শাহজাহান ওমরকে ধাওয়া
০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম
আইনজীবীদের ধাওয়া খেয়ে সুপ্রিম কোর্ট আঙ্গিনা ছাড়লেন ঝালকাটি-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা তাকে বেঈমান, রাজাকার বলেও গালাগাল করেন। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ১১ টার দিকে তিনি সুপ্রিম কোর্টে আসেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালান। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করেও প্রধান বিচারপতির সাক্ষাৎ পেতে ব্যর্থ হন। পরে তিনি নিজ চেম্বারে চলে আসেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দুপুর ১২ টার দিকে শাহজাহান ওমর তার এক জুনিয়রকে দিয়ে আমাকে ডেকে পাঠান। তিনি তার চেম্বারে আমাকে বলেন সাক্ষাৎ করতে। আমি তার জুনিয়রকে বলে দেই, মোনাফেক, মীর জাফরের সঙ্গে আমি দেখা করতে যাবো না। আমি তার চেম্বারে দেখা করতে না যাওয়ায় শাহজাহান ওমর নিজেই আমার চেম্বারে চলে আসেন। তিনি এসেই আমার সঙ্গে উচ্চবাচ্য শুরু করেন। জানতে চান আমি কেন তাকে মোনাফেক-মীরজাফর বলেছি। আমি তাকে বলি, আপনি বেঈমান, মোনাফেক, মীরজাফর। এসময় সাধারণ আইনজীবীরা তাকে আমার চেম্বার থেকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন আইনজীবী সমস্বরে ‘ধর ধর’ আওয়াজ তুলতে দেখা যায়। চেম্বার থেকে বের হয়ে তিনি কফি শপের সামনে আশ্রয় নেন। তখন সাধারণ আইনজীবীরা তাকে ঘিরে তার বিরুদ্ধে সেøাগান দিতে থাকেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা তার কাছে জানতে চান প্রধান বিচারপতির বাসভবনে হামলার আসামি হয়ে কীভাবে পুলিশ প্রটোকলে সুপ্রিম কোর্টে এলেন? এই মোনাফেকের স্থান সুপ্রিম কোর্টে হবে না। এক পর্যায়ে শাহজান ওমর সুপ্রিম কোর্ট অঙ্গন ত্যাগ করেন।
অবশ্য প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে আসার কথা বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমর অস্বীকার করেন। যদিও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, রেজিস্ট্রার কার্যালয়ে একটা কাজে এসেছিলাম।
এর আগে গত ৫ ডিসেম্বর দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর।
এদিকে সুপ্রিম কোর্ট এলাকা থেকে বেরিয়ে মিন্টো রোাডস্থ পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সেখানে তিনি ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে। সেখানে তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন-মর্মে অভিযোগ করেন। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকরা ব্যারিস্টার শাহজাহান ওমরের কাছে জানতে চান, নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগদান করে নৌকা মার্কার প্রার্থী হওয়া বিএনপির সঙ্গে বেঈমানি করেছেন কি না। এটিকে ‘ডিগবাজি’ বলে কি না? এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, আমি কখন কোন দল করবÑ এটি আমার সাংবিধানিক অধিকার। ঈমানতো একমাত্র আল্লাহর কাছে। বেঈমানীতো ধর্মের বিষয়। কোনো দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা বেঈমানি নয়।
আরেক প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, এটিকে ডিগবাজি বলে নাকি? এটি সাংবিধানিক অধিকার, আদর্শগত ব্যাপার। সবসময় সবখানে এডজাস্টমেন্ট করা সম্ভব না-ও হতে পারে। আমি এই বৃদ্ধ বয়সে এসে মনে হলো জনগণের জন্য কাজ করি। কারণ আমার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। আমার রাজনীতি করে রুটি-হালুয়া লাগে না। আমার মন্ত্রী হওয়ার দরকার নেই। আমি সব হয়েছি। এই মাটি আমাকে সব দিয়েছে।
তিনি বলেন, একটি দল করা আমার সাংবিধানিক অধিকার। দেশের স্বার্থে জনগণের স্বার্থে বড় বড় রাজনীতিবিদরাও দল পরিবর্তন করেন। আমি পাকিস্তান আর্মিতে ছিলাম, শপথ পাঠ করেই অফিসার হয়েছি। কিন্তু মুক্তিযুদ্ধের সময় আগস্ট মাস থেকে দেশের জন্য যুদ্ধ করেছি।
বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা বলেন, মুক্তিযুদ্ধকালে আমি বরিশাল বিভাগের কমান্ডার ছিলাম। দেশের স্বার্থে পাকিস্তান আর্মি ত্যাগ করেছি। কিন্তু আমিতো পাকিস্তান আর্মির শপথ নিয়েছিলাম। পরে তাহলে পাকিস্তানের সঙ্গে বেঈমানি করেছি। কিন্তু জনগণের সঙ্গে বেঈমানি করতে পারিনি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য শেখ মুজিব সরকার আমাকে ‘বীর উত্তম’ খেতাব দিয়েছে। ঈমান একমাত্র আল্লাহর কাছে। বেঈমানি তো ধর্মের বিষয়। রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা বেঈমানি নয়। আবারও বিএনপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তওবা আস্তাগফিরুল্লাহ’।
সরকারের সঙ্গে আপস করে জামিন পেয়েছেন কি-না প্রশ্নের জবাবে তিনি বলেন, কাশিমপুরে আপস কীভাবে করে। ২৯ নভেম্বর নরমাল প্রসেস আমার জামিন হয়েছে। ৩০ নভেম্বর তারিখে জয়েন করেছি। জামিন আমার এমনিতেও হতো। ৪ নভেম্বর গ্রেফতার হয়েছি, ৬ তারিখে সুপ্রিম কোর্টে জামিনের জন্য আমার আইনজীবী দরখাস্ত জমা ছিল। কিন্তু জামিনটি হলো না। পরের তারিখে গেলাম, তখন আমার আইনজীবী আদালতকে বললেন, এ মামলায় আরও তিন জনকে (আইনজীবী) জামিন দেয়া হয়েছে। আমাকে কেন দেয়া হবে না? এছাড়া, আমি ৪ বারের এমপি, বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এজন্য আদালত আমাকে জামিন দিয়েছে।
নাশকতার মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলা হতেই পারে, আমি তো ২৮ অক্টোবর ঘটনার দিন মঞ্চে ছিলাম। এটাতো অস্বীকার করতে পারি না। তাই নাশকতামূলক যে কোনো মামলা হতেই পারে। তদন্তে সংশ্লিষ্টতা পেলে পুলিশ আমার বিরুদ্ধে চার্জশিট দেবে, বিচারের কাঠগড়ায় পাঠিয়ে দেবে।
ঝালকাঠিতে নিজের নির্বাচনী আসনে সমাবেশে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমার লাইসেন্স করা পিস্তল আছে। সেটি সেদিন অনিচ্ছাকৃতভাবে সঙ্গে ছিল। আমার সঙ্গে যারা ছিল তারাও গেল। এছাড়া এটা ফরমাল মিটিংও ছিল না। সেদিন আমি শুধু সবাইকে বলেছি, দল পরিবর্তন করা ব্যক্তিগত স্বাধীনতা। আমি আওয়ামী লীগে যোগদান করেছি। আমার সঙ্গের সবাই এখন আওয়ামী লীগে। সামনে একসঙ্গে আমরা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব।
ইসিতে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা ভুল তথ্য। আমার কাছে আচরণবিধি ছিল না। সেটা ইসি থেকে নিয়ে আসছি। সাংবাদিকরা চাইলেই আমার ছবি তুলতে পারেন। কিন্তু অন্তত ন্যূনতম একটু বলা উচিত। তাদের বলেছি লুকিয়ে এদিক-সেদিক থেকে কেন ছবি তুলবেন? তারা একটু কথা বলে যদি ন্যূনতম সৌজন্যবোধ দেখান তাহলেই হতো।
এরমধ্যে ওরা জিজ্ঞাসা করছেন, আপনি কেন আসছেন? কোনো কথা না বলেই জিজ্ঞাসা করে কেন আসছেন? তারা ১০০ বার বলতে পারেন, কিন্তু ন্যূনতম সৌজন্যবোধটা যদি দেখান তাহলে সমস্যা হয় না। কিন্তু কারও সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি। সেখানে অনেক সাংবাদিক ছিলেন। কেমন করে বেরিয়ে যাবো সেই চিন্তায় ছিলাম।
এর আগে ডিবিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, কোর্ট থেকে এখানে এসেছি একটা ব্যক্তিগত কারণে। আমি আগে বিএনপি করতাম। এখন আওয়ামী লীগে জয়েন করছি। এরপর থেকে আমি সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছি। আমার ছেলে-মেয়ে, স্ত্রী এমনকি আমার জুনিয়র আইনজীবীর ফোনে ফোন করে নানান কথা বলা হচ্ছে। সেই বিষয়টিই হারুন সাহেবকে জানাতে আসলাম।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
জুলাই ঘোষণাপত্র নিয়ে আজকের বৈঠকে যাচ্ছে না বিএনপি
এসবের জন্য এতো মানুষ রক্ত আর জীবন দেয়নি : সারজিস
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু