নৌকার প্রার্থী মোস্তাফিজের আত্মসমর্পণ
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
সদলবলে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলার শুনানি হয়েছে। মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম বজলুর রহমান শুনানি করেন। তিনি মামলায় আনা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা উল্লেখ করেন এবং ধারা জামিনযোগ্য বিধায় আসামির জামিন প্রার্থনা করেন। জামিন দিলে আসামি এর অপব্যবহার করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি আজহারুল হক চৌধুরী জামিনের বিরোধিতা করে বলেন, আচরণবিধি ভঙের পাশাপাশি সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত জামিন পেলে সহিংসতাকারীরা উৎসাহিত হবে এবং সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হবে। আদালত উভয়পক্ষের বক্তব্য গ্রহণ করে মামলার পরবর্তী ধার্য্য তারিখ পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁশুলি। শুনানির সময় মোস্তাফিজুর রহমান চৌধুরী শতাধিক নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে আদালতে হাজির হন। শুনানি শেষে নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে আদালত থেকে নামিয়ে গাড়িতে তুলে দেন। এসময় পুলিশ পাহারাও দেখা গেছে।
গত ২৬ ডিসেম্বর বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। প্রার্থীর নির্বাচনী আচরণবিধি ২০০৮ এর ৮ (খ) ধারায় দায়ের করা এ মামলায় মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আরো ২০ থেকে ৩০ জনেক অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়। আদালত ৩ জানুয়ারির মধ্যে মোস্তাফিজুরকে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।
মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এ আসন থেকে নির্বাচিত হন। সাংবাদিককে ফোন করে গালিগালাজ, নির্বাচন কর্মকর্তাকে মারধর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে অশালীন মন্তব্য, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্য, তার বিরুদ্ধে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বাঁশখালীতে নিজ দলের বিরোধী নেতাকর্মীদের দমনপীড়ন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলসহ নানা কারণে তিনি বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।
সর্বশেষ গত ৩০ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে দলবল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকে পড়েন। মনোনয়ন পত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক রাকিব উদ্দিন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করতেই মোস্তাফিজ তার উপর হামলে পড়েন। তিনি রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হুমকিধমকি দিতে থাকেন। তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও এসময় সাংবাদিকদের ওপর চড়াও হন। ওই ঘটনা তদন্তের পর তার বিরুদ্ধে মামলা হয়। তবে নির্বাচন কমিশনের তদন্তে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙের প্রমান পাওয়া গেলেও সাংবাদিককে মারধরের ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম