ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না
২১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ভোটকেন্দ্রে যাতে ভোটাররা নিরাপদে পৌঁছতে পারে সে জন্য আমরা নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিব। ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের তাদের দলীয় নেতাকর্মীদের। কেন্দ্রে ভোটার যতো বেশি আসবে তত বেশি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আমরা মনে করি। ভোটকে শুধু আমরা সুষ্ঠু বললে হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো ভোট না হলে আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। গতকাল বিকেলে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
ইসি আনিছুর বলেন, আমি অনেক জায়গায় বলেছি যে, ভালো ভোট না করে আপনি এমপি হলেন, কিন্তু এমপি হিসেবে আপনি কিছু করতে পারবেন না। তারপরে সরকার গঠন হবে, সরকার গঠন হিসেবে যদি বহির্বিশ্ব আমাদের ওপর বিভিন্ন রকমের বিধি নিষেধ আরোপ করবেন। তখন আমরা সুখে থাকবো না। ভোট সুষ্ঠু, সুন্দর, অবাধ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।
তিনি বলেন, আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। অপেক্ষা করুন। এবারের ভোটে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসবে। কোনো সন্দেহ নেই, ভোট নিরপেক্ষ হবে। তিনি আরো বলেন, আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত সেনাবাহিনী, বিজিবিসহ সকল বাহিনী মাঠে থাকবে। আমরা ইতিমধ্যে কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও ভালো কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। এসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
ইসি আনিছুর বলেন, নির্বাচন উপলক্ষে সারা দেশে ৭ লক্ষাধিক ফোর্স নিয়োজিত থাকবে। নির্বাচনের আগের দিন কেন্দ্রে ব্যালট পেপার যাবে না। ভোটের দিন সকালে যাবে। তবে কিছু দুর্ঘম পাহাড়ি অঞ্চল, চরাঞ্চল, দীপাঞ্চল আছে সেগুলোতে আগের দিন ব্যালট পেপার দেয়া হবে। কারণ সেসব অঞ্চলে দূরত্ব বেশি থাকায় ব্যালট পেপার পৌঁছানো কষ্টকর। কিন্তু সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা হবে।
এর আগে দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনের প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা