ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হ নওগাঁ দফায় দফায় সংঘর্ষ আহত ৬ হ সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার হামলা হ রাজশাহীর প্রতিটি আসনেই সহিংসতা হ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী পরিচালনা কমিটির ওপর হামলা

অশান্ত নির্বাচনী পরিবেশ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাল্টা পাল্টি পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। হুমকি ধমকি ছাড়াও প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। নওগাঁ নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের জেরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাজশাহীর বাঘায় নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের জেরে গত সোমবার সন্ধ্যায় নৌকা প্রতিকের প্রার্থী ও স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপর ২ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ও তার ভাই মাহাবুর হোসেন সুমন, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মণ্ডল। এছাড়া নৌকার কর্মী রাজ ও বাদল হোসেন নামের অপর দুইজন আহত হয়েছে।
কাশিমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আহত বাদল হোসেন জানান, ঘটনাস্থলে আসার কিছু সময় পর স্বতন্ত্র প্রার্থী সুমন ২৫ থেকে ৩০ মোটরসাইকেলে ৫০ থেকে ৬০ জন লোকসহ এসে আমার নাম ধরে সুমন নিজে আমাকে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। এসময় কয়েকজন পুলিশ সদস্য আমাকে তাদের হাত থেকে রক্ষা করতে পারেনি। শরীরের সকল কাপড় ছিড়ে যায় এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এমন সন্ত্রাসী প্রার্থী ও তার লোকজনের সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত আইনগত শাস্তি দাবি করছি।
রাণীনগর উপজেলা আ’লীগের সদস্য ও এমপি হেলালের ছেলে রাহিদ সরদার বলেন শুরু থেকেই আমরা নৌকার পক্ষে শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। কিন্তু রবিবার রাতের কোন এক সময় আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হাতিয়াপাড়া গ্রামে নৌকার নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থীর লোকজনেরা হামলা করে নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাংচুর ও পোস্টার ব্যানার ছিড়ে ফেলে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের চারাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার সময় উভয় পক্ষের কথাকাটির এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী সুমন নৌকার সমর্থক বাদল হোসেন নামের এক কর্মীকে আঘাত করে। ফলে ওখানে উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটলে কয়েকজন আহত হয়। অপরদিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় আনোয়ার হোসেন নৌকা সমর্থকদের উদ্দেশ্য করে উস্কানিমূলক কথা বললে সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে আনোয়ার হোসেন রাজ ইসলাম নামের নৌকা সমর্থককে হাতুড়ি দিয়ে আঘাত করলে সেখানে উভয়পক্ষের মধ্যে মারপিটের সৃষ্টি হয়। তিনি আরো বলেন দিন যতই যাচ্ছে ততই স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজনেরা নির্বাচনের শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা করছে এবং শান্তিনগরীর ভাবমূর্তি নষ্ট করছে যা কোন পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। সুমনের লোকজন আমাদের লোকজনকে ভয়ভীতি প্রদান এবং বিভিন্ন উস্কানিমূলক কথা বলা অব্যাহত রেখেছে। মানুষের মুখে মুখে নৌকার পক্ষে গড়ে ওঠা গণজোয়ারকে প্রতিহত করতে এমন পরিকল্পিত ষড়যন্ত্রকে সুমন ও তার দোসররা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা যদি এমন জঘন্যতম কাজ থেকে বিরত না হয় তাহলে আমরাও নৌকার সম্মান রক্ষার্থে কঠোর ভাবে এমন অন্যায় কর্মকান্ডকে দলীয় শক্তি দিয়ে প্রতিহত করবো আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক নাদিম হোসেন মুঠোফোনে জানান গত সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী সুমনের লোক আজাহার বাউল নামের এক ব্যক্তি তাকে নৌকার পক্ষে কাজ না করার হুমকি-ধামকী প্রদান করে। নৌকার পক্ষে কাজ করলে তাকে কেটে টুকরো টুকরো করার হুমকি প্রদান করে ওই আজাহার বাউল। এমন ভাবে সুমনের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা নৌকার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আসছে বলে জানান চেয়ারম্যান নাদিম। স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ওমর ফারুক সুমন জানান নির্বাচনের শুরু থেকেই নৌকার লোকেরা তার প্রচারনার কাজে বাধার সৃষ্টি করে আসছে। তার লোকজনকে ভয়ভীতি প্রদান অব্যাহত রয়েছে। সোমবার বিকালে তার স্ত্রী নির্বাচনী প্রচারনার কাজে উপজেলার কাশিমপুর চারাপাড়া এলাকায় গেলে নৌকা প্রার্থীর লোকজনরা বাধা দিয়ে আটকে রাখে। আমি সেখানে গিয়ে স্ত্রীসহ অন্যদের উদ্ধার করার সময় নৌকার লোকেরা তাদের উপর হামলা করে। ফলে তার কয়েকজন কর্মী-সমর্থক আহত হলে তাদের হাপাতালে নিয়ে এলে সেখানে আবারো নৌকার লোকজনেরা হামলা করে। এতে করে গুরুত্বর আহত দুইজনকে জেলা সদর ও অপরদুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান কামিশপুর ঘটনাস্থলে আমার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো। সুমন যখন তার ৫০ থেকে ৬০জন লোক নিয়ে কাশিমপুরে পৌছে তখনই পরিস্থিতি খারাপ হয়ে যায। এতোগুলো মানুষকে মাত্র কয়েকজন পুলিশ সদস্য দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবুও আমরা কিছুক্ষণের মধ্যেই পরিবেশ শান্ত করি। এখন পর্যন্ত কোন পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। লিখিত ভাবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সকল প্রার্থী ও তাদের সমর্থকসহ সকল মানুষকেই আন্তরিক হওয়ার অনুরোধ করছি। তবেই এই আসনে একটি সুষ্ঠ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) আবদুস সামাদের (নোঙ্গর) নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে প্রার্থীর বাড়ি সংলগ্ন অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। তবে কে বা কারা এ অফিস পুড়িয়ে দিয়েছে, তা কেউ বলতে পারছে না। প্রার্থী আবদুস সামাদ বলেন, সোমবার রাত ১০টার দিকে উপজেলার মূসা মার্কেটে নির্বাচনী মতবিনিময় সভা শেষে বাড়ি ফিরে যায়। তার দুই ঘণ্টা পর রাত ১২টার দিকে আমার বাড়ি সংলগ্ন নির্বাচনী অফিস আগুন দিয়ে জালিয়ে দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে থানার কাছে নিরাপত্তা ও দোষীদের সনাক্ত করে আইনী ব্যবস্থার জন্য আবেদন করেছি।
এদিকে রাজশাহীতে বাড়ছে নির্বাচন নিয়ে সহিংসতা। ছয়টি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী। উভয় গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত সংঘর্ষ বাড়ছে। করছে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ। সংঘাত হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের। প্রচারণার সময় এক প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে অন্য প্রার্থীর কর্মীদের হামলা নির্বাচনী অফিস ভাঙচুর পোস্টার ছেড়া অফিসে অগ্নিসংযোগ হাতুড়ি পেটা সবি চলছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ্যাকশন নিতে পুলিশ যত তৎপর ততটাই নিষ্ক্রিয় নির্বাচনী সহিংসতাকারীদের বিরুদ্ধে। কারন সবি ক্ষমতাসীন দলের লোক। অন্য স্বতন্ত্র প্রার্থীদের বেলায় চলছে অশ্লীল বিষেদাগার। সোসাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে বিষেদাগার কম নয়। যতদিন যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে। প্রত্যেকটি আসনেই আওয়ামী লীগের বিভাজন প্রকট হচ্ছে। সম্প্রতি কয়েকটি ঘটনার মধ্যে রয়েছে। গত শনিবার রাত পর্যন্ত একদিনে রাজশাহীর বাগমারা, দুর্গাপুর, বাঘা ও চারঘাটে ১২টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এসব আসনের স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছেন নৌকার প্রার্থীর কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের অফিসও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতাকারীদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। দূর্গাপুরের একটি ঘটনায় নৌকার তিন কর্মীকে হাতুড়িপেটা করায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী সমর্থকদের হামলার ৬টি ঘটনা ঘটেছে। এরমধ্যে গত মঙ্গলবার সন্ধ্যার পর বাগমারা নরদাশ বাজারে স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের কাঁচি প্রর্তীকের নির্বাচনী অফিসে হামলা করে নৌকার সমর্থকরা। ওইদিন রাতে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি এনামুলের কাঁচি প্রতীকের নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটে। এর আগে বাগমারার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি গোবিন্দপুর ইউনিয়নের হাটদামনাশ বাজার, তাহেরপুর পৌরসভার অর্জুনপাড়া ও গণিপুর ইউনিয়নের অচিনঘাট এলাকায় কাঁচি প্রতীকের গাড়ি ও প্রচার মাইক ভাঙচুর, পোস্টার কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এনামুল হক। তবে নৌকা প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নৌকা হারানোর পর থেকে এনামুল হক মিথ্যা কথা বলছেন। কোথাও তার সমর্থকদের ওপর হামলা করা হয়নি। বরং নৌকা প্রতীকে তিনবার এমপি হয়ে এখন নৌকার বিরুদ্ধে মাঠে নমেছেন, দলীয় নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন তারপক্ষে থাকতে। রাজশাহী-৫ (পুঠিয়া, দুর্গাপুর) আসনের দুর্গাপুরে আতংক স্তন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের পোস্টার কেড়ে নিয়ে তিন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাতেই দুর্গাপুর থানায় মামলা হলে পুুলিশ নৌকা প্রতীকের তিন কর্মী সাখাওয়াত হোসেন লায়ন জয় হোসেন ও মাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহা. রাসেলকে গ্রেফতার করে। রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান অভিযোগ করেন দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউপির সাইফুলের মোড়ে আমার কর্মী সমর্থকরা ঈগল প্রতীকের পোস্টার টানাচ্ছিল। এ সময় নৌকার ৭ থেকে ৮জন সমর্থক পোস্টার কেড়ে নিয়ে ঈগল প্রতীকের কর্মী আব্দুর রাজ্জাকসহ তিনজনকে পিটিয়ে জখম করে। রাজশাহী-৬ (চারঘাচ,বাঘা) আসনের শলুয়া ইউনিয়নের বামনদীঘি বাজারে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর ও একই সময়ে মালেকের মোড় এলাকায় কাঁচি প্রতীকের প্রচার গাড়ি ও মাইক ভাঙচুর করে নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কর্মী সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক বলেন প্রচার শুরুর পর থেকেই নির্বাচনী এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে।
সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকার সমর্থকদের হামলায় ঘটনায় নৌকার এক সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রানা সরকার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার আসাদ মণ্ডলের ছেলে। গতকার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ। গত সোমবার রাত ৮ টায় স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাছানের ইগল প্রতীকের নর্বাচনী ক্যাম্পে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থকরা হামলা চালিয়ে নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে এবং এতে ১০ জন আহত হয়। আহতরা হলো- মাইজবাড়ী গ্রামের রইচ মণ্ডলের ছেলে রুবেল, আলা উদ্দিনের ছেলে সাদ্দাম, রইচ উদ্দিনের ছেলে রোকন, সুরুজ্জামানের ছেলে কফিল সরকার, মরহুম শামছুল এর ছেলে দিলখুশ, তাড়িয়াপাড়া গ্রামের শাহীনের ছেলে হামজা, শিমলা পল্লী এলাকার আহমেদ আলীর ছেলে ফারুক ও আব্দুল জলিলের ছেলে ফরহাদ। এ ঘটনায় সরিষাবাড়ী পৌর কাউন্সীলর সাখাওয়াতুল আলম মুকুল রাতেই বাদী হয়ে রানা সরকারকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা রুস্তুম আলীর ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা মার্কার সমর্থকের বিরুদ্ধে। গতকাল সকালে হামলার শিকার রুস্তুম আলী বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যায় রুস্তুম আলী উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পোস্টার ঝুলানোর কাজে বাধা প্রদান করে নৌকার সমর্থকরা। একই সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ সময় রুস্তুম আলী প্রতিবাদ করলে নৌকার সমর্থকেরা তার ওপর হামলা চালায়। নৌকার সমর্থক সোহেল রানা ও গোলাম আজমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে