাশ্রয়কৃত টাকা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের অর্থায়নে প্রবাসীদের কল্যাণে কিডনি হাসপাতাল ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্যে উল্লেখিত জমি ক্রয় করা হয়। পরবর্তীতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৯৬তম সভায় উক্ত জমিতে প্রবাসীদের জন্য ৫০০ ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রবাসীদের কাছে ফ্ল্যাট বিক্রির লাখ লাখ টাকাও নেয়া হয়। অতঃপর ২০০৪-২০০৫ সালে আরো ১৫ দশমিক ৭৪ কাঠা জমি ক্রয় করা হয়। সে হিসেবে মোট জমির পরিমাণ দাঁড়ায় ১৬৭ দশমিক ২৮ কাঠা। যার মোট ক্রয় মূল্য পঁচিশ কোটি চৌত্রিশ লক্ষ ষাট হাজার দুইশত টাকা। পরে ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা হলে প্রবাসীদের ফ্ল্যাটের জমাকৃত টাকাও ফেরত দেয়া হয়। এতে অভিবাসী কর্মীরা চরমভাবে ক্ষুব্ধ হন। ২০০৪ সালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ১০৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক উপর্যুক্ত জমিতে বেইসমেন্টসহ ৫টি ১৫ তলা, ১টি ৯ তলা বিশিষ্ট আবাসিক ভবনের বিভিন্ন আয়তনের ৫০০ ফ্ল্যাট এবং ১টি ৫ তলা বিশিষ্ট কমিউনিটি ভবন নির্মাণের জন্য মেসার্স বোরাক রিয়েল এস্টেট (প্রা:) লি: (৫১ দশমিক ২০৫% কাজ) ও মেসার্স ইস্টার্ণ হাউজিং লি: (৪৮ দশমিক ৭৯৫% কাজ)-এর সাথে নির্মাণ কাজের চুক্তিপত্র সম্পাদনপূর্বক নির্মাণ কাজ শুরু হয়। নির্মাতা প্রতিষ্ঠান দু’টি নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে নির্মাণ কাজের ব্যয় বৃদ্ধির আবেদন জানালে তা বোর্ড কর্তৃক গৃহীত না হওয়ায় ২০০৬ সালের ২৬ অক্টোবর ফ্ল্যাট নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ করে দেয়। নির্মাণ কাজ বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত ১টি ভবনের বেইসমেন্টসহ ফ্লোর লেভেল-৪ এবং অপরটিতে ২টি বেইসমেন্টসহ ফ্লোর লেভেল-২ পর্যন্ত শুধুমাত্র ফ্রেম স্ট্রাকচার এর কাজ সম্পাদন করা হয়েছে। নির্মাণ কাজ বন্ধ হওয়ায় নির্মাতা প্রতিষ্ঠানদ্বয়ের জামানত হিসেবে বোর্ডের নিকট রক্ষিত ২টি ব্যাংক গ্যারান্টি নগদায়নের উদ্যোগ নেয়া হয়। এ প্রেক্ষিতে নির্মাতা প্রতিষ্ঠান দু’টি আদালতে আরবিট্রেশন ও দেওয়ানি মামলা দায়ের করে। এভাবে আইনি জটিলতায় সময় ক্ষেপণ হয়। পরবর্তীতে নির্মাতা প্রতিষ্ঠানদ্বয়ের সাথে দীর্ঘ আলোচনা শেষে সমঝোতার ভিত্তিতে ২০১৭ সালের ৫ জুন বোরাক রিয়েল ইস্টেট (প্রা:) লি: এর সাথে ও একই সালের ১২ জুন ইস্টার্ন হাউজিং লি: এর সাথে আপোষনামা সম্পাদন শেষে আদালত থেকে সকল মামলা প্রত্যাহার করা হয়। ফলে ৫০০ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ ও চুক্তির সম্পূর্ণ অবসান, ঠিকাদারের টার্মিনেশন ও প্রকল্পের জমি, স্থাপনা ইত্যাদির দখল ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অনুকূলে বুঝে নেয়া হয়। অতঃপর ২০২০ সালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২৯২তম সভায় ওই জমিতে প্রবাসফেরত ও বিদেশগামী কর্মীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের বিষয়ে নীতিগত অনুমোদন এবং উক্ত হাসপাতালটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্যমান অবকাঠামো অপরিবর্তিত রেখে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্ত কনসাল্টিং ফার্মের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মালিকানাধীন ঢাকার গুলশান-ভাটারাস্থ ওই জমিতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপিত হলে তাতে প্রবাসফেরত ও বিদেশগামী কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অন্তত ৫০% ছাড়ে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২৯২তম সভার নীতিগত অনুমোদনের আলোকে ওই জমিতে প্রবাসফেরত ও বিদেশগামী কর্মীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, প্রবাসীদের প্রস্তাবিত হাসপাতাল নির্মাণে যুগ যুগ ধরে কালক্ষেপণ হওয়ায় ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে উল্লেখিত জমি ৭২ হাজার প্রত্যাগতদের মাঝে ফেরতসহ ৭ দফা দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত