ঠাণ্ডা বাতাস ঘন কুয়াশা
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
হিমালয় পর্বত ছুঁয়ে আসা হিমেল হাঁড় কনকনে বাতাসের সাথে অতি ঘন কুয়াশাচ্ছন্ন বৈরী আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া বিভাগ জানায়, আগের দিন সোমবার ও মঙ্গলবারের চেয়ে তাপমাত্রার পারদ একলাফে আরও দুই ডিগ্রি হ্রাস পেয়ে গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে এ যাবৎ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫, ডিমলায় ১০ ডিগ্রি সে.।
রাজধানী ঢাকায়ও তাপমাত্রার পারদ ১৪.২, চট্টগ্রামে ১৬ ডিগ্রিতে নেমেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৮ ডিগ্রি সে.।
দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানায়, শৈত্যপ্রবাহ ক্রমেই বিস্তৃত হতে পারে। উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাসের ঘন কুয়াশার কারণেই ঠাণ্ডা বেড়ে গেছে।
পৌষের প্রথম দুই সপ্তাহে তেমন ‘স্বাভাবিক শীত’ ছিল না। তবে তৃতীয় সপ্তাহের শেষ দিকে এসেই শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তাছাড়া ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় মাঝরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় বিমান চলাচলের শিডিউল এলোমেলো হয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ নৌ পরিবহণ, সড়ক, রেলপথে যোগাযোগ ব্যাহত এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাতের বেলা থেকে সকাল অবধি থমকে যাচ্ছে যানবাহনের গতি। রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গায় রাতে ও দিনের দীর্ঘ সময়েও দেখা মিলছে না সূর্যের। অল্পসময় সূর্য উঁকি দিলেও রোদের তেজ না থাকায় তীব্র ঠাণ্ডায় বেড়েছে শীতের অনুভূতি।
এদিকে হিমেল কনকনে হাওয়ার সঙ্গে তীব্র মাত্রায় বায়ুদূষণ ও ধোঁয়া দূষণজনিত বৈরী অবস্থার কারণে বাড়ছে সর্দিকাশি, জ্বর, হাঁপানি, ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের রোগব্যাধি। হাসপাতালে ও ডাক্তারদের চেম্বারে রোগীর ভিড় বেড়ে গেছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এরমধ্য দিয়ে শীতের বলয় তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবারসহ তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করবে। আজ বা আগামীকাল শুক্রবার রাজশাহী বিভাগের কোথাও কোথাও শীত নামানো হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসছে সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাসের এবং শীতের তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ