খান ইউনিস ঘিরে ফেলেছে ইসরাইলি ট্যাংক
০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
ফিলিস্তিনের পুরো এলাকায় হামলা চালাতে ইসরাইল স্থলঅভিযানের আওতা বাড়াচ্ছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস নগরী অভিমুখে স্থল অভিযানে এগিয়ে চলেছে ইসরাইল। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানিয়েছেন, তারা খান ইউনিসের উপকণ্ঠে ইসরাইলের ট্যাংক এবং সাঁজোয়া যান দেখতে পেয়েছেন। ওদিকে, গাজার উত্তরাঞ্চলে সোমবার ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দুটো স্কুলভবনে আশ্রয় নেয়া মানুষের ওপর ইসরাইল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা।
বিমান থেকে বৃষ্টির মতো বোমা হামলা হয়েছে দক্ষিণ গাজার বিভিন্ন এলাকাতেও। ফলে গোটা গাজাতেই এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ গাজার একটি হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, রোববার রাতভর ভারি বোমা হামলার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। দক্ষিণ গাজার আরও ভেতরের দিকে এগিয়ে চলেছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) । ফিলিস্তিনের পুরো এলাকায় হামাস কেন্দ্রগুলোর ওপর হামলা চালাতে তারা স্থলঅভিযানের আওতা বাড়াচ্ছে বলে জানিয়েছে। ইসরাইলের হামলায় রোববার থেকে ৩৪৯ জন মারা গেছে বলে হিসাব দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গত ৭ অক্টোবরে গাজায় হামলার শুরু থেকে মানুষ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৯ জনে।
ইসরাইলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামাসের হামলা : ইসরাইলের একটি পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাস যে হামলা চালিয়েছিল, ওই সময়ই এ ঘটনা ঘটে বলে নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ক্ষেপণাস্ত্রের কোনো ক্ষতি হয়নি। তবে ওই হামলার ফলে যেখানে পরমাণু অস্ত্রগুলো রাখা হয়েছিল, তার কাছাকাছি স্থানে আগুন ধরে গিয়েছিল। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিটসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক কান্স ক্রিস্টেনসেন দাবি করেন, ইসরাইলের কাছে ২৫ থেকে ৫০টি পরমাণু-সক্ষমতার জেরিকো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক রয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইন ছবির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। গত ৭ অক্টোবর স্থানীয় সময় ১০টার দিকে হামাসের রকেট হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে যায়।
জেনিনে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি সেনা : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল ভোররাতে পশ্চিম তীরের জেনিনে ভয়াবহ আক্রমণ শুরু করেছে। আল-জাজিরার মতে, ইসরাইলি সেনাবাহিনী ভারী সাঁজোয়া বুলডোজার সহ ৫০টি সামরিক হার্ডওয়্যার ব্যবহার করছে। শহরের বিভিন্ন স্থানে ইসরাইলি স্নাইপাররা তাদের অবস্থানে রয়েছে।
ইসরাইলের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে, জেনিনের সরকারি হাসপাতাল এবং একটি স্থানীয় শরণার্থী শিবির। জেনিন শহরের কেন্দ্রস্থলে বর্তমানে ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে। এদিকে, গাজায় ইসরাইলি হামলায় সোমবার পর্যন্ত অন্তত ৬৩ সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন অস্ত্র দিয়ে ৪৩ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি তদন্তে জানা গেছে যে, মার্কিন তৈরি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) বেসামরিক মানুষের বাড়িতে দুটি পৃথক বিমান হামলায় ব্যবহৃত হয়েছিল।
অধিকার পর্যবেক্ষক সংস্থাটি ১৯ শিশু, ১৪ মহিলা এবং ১০ জন পুরুষকে হত্যাকারী হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে। বাড়ি দুটি ওয়াদি গাজায় ছিল, যেখানে ইসরাইলি সামরিক বাহিনী ১৩ অক্টোবর উত্তর গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। ‘বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক পরিণতি সহ ইসরাইলি সেনাবাহিনী বেআইনি আক্রমণে মার্কিন-নির্মিত যুদ্ধাস্ত্র ব্যবহার করছে তা বাইডেন প্রশাসনের কাছে একটি জরুরী ‘ওয়েক আপ কল’ হওয়া উচিত। মার্কিন-তৈরি অস্ত্রগুলি বর্ধিত পরিবারগুলির গণহত্যাকে সহজতর করেছিল,’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন। ‘এ হামলায় দুটি পরিবার ধ্বংস হয়ে গেছে, আরও প্রমাণ যে ইসরাইলি সামরিক বাহিনী গাজায় বোমাবর্ষণের মাধ্যমে বেসামরিক লোকদের বেআইনিভাবে হত্যা ও আহত করার জন্য দায়ী।’
গাজায় ‘নিরাপদ অঞ্চল’ তৈরি সম্ভব নয় : জাতিসংঘ সতর্ক করেছে যে, ইসরাইলের বোমা হামলার মধ্যে বেসামরিক নাগরিকদের গাজা উপত্যকায় আশ্রয় নেয়ার জন্য ‘তথাকথিত নিরাপদ অঞ্চল’ তৈরি করা অসম্ভব। ইসরাইলি সেনাবাহিনী, যারা প্রাথমিকভাবে ছিটমহলের উত্তরে তাদের আক্রমণের বেশিরভাগ কেন্দ্রীভূত করেছিল, তারা এখন দক্ষিণের কিছু অংশে লিফলেট ফেলেছে, সেখানে ফিলিস্তিনি বেসামরিকদের অন্য এলাকায় পালিয়ে যেতে বলেছে।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার কায়রো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে জেনেভায় সাংবাদিকদের বলেছেন, ‘তথাকথিত নিরাপদ অঞ্চলগুলি ... বৈজ্ঞানিক নয়, সেগুলি যুক্তিযুক্ত নয়, সেগুলি সম্ভব নয় এবং আমি মনে করি ইসরাইল কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতন।’ ইসরাইলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ১৬,৯০০ এ পৌঁছেছে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেন, নিহতদের মধ্যে ২৫০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী। সূত্র : আল-জাজিরা, বিবিসি, জেরুসালেম পোস্ট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন