ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
১৪ দলের শরিকদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক স্বতন্ত্র প্রার্থীরা থাকছে বৈঠকে প্রত্যেকের কী করণীয় এ নিয়ে আলোচনা করেছেন : ওবায়দুল কাদের

নির্বাচনের পরের করণীয় নিয়ে আলোচনা চাপ উপেক্ষা করেই নির্বাচন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

যত চাপই আসুক নির্বাচন হবে বলে আলোচনা হয়েছে আওয়ামী লীগের শরিক ১৪ দলের বৈঠকে। নির্বাচনের পর করণীয় নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়। গত সোমবার রাতে গণভবনে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ১৪ দলীয় জোট নেত্রী শেখ হাসিনা। বৈঠকে স্বতন্ত্র প্রার্থীদের রাখার পক্ষে মত দেন আওয়ামী লীগ প্রধান ও জোটনেত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার ১৪ দলের জোট শরিকদের ওই বৈঠক নিয়ে ব্রিফিং ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়েছে বেশি। প্রত্যেকে প্রত্যেকের ভিউজ, কি করণীয় এ নিয়ে আলোচনা করেছেন।
বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকটি সাড়ে ৬ টায় শুরু হয়ে টানা কয়েক ঘণ্টার বৈঠকে নির্বাচনের পর করণীয় ও আন্তর্জাতিক চাপ নিয়েই বেশি আলোচনা হয়েছে। এ ছাড়া ১৪ দলীয় জোটের শরিকদের আসন বণ্টন নিয়েও আলোচনা হয়েছে। তবে সে বিষয়ে ওই বৈঠকে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। বৈঠকে ওই আসন বণ্টনের জন্য একটি লিয়োজো কমিটি করে দেওয়া হয়েছে। সে কমিটিতে আওয়ামী লীগের অন্য নেতারাও রয়েছেন।
বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন পরবর্তী সেই চাপ মোকাবিলা করার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। এ বিষয়ে সকলে এক মত হন। বৈঠকে দলীয় প্রধান জানান, চাপ উপেক্ষা করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচনের পর কি হবে সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত এক ১৪ জোট শরিক ইনকিলাবকে বলেন, নির্বাচনের পর সারাদেশে যে অতীতে দুর্নীতি হয়েছে, সে বিষয়েগুলোকে জিরো পর্যায়ে নামিয়ে আনার বিষয়ে জোট নেত্রী কয়েকবার নিজের অবস্থানের কথা জানিয়েছেন। বৈঠকে উপস্থিত ১৪ দলীয় জোটের আরেক শরিক দলের শীর্ষ নেতা ইনকিলাবকে জানান, বৈঠকে নির্বাচনের আগে চলমান আন্তর্জাতিক চাপ নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পর করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক চাপ’ নিয়ে জোটনেত্রী বলেছেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি আপস করব না। চাপ উপেক্ষা করেই এগিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি (শেখ হাসিনা)।
গতকাল মঙ্গলবার শরিক ১৪ দলীয় জোটের ওই বৈঠক নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সভাপতির কথা তারা (শরিকরা) শুনতে আগ্রহী ছিলেন। তাঁর (জোটনেত্রী) কাছে তারা অনেক জাতীয়, আন্তর্জাতিক, ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে তাদেরও জানারও আগ্রহ ছিল। জোটের চেয়ারম্যান আমাদের প্রধানমন্ত্রী কি ভাবছেন। বাংলাদেশকে নিয়ে বাইরের শক্তিরও খেলা আছে। নিশ্চয়ই এখানে প্রত্যেকেরই একটা স্বার্থ আছে। তিনি আরো বলেন, বাংলাদেশকে ঘিরে ভারত মহাসাগর, বঙ্গপোসাগরের তীরবর্তী দেশগুলোর এখানে এদের মধ্যেই একটা কর্ডিনেশন আছে। এ বিষয়গুলো তারা সময়ে সময়ে আলাপ আলোচনা করে এটাকে ব্যালেন্স একটা নীতি গ্রহণ করার বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেন। এবং নেত্রী এখানে বাংলাদেশকে নিয়ে বাইরের স্বার্থের যে খেলা বহুদিন আগে থেকে আছে, এদেশে ৭৫-এ ঘটে গেছে, ৩ নভেম্বর ঘটেছে। বারবার তো হামলা আসে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের মূল কথা হচ্ছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা। এবং সে ব্যাপারে আমরা সবাই একমত।
বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদের উঠিয়ে নেয়ার দাবি তোলেন জোটের শরিকরা। কিন্তু জোট নেত্রী স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে রাখার পক্ষে মত দেন। এ বিষয়ে জোটের এক শরিক ইনকিলাবকে বলেন, জোটনেত্রী বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা থাকলে হয়তো কিছু ভোট যেমন কমবে, তেমনি ভোটার উপস্থিতি বাড়বে। এ জন্য তিনি স্বতন্ত্র প্রার্থীদের রাখার পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। এ ছাড়া জোটগতভাবে নির্বাচন হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে আসন বণ্টন নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত আসা যায়নি। এ জন্য একটি লিয়াঁজো কমিটি করে দেওয়া হয়েছে। যেভাবে আওয়ামী লীগের নেতাদের মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। গতকালও আসন বণ্টন নিয়ে ১৪ দলের ওই বৈঠক হয়েছে জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঢাকার ইস্কাটনের বাসায়।
গতকালের জোট শরিকদের নিয়ে ব্রিফে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থীকে চাপ দিয়ে নির্বাচন থেকে সরাতে গেলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে।
ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র তো স্বতন্ত্রের জায়গায় আছেন। আমি যদি এখন কোনো স্বতন্ত্র প্রার্থীকে চাপ দিয়ে সরে দাঁড়াতে বলি। তাহলে কি সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে না?
১৪ দলের জোটের বেশি আসন চাওয়া কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অযৌক্তিক বলে কিছু নেই। তারা দাবি করতেই পারে। তারা জোট করে, তারা দল করে, দলের কাছে তো তাদের মর্যাদার একটা ব্যাপার আছে। তারা বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা তো চাইতে পারে। কিন্তু এখানে এডজাস্টমেন্ট করতে হবে। একজনকে আমরা দিলাম কিন্তু সে নট এ ইলেক্টেবল, সেই অবস্থায় একটা সমস্যা হয়ে যাবে। সেখানে অন্য কেউ বেরিয়ে আসতে পারে।
তিনি বলেন, এক দলকে ৪০ টার দিয়ে দেওয়া যায়, দিলে কি হবে? আমরা খুব সৌহাদ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। সকালে একটা বিষয়ে লক্ষণীয়, রাজনৈতিক আলোচনাটায় বেশি হয়েছে। সিট মিট সাইড লাইনে কথা হয়েছে। বৈঠকে ১৪ দল নেতারা সন্তুষ্ট কিনা জানতে চাইলে কাদের বলেন, ১৪ দলের নেতারা সন্তুষ্ট কিনা এ তথ্য নেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। আমাদের মধ্যে ঐক্যের কোনো ঘাটতি নেই। উই আর হ্যাপি।
কয়েক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এটা কি নতুন কোনো দৃষ্টান্ত? এটা তো প্রায় নির্বাচনেই হয়। তাতে কি ক্ষতি হবে? প্রার্থিরা যদি যৌক্তিকভাবে নির্বাচন কমিশন বাতিল করে, তাহলে আমরা কোনো অজুহাত, আপত্তি করতে যাবো না। শূন্য এবার কোথাও থাকবে না।
নির্বাচনে দলের অবস্থান নিয়ে তিনি বলেন, এখানে সফট স্টাইল, ফ্রি স্টাইলের বিষয় না। এটা আমাদের ইলেকশন স্ট্রাটেইজি। আমাদের চেয়ারম্যান ওপেন বলে দিয়েছেন। জোটের চেয়ারম্যান, আমাদের সভাপতি একাধিকবার বলে দিয়েছেন।
জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি হবে কি না এমন প্রশ্নে কাদের বলেন, জাতীয় পার্টির সাথে আমাদের কথা হচ্ছে। আলোচনা চলছে। কথাবার্তা বলেই তো সমাধান করতে হবে।
নির্বাচন এক তরফা হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, এক তরফা নির্বাচন যারা বলে, তারা এক তরফা বাধা দিচ্ছে। এটা এক তরফা নির্বাচন নয়। যারা এক তরফা বাধা দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
দলীয় প্রার্থী ও দল থেকে মনোনয়ন না পাওয়া প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একে অন্যকে বাধা দেয়ার ঘটনাও আছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পার্টির লোক হোক, যেই হোক, কেউ বাধা দিতে পারবে না।
সংবাদ বিফ্রিংয়ে এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আরও

আরও পড়ুন

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল

যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি

যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি

এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক

নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন