কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালককে শোকজ
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়ার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হেলালুজ্জামানসহ দুইজনকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আচরণবিধি লঙ্ঘনে তাদেরকে রোববার আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। যাদের শোকজ করা হয়েছে তারা হলেন কুষ্টিয়ার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হেলালুজ্জামান ও কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকার বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক।
কুষ্টিয়া-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাযহারুল ইসলাম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়ার জন্য আগামী ২৪ ডিসেম্বর তাদের দুইজনকে এজলাসে হাজির হয়ে অভিযোগের লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক হেলালুজ্জামান শিক্ষক ও ইমামদের ডেকে নিয়ে তার কনফারেন্স রুমে মিটিং করে নৌকা প্রতীকে ভোট দেয়ার ও প্রচারণা করার নির্দেশ দেন। তার নির্দেশনা সরকারি চাকুরি ও আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে মো. হেলালুজ্জামানকে নোটিশে নির্দেশিত সময়ে লিখিত বক্তব্যসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন সুরভী ও ফাহিমা নামের দুইজন নারী। তারা বিত্তিপাড়া বাজার এলাকায় পৌঁছালে নোটিশ প্রাপ্ত আবু বক্কর সিদ্দিক ও তার তিন ছেলে সিদ্দিক, সৌরভ ও সোহাগ ওই দুই নারীকর্মীকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে রাস্তায় নামান। পরে অটোরিকশা যাত্রী সুরভী ও ফাহিমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। অভিযুক্তরা নৌকা প্রতীকের সমর্থক।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে নোটিশ প্রাপ্ত আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলালুজ্জামান বলেন, আমার পরিবারের একজনের মৃত্যুজনিত কারণে এ মুহূর্তে আমি কর্মস্থলে নেই। নির্বাচনী অনুসন্ধান কমিটির শোকজ নোটিশ প্রেরণের কথা আমি শুনেছি। আগামী রোববার আমি আমার লিখিত বক্তব্য নিয়ে হাজির কমিটির সামনে হবো।
প্রসঙ্গত, কুষ্টিয়া-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়বেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে - ডা: শফিকুর রহমান
শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে
বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা
যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়- মোস্তফা সরয়ার ফারুকী
তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার
ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের
চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান
জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : আমির খসরু
ইনকিলাবের কবির হোসেন কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত
সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি
শামি-বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ