ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

মেট্রোরেল দিন-রাত চালুর অপেক্ষা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম

মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হলেও এখনো চলাচলের সময় বাড়ানো হয়নি। দিন দিন যাত্রীদের চাপ বাড়লেও বাড়েনি চলাচলের সময়। আগের মতো সকাল সাড়ে এগারোটা পর্যন্তই চলাচল করছে। কেবল এমআরটি/র‌্যাপিড পাস থাকা যাত্রীরা চড়তে পারবেন ১২টা পর্যন্ত। এই রুটে দিন-রাত চলাচলের অপেক্ষায় রয়েছেন সাধারণ যাত্রীরা। সাধারণ যাত্রীরা বলছেন, এই রুটে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল না চলাচলের কারণে এই সার্ভিসের পুরোপুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হওয়ার পরে সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে স্বস্তি। সেইসঙ্গে মানুষের মধ্যে কাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। এরমধ্যে প্রচুর ভিড় লক্ষ করা যাচ্ছে স্টেশনগুলোতে। অনেকে একটি রেলে উঠতে না পেরেও অপেক্ষা করছেন পরের রেলের জন্য। আবার অনেকের অপেক্ষা, কবে চালু হচ্ছে সকাল-সন্ধ্যার মেট্রোরেল?

মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ঘুরে দেখা যায়, যাত্রীরা প্রচুর ভিড় করছেন এবং সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা হয়। সেখানে প্রত্যেকেই ইতিবাচক মন্তব্য করেন।
এক ব্যবসায়ী বলেন, গুলিস্তানে যাওয়ার জন্য উত্তরা থেকে মেট্রোতে উঠেছি। সচিবালয় স্টেশনে নেমে তারপরে গন্তব্যে যাব। কিছুদূর হেঁটে যেতে হবে। কিন্তু তাতেও বাসের থেকে অনেক আগেই চলে যেতে পারব। এতো স্বস্তিদায়ক যাত্রা আগে কোনো পরিবহনে আমি করিনি। খুব সহজেই যানজট ছাড়া যেতে পারছি।
আনিস নামের এক যাত্রী বলেন, কিছুদিন আগেও সকালবেলা অফিসের গাড়িতে যেতাম। কিন্তু সেখানেও যানজট এড়ানোর উপায় ছিল না। এখন কারওয়ানবাজার স্টেশন খুলে যাওয়ায় ঝঞ্ঝাটবিহীন যাতায়াত করতে পারছি। তবে এখন তো সীমিত সময়ের জন্য চলছে। পরে পূর্ণাঙ্গ সময়ের জন্য চালু হলে অন্য গাড়ির ওপরে নির্ভর করতে হবে না।

আরো কয়েকজন যাত্রী বলেন, অপেক্ষা করে মেট্রোতেই যাচ্ছি। কারণ বাসের আগেই যানজট ছাড়া পৌঁছে যাচ্ছি। সবকিছুই ঠিক আছে, তবে ভাড়াটা আরেকটু কম নিলে আমাদের জন্য সুবিধা হতো। শেওড়াপাড়া থেকে বাসে করে বাংলামোটর যেতে লাগে ১৫ টাকা। সেখানে মেট্রোতে নেয়া হয় ৩০ টাকা।
এদিকে ভিড় থাকা সত্ত্বেও অনেকে গাদাগাদির মধ্যেই উঠে পড়ছেন এক ব্যক্তি। তিনি বলেন, এখানে বাসের মতো ভিড় থাকলেও সমস্যা হচ্ছে না। হুটহাট ব্রেক করার ঝামেলা নেই। কোনো রকম দাঁড়াতে পারলেই চলে যাওয়া যাচ্ছে। মনে হচ্ছে মাটির ওপরে দাঁড়িয়ে আছি।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বাসের সময়টা ছিল অজানা। সকাল ৮টায় বাসে উঠলে ঠিক কয়টায় শাহবাগ নামতে পারব, সেটির কোনো নির্ধারিত সময় ছিল না। অনেক সময় দুটি ক্লাসও মিস হয়ে গেছে। এখন মেট্রোরেলে চড়ে ১০ মিনিটে শাহবাগ পৌঁছে যাই।
কথা বলেন খায়রুল নামের একজন। তিনি বলেন, মিরপুর থেকে বাসে চড়ে অফিসে যাওয়া রীতিমতো অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছিল। তীব্র যানজট আর প্রচণ্ড ভিড়ে দমবন্ধ হয়ে আসতো। ভেবেছিলাম একটি মোটরসাইকেল কিনবো। কিন্তু মেট্রোরেলে চড়ে গাড়ি কেনার চিন্তা বাদ দিলাম। প্রথম মেট্রোতে করে কারওয়ানবাজার যাচ্ছি। ভিড় থাকলেও কোনো সমস্যা হচ্ছে না আমার। এভাবে যেতে পারলে টাকা খরচ করে মোটরসাইকেল কেনা আমার জন্য অপচয় হবে।

যাত্রীদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, প্রত্যেকেই অপেক্ষা করছেন মেট্রোরেলের পূর্ণাঙ্গ চলাচলের জন্য। তখন অনেকেই বাস এবং প্রাইভেটকারের বদলে মেট্রোতে চলাচল করবেন।
কয়েকজন বলেন, মেট্রোর জন্য কম ভাড়ার মধ্যে মিরপুরে বাসা নিয়েছি। এখনও নাকি কয়েক মাস অপেক্ষা করতে হবে পুরোপুরি চলাচলের জন্য। আশা করি খুব শিগগিরই সেটি চালু হবে। তখন আর কোনো ভোগান্তি থাকবে না।

বর্তমানে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১৬টি স্টেশনে মেট্রোরেল চলছে। ১০ মিনিট পরপর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনে যাত্রীরা যাতায়াত করতে পারছেন। এরপর বেলা ১১টা ৪০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত চারটি ট্রেন মতিঝিল থেকে ছেড়ে যায়। এই চার মেট্রোরেল কেবল এমআরটি/র‌্যাপিড পাস থাকা যাত্রীরা চড়তে পারবেন। আর উত্তরা উত্তর-আগারগাঁও রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করে। এখানেও সোয়া ৮টা এবং সাড়ে ৮টায় এমআরটি/র‌্যাপিড পাসধারীদের জন্য দুটি বিশেষ ট্রেন রয়েছে।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

গরমে যেন শেষ সিলেট !

গরমে যেন শেষ সিলেট !

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত