সারাদেশে বিএনপিসহ বিরোধীদলগুলোর বিক্ষোভ
০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিরের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিরোধী দলগুলো। গতকাল বুধবার থেকে সারাদেশে শুরু হয়েছে দশম দফার অবরোধ। এই কর্মসূচি সফল করতে মঙ্গলবার রাত থেকেই রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। গতকাল বুধবারও তা অব্যাহত রাখেন তারা। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, গণফোরামসহ অন্যান্য সরকারবিরোধী রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল করেছে।
অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা গুলশান-১ থেকে গুলশান-২ অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন। এসময় মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, ফারুক হোসেন, নাহিদুজ্জামান শিপন প্রমুখ। কমলাপুর রেলস্টেশন রোডে বিক্ষোভ মিছিল করে যুবদল। এসময় মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা কামাল আনোয়ার আহমেদ, বিল্লাল হোসেন তারেক, আবদুল জব্বার খান, শাহ্ নাসিরউদ্দিন রুমন, মেহবুব মাসুম শান্ত, মাহমুদুল হাসান বাপ্পী, মাজেদুল ইসলাম রুম্মন, মহিনউদ্দিন রাজু, কেএসএম মুসাব্বির সাফি প্রমুখ। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় মিছিল ও পিকেটিং করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আটক করা হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহনসহ ১১ জন নেতাকর্মীকে। কয়েকটি স্থানে পুলিশ ও সরকার সমর্থকরা যৌথভাবে বিএনপির মিছিলে হামলা করেছে বলে অভিযোগ করেছেন মহানগর নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন- এবিএম ইজাজুল কবির রুয়েল, মাসুদুর রহমান মাসুদ, তারিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, রাজু আহমেদ প্রমুখ। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদল। এতে অংশ নেন- কেন্দ্রীয় নেতা মহসীন মোল্লা, কামাল আনোয়ার আহমেদ, আব্দুল জব্বার, আলমগীর হাসান সোহান, পার্থ দেব মণ্ডল প্রমুখ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বাবুবাজার ব্রিজে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে নেতৃত্ব দেন সভাপতি আসাদুজ্জাান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে মতিঝিলে সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তিনজনকে আটক করে পুলিশ।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ার উত্তর প্রান্তে রংপুর ও জয়পুরহাট মহাসড়কের সংযোগ স্থলে গতকাল সকালে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, বিএনপি নেতা ফজলার রহমান জয় প্রমুখের নেতৃত্বে মোকামতলা মহাসড়কে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া বগুড়ার ২য় বাইপাস সড়কে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে মাডিডালি ২য় বাইপাস সড়কে মিছিল ও সমাবেশ হযেছে। এছাড়াও বগুড়ার দক্ষিণ প্রান্তে বনানী পয়েন্টেও মিছিল সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গদলের নেতাকর্মীরা।
যশোর ব্যুরো জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এম মজিদের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করে দলটির নেতাকর্মীরা। সকালে ঝিনাইদহ মাগুরা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এম মজিদ, মাহফুজুর রহমান ইপিআর, পলাশ মিয়া, মনিরুজ্জামান মিঠু ও মিলুসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশেষ সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়া থেকে গতকাল দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে দোকানপাট খুলেছে। শ্রেণীকার্যক্রম ও পরীক্ষা চলছে শিক্ষাপ্রতিষ্ঠানে। অবরোধের প্রথমদিনে গতকাল বুধবার সকালে কুষ্টিয়া শহরের বড়বাজার রেলগেট থেকে বড় স্টেশন রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া পৌর বিএনপি। এছাড়াও কুষ্টিয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের নেতৃত্বে কুষ্টিয়া বাইপাসসহ শহরের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে মিছিল করেছে বিএনপির কিছু নেতাকর্মী।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা, কালিরবাজার ও আড়ইহাজার উপজেলাসহ বেশ কয়েক স্থানে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় কিছু স্থানে সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করে তারা।
জানা গেছে, আড়াইহাজারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খানের নির্দেশে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। এছাড়া ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নির্দেশনায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর পৌরবাজার প্রধান সড়ক, চৌমুহনীতসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবনেতা ওমর ফারুক, আশরাফুল আলম ফিরোজ প্রমুখ। মিছিল শেষে নেতাকর্মীরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরের আঞ্চলিক সড়কে, সাটুরিয়া উপজেলার তিল্লী ও মিতরা এলাকায় জটিকা মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া গতকাল সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল করে।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, ঝটিকা মিছিল করেছে পঞ্চগড় জেলা ছাত্রদল। পঞ্চগড় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কানন, যুগ্ম সম্পাদক মিশু ইসলামের নেতৃত্ব দেন।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলীতে উপজেলা ও পৌর বিএনপির এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ গাবতলী উপজেলা শাখার উদ্যোগে মিছিল বের করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান