ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
উত্তর গাজায় হামলায় নিহত ৫০ ইসরাইলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামাসের হামলা ষ জেনিনে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি সেনা ষ মার্কিন অস্ত্র দিয়ে ৪৩ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে: অ্যামনেস্টি ষ গাজায় ‘নিরাপদ অঞ্চল’ তৈরি সম্ভব নয়: জাতিসংঘ

খান ইউনিস ঘিরে ফেলেছে ইসরাইলি ট্যাংক

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

ফিলিস্তিনের পুরো এলাকায় হামলা চালাতে ইসরাইল স্থলঅভিযানের আওতা বাড়াচ্ছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস নগরী অভিমুখে স্থল অভিযানে এগিয়ে চলেছে ইসরাইল। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানিয়েছেন, তারা খান ইউনিসের উপকণ্ঠে ইসরাইলের ট্যাংক এবং সাঁজোয়া যান দেখতে পেয়েছেন। ওদিকে, গাজার উত্তরাঞ্চলে সোমবার ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দুটো স্কুলভবনে আশ্রয় নেয়া মানুষের ওপর ইসরাইল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা।
বিমান থেকে বৃষ্টির মতো বোমা হামলা হয়েছে দক্ষিণ গাজার বিভিন্ন এলাকাতেও। ফলে গোটা গাজাতেই এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ গাজার একটি হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, রোববার রাতভর ভারি বোমা হামলার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। দক্ষিণ গাজার আরও ভেতরের দিকে এগিয়ে চলেছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) । ফিলিস্তিনের পুরো এলাকায় হামাস কেন্দ্রগুলোর ওপর হামলা চালাতে তারা স্থলঅভিযানের আওতা বাড়াচ্ছে বলে জানিয়েছে। ইসরাইলের হামলায় রোববার থেকে ৩৪৯ জন মারা গেছে বলে হিসাব দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গত ৭ অক্টোবরে গাজায় হামলার শুরু থেকে মানুষ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৯ জনে।
ইসরাইলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামাসের হামলা : ইসরাইলের একটি পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাস যে হামলা চালিয়েছিল, ওই সময়ই এ ঘটনা ঘটে বলে নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ক্ষেপণাস্ত্রের কোনো ক্ষতি হয়নি। তবে ওই হামলার ফলে যেখানে পরমাণু অস্ত্রগুলো রাখা হয়েছিল, তার কাছাকাছি স্থানে আগুন ধরে গিয়েছিল। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিটসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক কান্স ক্রিস্টেনসেন দাবি করেন, ইসরাইলের কাছে ২৫ থেকে ৫০টি পরমাণু-সক্ষমতার জেরিকো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক রয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইন ছবির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। গত ৭ অক্টোবর স্থানীয় সময় ১০টার দিকে হামাসের রকেট হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে যায়।
জেনিনে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি সেনা : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল ভোররাতে পশ্চিম তীরের জেনিনে ভয়াবহ আক্রমণ শুরু করেছে। আল-জাজিরার মতে, ইসরাইলি সেনাবাহিনী ভারী সাঁজোয়া বুলডোজার সহ ৫০টি সামরিক হার্ডওয়্যার ব্যবহার করছে। শহরের বিভিন্ন স্থানে ইসরাইলি স্নাইপাররা তাদের অবস্থানে রয়েছে।
ইসরাইলের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে, জেনিনের সরকারি হাসপাতাল এবং একটি স্থানীয় শরণার্থী শিবির। জেনিন শহরের কেন্দ্রস্থলে বর্তমানে ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে। এদিকে, গাজায় ইসরাইলি হামলায় সোমবার পর্যন্ত অন্তত ৬৩ সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন অস্ত্র দিয়ে ৪৩ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি তদন্তে জানা গেছে যে, মার্কিন তৈরি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) বেসামরিক মানুষের বাড়িতে দুটি পৃথক বিমান হামলায় ব্যবহৃত হয়েছিল।
অধিকার পর্যবেক্ষক সংস্থাটি ১৯ শিশু, ১৪ মহিলা এবং ১০ জন পুরুষকে হত্যাকারী হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে। বাড়ি দুটি ওয়াদি গাজায় ছিল, যেখানে ইসরাইলি সামরিক বাহিনী ১৩ অক্টোবর উত্তর গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। ‘বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক পরিণতি সহ ইসরাইলি সেনাবাহিনী বেআইনি আক্রমণে মার্কিন-নির্মিত যুদ্ধাস্ত্র ব্যবহার করছে তা বাইডেন প্রশাসনের কাছে একটি জরুরী ‘ওয়েক আপ কল’ হওয়া উচিত। মার্কিন-তৈরি অস্ত্রগুলি বর্ধিত পরিবারগুলির গণহত্যাকে সহজতর করেছিল,’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন। ‘এ হামলায় দুটি পরিবার ধ্বংস হয়ে গেছে, আরও প্রমাণ যে ইসরাইলি সামরিক বাহিনী গাজায় বোমাবর্ষণের মাধ্যমে বেসামরিক লোকদের বেআইনিভাবে হত্যা ও আহত করার জন্য দায়ী।’
গাজায় ‘নিরাপদ অঞ্চল’ তৈরি সম্ভব নয় : জাতিসংঘ সতর্ক করেছে যে, ইসরাইলের বোমা হামলার মধ্যে বেসামরিক নাগরিকদের গাজা উপত্যকায় আশ্রয় নেয়ার জন্য ‘তথাকথিত নিরাপদ অঞ্চল’ তৈরি করা অসম্ভব। ইসরাইলি সেনাবাহিনী, যারা প্রাথমিকভাবে ছিটমহলের উত্তরে তাদের আক্রমণের বেশিরভাগ কেন্দ্রীভূত করেছিল, তারা এখন দক্ষিণের কিছু অংশে লিফলেট ফেলেছে, সেখানে ফিলিস্তিনি বেসামরিকদের অন্য এলাকায় পালিয়ে যেতে বলেছে।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার কায়রো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে জেনেভায় সাংবাদিকদের বলেছেন, ‘তথাকথিত নিরাপদ অঞ্চলগুলি ... বৈজ্ঞানিক নয়, সেগুলি যুক্তিযুক্ত নয়, সেগুলি সম্ভব নয় এবং আমি মনে করি ইসরাইল কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতন।’ ইসরাইলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ১৬,৯০০ এ পৌঁছেছে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেন, নিহতদের মধ্যে ২৫০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী। সূত্র : আল-জাজিরা, বিবিসি, জেরুসালেম পোস্ট।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত   ১

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত ১

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান