অবরোধে একুশ স্পটে বিএনপির মিছিল পিকেটিং
০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম
চলমান আন্দোলনে রাজপথে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি বাড়ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিবসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দশম দফা অবরোধের গতকাল বুধবার প্রথম দিনে নগরী ও জেলার ২১টি স্পটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ এবং পিকেটিং করেছে বিএনপি নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে গত মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল নগরীর মুরাদপুর মোড়, ষোলশহর দুই নম্বার গেইট থেকে প্রবর্তক মোড় ও রাহাত্তার পুল ফুলকলি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। চলমান আন্দোলনে পুলিশী ধরপাকড়ও অব্যাহত আছে। মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আরো ২০ জনকে গ্রেফতার করেছে। নতুন করে বিএনপি নেতাকর্মীদের নামে আরো দুটি মামলা হয়েছে।
অবরোধের সমর্থনে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও নকিব উদ্দীন ভূইয়ার নেতৃত্বে অসকার দিঘির পাড় এলাকায় কোতোয়ালি থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা বলছেন, পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যাবে না। জীবন দিয়ে হলেও একতরফা নির্বাচন প্রতিহত করা হবে। তারা অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। তা না হলে কঠিন পরিনতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারী দেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুররুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর ও কাজী মো. সালাউদ্দীনের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ ও সমাবেশ হয়। সেখানে জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। বন্দর থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে ইছহাক ডিপোর সামনে বন্দর থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দীন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দীনের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আনোয়ারা পিএবি সড়কে আনোয়ারা উপজেলা বিএনপির মিছিল ও পিকেটিং হয়।
বায়েজিদ থানা যুবদলের আহ্বায়ক অরূপ বডুয়া, নগর যুবদলের জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, জাহাঙ্গীর আলম বাবু ও থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জুর নেতৃত্বে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের বায়েজিদ থানা যুবদলের মিছিল ও পিকেটিং হয়। মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের নেতৃত্বে আগ্রাবাদ চৌমুহনী এলাকায় মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ ও দফতর সম্পাদক আবু বক্কর রাজুর নেতৃত্বে মুরাদপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
বিভাগীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মজুমদার ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে খাতুনগঞ্জ ও কোরবানিগঞ্জ এলাকায় শ্রমিকদলের মিছিল ও পিকেটিং হয়। চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে প্রবর্তক মোড় থেকে ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তায় বসে সড়ক অবরোধ করেন কর্মীরা।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন সাহেদের নেতৃত্বে রাত্তারপুল ফুলকলি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করে ছাত্রদলের কর্মীরা। চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট সংলগ্ন প্রধান সড়কে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। চান্দগাঁও আরাকান সড়কের পেট্রল পাম্প এলাকায় চান্দগাঁও থানা যুবদলের মিছিল ও সড়ক অবরোধ এবং পিকেটিং হয়। মহানগর যুবদল নেতা মোহাম্মদ মিল্টনের নেতৃত্বে চৌমুহনী নাজিরপুল এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। যুবদল নেতা নাসির উদ্দিন পিন্টু, মো. সুজন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল আলম ও মাঈনউদ্দিনের নেতৃত্বে কদমতলী ও টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরীর নেতৃত্বে বাঁশখালী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। বটতলী এলাকায় জালালাবাদ ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয় সকালে।
আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে মোহছেন আউলিয়া সড়কে আনোয়ারা উপজেলা বিএনপির মিছিল ও পিকেটিং হয়। পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুূদ ও হামিদুর রহমান পিয়ারুর নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিএনপির মিছিল ও পিকেটিংয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পটিয়া শান্তির হাটে পটিয়া উপজেলা বিএনপি নেতা গাজী রেজাউল করিম, আবুল বশর ও জাফর আহমদের নেতৃত্বে কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির মিছিল ও পিকেটিং হয়।
এদিকে গত সোমবার রাতে আকবর শাহ ও ডবলমুরিং থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। নতুন এই দুটিসহ মহানগরে মোট ২৫টি মামলায় গতকাল পর্যন্ত ৫৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মহানগর ও জেলায় মোট মামলা হয়েছে ৬৩টি। এসব মামলায় গ্রেফতার হয়েছেন এক হাজার ২৪৯ জন।
উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আমির আহম্মদ খাঁনকে গত মঙ্গলবার রাতে পাহাড়তলী থানা পুলিশ গ্রেফতার করে। মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুলকে ষোলশহর ২ নম্বর গেইট এলাকা থেকে, খুলশী থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহজাহান ও আনোয়ার হোসেন আনুকে খুলশী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আরও রয়েছেন যুবদল নেতা মো. ইব্রাহিম, মো. আরিফ, মো. ইলিয়াছ, মো. নেজাম ও মো. হান্নান, সফিকুল ইসলাম শফি, মো. নাদিম, মো. মোমিন, ছাত্রদল নেতা ইসমাইল কায়সার, কাজী রায়হান, মো. লিটন, ওসমান গনি, মো. শাহীন, হৃদয় আহমেদ, মো. মনির ও নাজির শরীফ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী