মেট্রোরেল দিন-রাত চালুর অপেক্ষা
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হলেও এখনো চলাচলের সময় বাড়ানো হয়নি। দিন দিন যাত্রীদের চাপ বাড়লেও বাড়েনি চলাচলের সময়। আগের মতো সকাল সাড়ে এগারোটা পর্যন্তই চলাচল করছে। কেবল এমআরটি/র্যাপিড পাস থাকা যাত্রীরা চড়তে পারবেন ১২টা পর্যন্ত। এই রুটে দিন-রাত চলাচলের অপেক্ষায় রয়েছেন সাধারণ যাত্রীরা। সাধারণ যাত্রীরা বলছেন, এই রুটে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল না চলাচলের কারণে এই সার্ভিসের পুরোপুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হওয়ার পরে সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে স্বস্তি। সেইসঙ্গে মানুষের মধ্যে কাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। এরমধ্যে প্রচুর ভিড় লক্ষ করা যাচ্ছে স্টেশনগুলোতে। অনেকে একটি রেলে উঠতে না পেরেও অপেক্ষা করছেন পরের রেলের জন্য। আবার অনেকের অপেক্ষা, কবে চালু হচ্ছে সকাল-সন্ধ্যার মেট্রোরেল?
মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ঘুরে দেখা যায়, যাত্রীরা প্রচুর ভিড় করছেন এবং সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা হয়। সেখানে প্রত্যেকেই ইতিবাচক মন্তব্য করেন।
এক ব্যবসায়ী বলেন, গুলিস্তানে যাওয়ার জন্য উত্তরা থেকে মেট্রোতে উঠেছি। সচিবালয় স্টেশনে নেমে তারপরে গন্তব্যে যাব। কিছুদূর হেঁটে যেতে হবে। কিন্তু তাতেও বাসের থেকে অনেক আগেই চলে যেতে পারব। এতো স্বস্তিদায়ক যাত্রা আগে কোনো পরিবহনে আমি করিনি। খুব সহজেই যানজট ছাড়া যেতে পারছি।
আনিস নামের এক যাত্রী বলেন, কিছুদিন আগেও সকালবেলা অফিসের গাড়িতে যেতাম। কিন্তু সেখানেও যানজট এড়ানোর উপায় ছিল না। এখন কারওয়ানবাজার স্টেশন খুলে যাওয়ায় ঝঞ্ঝাটবিহীন যাতায়াত করতে পারছি। তবে এখন তো সীমিত সময়ের জন্য চলছে। পরে পূর্ণাঙ্গ সময়ের জন্য চালু হলে অন্য গাড়ির ওপরে নির্ভর করতে হবে না।
আরো কয়েকজন যাত্রী বলেন, অপেক্ষা করে মেট্রোতেই যাচ্ছি। কারণ বাসের আগেই যানজট ছাড়া পৌঁছে যাচ্ছি। সবকিছুই ঠিক আছে, তবে ভাড়াটা আরেকটু কম নিলে আমাদের জন্য সুবিধা হতো। শেওড়াপাড়া থেকে বাসে করে বাংলামোটর যেতে লাগে ১৫ টাকা। সেখানে মেট্রোতে নেয়া হয় ৩০ টাকা।
এদিকে ভিড় থাকা সত্ত্বেও অনেকে গাদাগাদির মধ্যেই উঠে পড়ছেন এক ব্যক্তি। তিনি বলেন, এখানে বাসের মতো ভিড় থাকলেও সমস্যা হচ্ছে না। হুটহাট ব্রেক করার ঝামেলা নেই। কোনো রকম দাঁড়াতে পারলেই চলে যাওয়া যাচ্ছে। মনে হচ্ছে মাটির ওপরে দাঁড়িয়ে আছি।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বাসের সময়টা ছিল অজানা। সকাল ৮টায় বাসে উঠলে ঠিক কয়টায় শাহবাগ নামতে পারব, সেটির কোনো নির্ধারিত সময় ছিল না। অনেক সময় দুটি ক্লাসও মিস হয়ে গেছে। এখন মেট্রোরেলে চড়ে ১০ মিনিটে শাহবাগ পৌঁছে যাই।
কথা বলেন খায়রুল নামের একজন। তিনি বলেন, মিরপুর থেকে বাসে চড়ে অফিসে যাওয়া রীতিমতো অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছিল। তীব্র যানজট আর প্রচণ্ড ভিড়ে দমবন্ধ হয়ে আসতো। ভেবেছিলাম একটি মোটরসাইকেল কিনবো। কিন্তু মেট্রোরেলে চড়ে গাড়ি কেনার চিন্তা বাদ দিলাম। প্রথম মেট্রোতে করে কারওয়ানবাজার যাচ্ছি। ভিড় থাকলেও কোনো সমস্যা হচ্ছে না আমার। এভাবে যেতে পারলে টাকা খরচ করে মোটরসাইকেল কেনা আমার জন্য অপচয় হবে।
যাত্রীদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, প্রত্যেকেই অপেক্ষা করছেন মেট্রোরেলের পূর্ণাঙ্গ চলাচলের জন্য। তখন অনেকেই বাস এবং প্রাইভেটকারের বদলে মেট্রোতে চলাচল করবেন।
কয়েকজন বলেন, মেট্রোর জন্য কম ভাড়ার মধ্যে মিরপুরে বাসা নিয়েছি। এখনও নাকি কয়েক মাস অপেক্ষা করতে হবে পুরোপুরি চলাচলের জন্য। আশা করি খুব শিগগিরই সেটি চালু হবে। তখন আর কোনো ভোগান্তি থাকবে না।
বর্তমানে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১৬টি স্টেশনে মেট্রোরেল চলছে। ১০ মিনিট পরপর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনে যাত্রীরা যাতায়াত করতে পারছেন। এরপর বেলা ১১টা ৪০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত চারটি ট্রেন মতিঝিল থেকে ছেড়ে যায়। এই চার মেট্রোরেল কেবল এমআরটি/র্যাপিড পাস থাকা যাত্রীরা চড়তে পারবেন। আর উত্তরা উত্তর-আগারগাঁও রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করে। এখানেও সোয়া ৮টা এবং সাড়ে ৮টায় এমআরটি/র্যাপিড পাসধারীদের জন্য দুটি বিশেষ ট্রেন রয়েছে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম