ঘন কুয়াশায় ফ্লাইট উঠা-নামায় বিঘ্ন শিডিউল বিপর্যয়ে ভোগান্তি
২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
ঘন কুয়াশার কারণে রানওয়ের দৃষ্টিসীমা কমে যাওয়ায় প্রায়ই ফ্লাইট উঠা-নামা ব্যাহত হচ্ছে দেশের বিমানবন্দরগুলোতে। পাশ্ববর্তী দেশগুলোতে অবতরণে বাধ্য হচ্ছে বিভিন্ন বিমান সংস্থা। এতে লোকসান হওয়ার পাশাপাশি ফ্লাইট শিডিউলও ঠিক রাখা যাচ্ছে না। গত দুই সপ্তাহে শাহজালাল বিমানবন্দরে অন্তত ২০টি ফ্লাইট ওঠানামা করতে পারেনি ঘন কুয়াশার কারণে। বাধ্য হয়ে কোনো কোনো ফ্লাইট নামতে হয়েছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়ায়। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আইএলএস ক্যাটাগরি-২ চালু না হওয়া পর্যন্ত ভোরের ফ্লাইট রি-শিডিউল করা হচ্ছে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
ঘন কুয়াশায় দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি কমে গেলেও বিশ্বের সব দেশের বিমানবন্দরেই যন্ত্রের সাহায্যে আইএলএস পদ্ধতি ব্যবহার করে অবতরণ করা হয়। বিমানবন্দরের রানওয়ে যদি ৫০০ মিটার পর্যন্ত দেখা যায়, তাহলে আইএলএস ক্যাটাগরি হতে হবে ২। আর দৃষ্টিসীমা ৫০ থেকে শূন্য মিটারে হলে প্রয়োজন আইএলএস ক্যাটাগরি-৩।
কিন্তু ঢাকার এই আন্তর্জাতিক বিমানবন্দরটি এখনো ক্যাটাগরি-১ এই রয়ে গেছে। যার কারণে ৮ শ’ মিটারের কম দৃষ্টিসীমা হলেই ফ্লাইট উঠানামা করা যাচ্ছে না। এতে অর্থনৈতিক লোকসানের পাশাপাশি ফ্লাইট শিডিউল নিয়েও বেকায়দায় বিমান সংস্থাগুলো। ব্যয় বৃদ্ধির বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এমডি শফিউল আজিম বলে, যখন ফ্লাইট ডাইভার্ড করতে হচ্ছে, তখনই জ্বালানি পুড়ছে। এতে ব্যয় বাড়ছে। আর যাত্রীদের শিডিউল ঠিক রাখা যাচ্ছে না। এতে সুনাম নষ্ট হচ্ছে বিমান সংস্থার।
নভোএয়ারের এমডি মফিজুর রহমান জানান, শূণ্য দৃষ্টিসীমার মধ্যেও অনেক বিমানবন্দরে বিমান উঠানামা করা যায়। অথচ আমরা এখনো ক্যাটাগরি-১ এই পড়ে আছি। ফ্লাইট ডাইভার্ড হলেই খরচ বাড়ে প্রায় দ্বিগুন। আমরা দ্রুত ক্যাটাগরি-২ করার দাবি করছি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, রানওয়ের ক্যাটাগরি-২ করার জন্য কাজ চলছে। তবে বর্তমান পরিস্থিতি সামাল দিতে ভোরের ফ্লাইটগুলো রি-শিডিউল করা হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সম্প্রতি বেশ কিছু ফ্লাইট ডাইভার্শন করতে হয়েছে। আমাদের রানওয়ের দৃষ্টিসীমা কম হওয়ায় ফ্লাইট উঠানামা করা যায় না। তাই ভোরের ফ্লাইটগুলো রি-শিডিউল করে অন্য সময় করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, বিমানবন্দরে আইএলএস ক্যাটাগরি-দুই উন্নীত করতে ২০২২ সালে কাজ শুরু হলেও, এখন পর্যন্ত কেবল রানওয়ের বাতি বসানোসহ ইলেকট্রিক সিস্টেমের কাজ শেষ হয়েছে। এখনও বাকি কন্ট্রোল প্যানেল বসানো ও ইন্টারফেসিংয়ের কাজ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে ছাত্রদল সভাপতি মবিন খানের স্মরণ সভা
একমাত্র সঞ্জয়ই দোষী, সাজা ঘোষণা সোমবার
চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে - ডা: শফিকুর রহমান
শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে
বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা
যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়: সংস্কৃতি উপদেষ্টা
তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার
ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের
চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান
জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : আমির খসরু
ইনকিলাবের কবির হোসেন কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত
সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি