ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১
ফিরে দেখা-২০২৩ শ্বশুরের কাটা মাথা পুত্রবধূ ভাইরাল

‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

‘তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আমি নিজেকে নির্দোষ দাবি করছি না, আমি অপরাধী! এ ভাবে শ্বশুরের দশ টুকরো লাশ গুম করার দায় স্বীকার করেন পুত্রবধূ আনার কলি (২০)। তাকে নিয়ে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকতে মো. হাসান আলীর (৬১) খন্ডিত মাথা খুঁজতে যায় মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কর্মকর্তারা। সেখানে কাটা মাথার খোঁজে তল্লাশির ফাঁকে ফাঁকে মিডিয়া কর্মীদের সাথে কথা বলেন আনার কলি। দুই পুত্র মিলে হাসান আলীকে খুনের পর লাশ ১০ টুকরো করা হয়। এরপর এসব টুকরো গুম করা হয়।
লাশ গুমে সহায়তাকারী হিসাবে পিবিআই গ্রেফতার করে হাসান আলীর ছোট ছেলের স্ত্রী আনার কলিকে। ধরা পড়ার পর আনার কলির সহজ-সরল স্বীকারোক্তি মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়। নিজ সন্তানদের হাতে পিতার লোমহর্ষক খুনের ঘটনা ছাপিয়ে আনার কলির স্বীকারোক্তি এবং প্রকাশ্যে অনুশোচনা সাধারণ মানুষকে ব্যাপক নাড়া দেয়।
চলতি ২০২৩ সালে বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে শতাধিক খুনের ঘটনা ঘটে। এসব খুনের মধ্যে সবচেয়ে আলোচিত হাসান আলী হত্যাকা-। সহায়-সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন- এমন আশঙ্কা থেকে বড় ভাই মোস্তাফিজুর রহমান (৩২) ও ছোটভাই শফিকুর রহমান জাহাঙ্গীর (৩০) মিলে বাবা হাসান আলীকে হত্যা করে। খুনের শিকার মো. হাসান আলী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে।
বিগত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটে একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। কফি রঙের ট্রলিব্যাগে ছিল শরীরের দুই হাত, দুই পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। এর দুই দিনের মাথায় ২৩ সেপ্টেম্বর নগরীর আকমল আলী সড়কের একটি খাল থেকে বস্তাবন্দি টেপে মোড়ানো শরীরের আরেকটি খ- উদ্ধার করে পিবিআই। এ সময়ের মধ্যে লাশের আঙ্গলের ছাপ ও নিজস্ব সোর্সের মাধ্যমে খুনের শিকার ব্যক্তির পরিচয়ও নিশ্চিত করা হয়। প্রথমে বাঁশখালীর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় হাসান আলীর স্ত্রী ছেনোয়ারা বেগম (৫০) ও বড়ছেলে মোস্তাফিজুর রহমানকে। তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
২৭ সেপ্টেম্বর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবাকে খুনের লোমহর্ষক বর্ণনা দেন মোস্তাফিজুর রহমান। তিনি জানান প্রায় ২৮ বছর নিখোঁজ থাকার পর দুইবছর আগে পরিবারের কাছে ফিরে আসেন হাসান আলী। ফিরেই তিনি ভিটেমাটি বিক্রি করে দেয়ার চেষ্টা করতে থাকেন। এ নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে তার বিরোধ বাঁধে। এক পর্যায়ে মোস্তাফিজ ও তার ছোট ভাই বাবাকে খুনের পরিকল্পনা করে। ২০ সেপ্টেম্বর সকালে হাসান ও তার স্ত্রী, বড় ছেলে মোস্তাফিজুর রহমান নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের পকেট গেইট এলাকার জমির ভিলায় ছোট ছেলে সফিকুর রহমান জাহাঙ্গীরের বাসায় ছিলেন। সেখানে বাবা ও দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে ঝগড়া শুরু হয়। এর মধ্যেই বড় ছেলে তার গলা টিপে ধরলে মারা যান হাসান।
লাশ গুমের সাথে ছোট ছেলের স্ত্রী আনার কলির নাম আসে। ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বাবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় আনার কলিকে। পিবিআই কর্মকর্তারা জানান, আনার কলি সরাসরি হত্যাকা-ে জড়িত নন, তবে আলামত গোপনের সঙ্গে জড়িত। এ ছাড়া হত্যাকা-ে এবং লাশ গুমে ব্যবহৃত উপাদানের যোগানও তিনি দিয়েছেন বলে স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যানুযায়ী পিবিআই ঘটনাস্থলের পাশের ভবনের পেছনে ময়লার স্তুপ থেকে হত্যাকা-ে ব্যবহৃত ধামাটি উদ্ধার করে। এরপর তার দেখানো মতে পতেঙ্গায় গিয়ে মাথার খোঁজে তল্লাশি চালানো হয়। হত্যার পরদিন সকাল ৭টার দিকে আনার কলি ও তার স্বামী পতেঙ্গায় গিয়ে পাথরের ব্লকের ভেতরে মাথাটি ফেলে দেন বলে জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত কাটা মাথাটি পাওয়া যায়নি।
তল্লাশি অভিযান চলাকালে পিবিআই টিমের সঙ্গে থাকা আনার কলি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ঘটনার দিন সকালে আমি আব্বাকে (শ্বশুর) চা-বিস্কুট দিয়ে আমার শ্বাশুড়ির রুমে চলে যাই। পরে আমি বেরিয়ে পাশের আন্টির বাসার সামনে বসে দু’জনে গল্প করতে থাকি। তখন আমার স্বামী সফিকুর এসে বলে, আজ তুমি আন্টির ঘরে রান্না করো। আমি বললাম- বাসায় গ্যাস আছে, আমি আন্টির বাসায় কেন রান্না করব। তখন সে আমাকে বিশ্রি গালি দেয়। আমি আন্টির রুমে চলে যাই।
আনার কলি বলেন, আমার স্বামী সফিকুরের কথা মতো আমি সব জোগান দিয়েছি। আমি কী করব! আমার আগের সংসার ভেঙ্গে গেছে। এই সংসারেও যদি কোনো ঝামেলা হয়, সবাই আমাকে দোষারোপ করত, সেজন্য আমি চুপ ছিলাম। আমি পরিস্থিতির শিকার। আমি সফিকুরকে বলেছি, আমি তোমার ভালোবাসার টানে, আবেগের টানে তুমি যা বলছ তা করেছি, কিন্তু বিবেকের কাছে আমি ধরা। কারণ আমি তোমাকে অন্যায় কাজে সাহায্য করেছি, এজন্য আমি অপরাধী। আমি যদি জানতান আমার শ্বশুরকে খুন করা হবে, তাহলে আমি আগেই উনাকে বাসা থেকে বের করে দিতাম।
আনার কলি বলেন, আন্টি বেরিয়ে আমাদের বাসায় কী হচ্ছে সেটা দেখতে যান। ফিরে এসে বলেন, আমার রুমে নাকি দুই ভাই মিলে আব্বাকে হাত-পা বেঁধে ফেলছে। আমি বের হয়ে জানালা দিয়ে দেখি, দুই ভাই আমার শ্বশুরকে একটা বস্তার ভেতরে ঢোকাচ্ছে। তিনি জীবিত নাকি মৃত সেটা আমি বুঝতে পারিনি। আমি আন্টির বাসায় চলে আসি। তখন আমরা দুজন কান্না করতে থাকি। আমার শ্বাশুড়ি আরেক রুমে ছিলেন, তিনিও কিছুই জানতেন না। আমিও কিছু বলিনি। উনি অসুস্থ মানুষ, এসব শুনে যদি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন সেজন্য বলিনি।
পিবিআই জানায়, লাশ কাটার জন্য ধামা, প্লাস্টিকের ব্যাগ ও কসটেপ কিনে এনেছিল আনারকলি। যে ট্রলিব্যাগে লাশের আট টুকরো পাওয়া গেছে, সেটাও আনার কলির। কিন্তু সে দাবি করেছে, হাসানকে খুন এবং লাশ কেটে টুকরো করার ঘটনা সে দেখেনি। লাশ কেটে আট টুকরো রাখা হয় ট্রলি ব্যাগে। কোমড় থেকে গলা পর্যন্ত অংশ বস্তায় ভরে ফেলা হয় বাসার পাশে খালে। ট্রলি ব্যাগটি অটোরিকশায় করে নিয়ে ফেলা হয় ১২ নম্বর ঘাটে। আর কাটা মাথাটি ছিল আনার কলির ব্যাগে। আনার কলি তার স্বামীসহ ব্যাগের ভেতর থেকে মাথাটি রেব করে পতেঙ্গা সৈকতে ফেলে দেয়। ব্যাগটি রেখে দেয় সে। কারণ এই ব্যাগটি তার স্কুল থেকে পাওয়া। অষ্টম শ্রেণিতে ভাল ফলাফল করায় তাকে ব্যাগটি উপহার হিসাবে দেওয়া হয়। আনার কলিকে গ্রেফতারের কিছু দিন পর তার স্বামী সফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। সেও আদালতে খুনের দায় স্বীকার করে।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে আনার কলিকে বলতে শোনা যায়, আমার মতো ভাগ্য যেন আর কারো না হয়। ছোটবেলা বাবা জেলে চলে যান। মা আমাদের দুই ভাইবোনকে বড় করেন। জেল থেকে বের হয়ে বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে যান। পড়ালেখায় ভাল ছিলাম। কিন্তু টাকার অভাবে পড়তে পারিনি। অষ্টম শ্রেণিতে উঠার পর বিয়ে হয়ে যায়। কিছুদিন পর সংসার ভেঙে যায়। পরে শফিকুরের সাথে বিয়ে হয়। এই ঘরে এক সন্তান আছে। সন্তানের মুখের দিকে চেয়ে এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে শ^শুরের লাশ গুমে সহায়তা করি। তবে আমি অনুতপ্ত, আদালত যে শাস্তি দেন মাথা পেতে নেব। সন্তানের জন্য চিন্তা করি না। সে আমার মায়ের কাছে আছে। একদিন বড় হবে। আমি পাপের প্রায়শ্চিত্ত করছি!


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা