পরবর্তী পরিকল্পনা ঘোষণা ইসরাইলের
০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ শেষ হলে ভবিষ্যতে কীভাবে গাজা শাসন করা হবে, তার একটি পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেন, ওই এলাকায় ফিলিস্তিনি শাসন থাকবে সীমিত। হামাস আর গাজার নিয়ন্ত্রণে থাকবে না এবং ইসরাইল সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণে থাকবে।
তিনি যখন এই পরিকল্পনা প্রকাশ করেছেন, তখন গাজায় যুদ্ধ অব্যাহত রয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব হামলায় কয়েক ডজন মানুষ মারা গেছে। চলতি সপ্তাহে আবার এই এলাকায় সফরে আসার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। তিনি দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্মকর্তা ও ইসরাইলি নেতাদের সাথে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরুরির হত্যাকা-ের পর কঠোর উত্তেজনার মধ্যেই তার সফরের এই খবর এলো। তার এই হত্যাকা-ের জন্য ইসরাইলকে দায়ী করা হচ্ছে। ইসরাইল এই অভিযোগ স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। গ্যালান্টের বর্তমান ‘চতুর্মুখী’ পরিকল্পনার আওতায় গাজার সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে থাকবে।
বহুজাতিক একটি বাহিনী ওই এলাকার পুনর্গঠনে কাজ করবে। কারণ ইসরাইলের বোমা হামলায় গাজায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিকল্পনার আওতায় প্রতিবেশী দেশ মিশরের একটি ভূমিকা থাকবে তবে তা কী হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। কিন্তু নথিতে বলা হয়েছে যে, পুরো এলাকা পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদেরও দেয়া হতে পারে।
‘গাজার বাসিন্দারা ফিলিস্তিনি, তাই ফিলিস্তিনি একটি কাঠামো নেতৃত্বের দায়িত্বে তারা থাকবে। কিন্তু এখানে শর্ত থাকবে যে ইসরাইল রাষ্ট্রের প্রতি কোন শত্রুতামূলক কর্মকা- বা হুমকি আসবে না,’ বলেন গ্যালান্ট। গাজার ‘ভবিষ্যত’ নিয়ে এই আলোচনায় নিয়ে ইসরাইলের মধ্যে গভীর মতভেদ দেখা দিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কিছু কট্টর ডানপন্থী সদস্য বলেছে, ফিলিস্তিনের নাগরিকদের গাজা ছেড়ে নির্বাসনে চলে যেতে বলা উচিত। আর ওই এলাকায় ইহুদী বসতি আবার গড়ে তোলা উচিত। বিতর্কিত এই প্রস্তাবকে ‘চরমপন্থি’ এবং ‘অকার্যকর’ বলে উল্লেখ করে তা বাতিল করে দিয়েছে ওই এলাকার অন্য দেশগুলো যাদের মধ্যে ইসরাইলের মিত্রদেশও রয়েছে।
যদিও গ্যালান্টের প্রস্তাব মন্ত্রিসভায় তার অন্য সহকর্মীদের আনা প্রস্তাবের তুলনায় বেশি বাস্তবসম্পন্ন বলে মনে করা হচ্ছে, তারপরও হয়তো এই প্রস্তাব বাতিল করে দেবেন ফিলিস্তিনি নেতারা। তারা বলছেন, এই বিধ্বংসী যুদ্ধ শেষ হওয়ার পর ওই এলাকা পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণ গাজাবাসীর থাকা উচিত। নেতানিয়াহু অবশ্য গাজা কিভাবে শাসন করা হবে তা নিয়ে জনসমক্ষে এখনো কোন ধরনের মন্তব্য করেননি। তিনি বলেছেন যে, হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার নিয়ে শুরু হওয়া গাজার এই যুদ্ধ এখনো কয়েক মাস ধরে চলতে পারে।
গ্যালান্টের পরিকল্পনায় আরো বলা হয়েছে যে, গাজায় পরবর্তী ধাপের যুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনী কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরো সুনির্দিষ্ট পদ্ধতিতে এগিয়ে যাবে। সেখানে অভিযান চালানোর পাশাপাশি সুড়ঙ্গ ধ্বংস করা এবং বিমান ও স্থল হামলা চালানো হবে।
এদিকে, গাজায় থাকা হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উপত্যকা জুড়ে গত ২৪ ঘণ্টায় ১২৫ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বিমান হামলায় নয় জন শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। ছোট শহরটিতে ইসরাইলি বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ‘নিরাপদ জায়গা’ বলে ঘোষণা করেছিল। তবে হামাসের এই দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি ইসরাইল। গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা এই উপত্যকার মোট জনসংখ্যার এক শতাংশের সমান। এলাকাটিতে মোট ২৩ লাখ মানুষ বাস করে।
আইসিজে-তে দক্ষিণ আফ্রিকাকে সমর্থন তুরস্কের : তুরস্ক আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে তার সমর্থন ঘোষণা করেছে, দাবি করেছে যে, দখলদার ইসরাইল গাজার উপর চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের গণহত্যা করছে।
গত মাসে দায়ের করা মামলায়, দক্ষিণ আফ্রিকা অনুরোধ করেছিল যে, আইসিজে ‘জরুরি ভিত্তিতে ঘোষণা করবে যে, ইসরাইল গণহত্যা চুক্তির শর্তাবলীতে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করছে’ এবং দখলদার রাষ্ট্রকে ‘অবিলম্বে লঙ্ঘনের সমস্ত কাজ এবং ব্যবস্থা বন্ধ করা উচিত। এই বাধ্যবাধকতা এবং সংশ্লিষ্ট কর্মের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ চলতি সপ্তাহে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওঙ্কু কেসেলির এক বিবৃতিতে বলেছেন যে, তুরস্ক দক্ষিণ আফ্রিকার মামলাকে স্বাগত জানায় এবং আশা করে যে, আদালত একটি অন্তর্র্বতী নিষেধাজ্ঞা জারি করবে যাতে ইসরাইলকে গাজায় তাদের আক্রমণ বন্ধ করার নির্দেশ দেয়া হয় - এটি একটি বাস্তবায়ন যা আঙ্কারা অনুসরণ করবে।
কেসেলি বলেন, ‘গাজায় প্রায় তিন মাস ধরে ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশুকে ইসরাইল হত্যা করেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া উচিত নয়।’ ‘যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই আন্তর্জাতিক আইনের সামনে জবাবদিহি করতে হবে,’ তিনি যোগ করেছেন, তুরস্ক আশা প্রকাশ করে ‘যে প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন হবে’।
গাজায় যুদ্ধাপরাধের তদন্তে বাধা দেয়ায় অভিযুক্ত বরিস জনসন : ফিলিস্তিনীদের জন্য ইন্টারন্যাশনাল সেন্টার অফ জাস্টিস (আইসিজেপি) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্তে বাধা দেয়ায় জন্য অভিযুক্ত করেছে। আইসিজেপি বলছে, ইসরাইল বিশেষ করে গাজায় এবং সাধারণভাবে ফিলিস্তিনে যে যুদ্ধাপরাধ করছে, সে বিষয়ে মেট্রোপলিটন পুলিশ দ্বারা পরিচালিত তদন্তের বিষয়ে বাধাগ্রস্থ করে জনসন ন্যায়বিচারের পথকে বিকৃত করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়ার কথা ভাবছে সংস্থাটি।
আইসিজেপি বুধবার জনসনের দেয়া বিবৃতি উল্লেখ করেছে, যেখানে তিনি বলেছিলেন যে, তিনি গাজায় যুদ্ধাপরাধের তদন্তের ক্ষেত্রে ‘মেট পুলিশের উদ্বেগজনক রাজনীতিকরণ’ সম্পর্কে উদ্বিগ্ন। স্কটল্যান্ড ইয়ার্ডের কাউন্টার টেরোরিজম ইউনিট গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ রিপোর্ট করার জন্য ব্রিটিশ বিমানবন্দর দিয়ে ভ্রমণকারীদের কাছে আবেদন করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চলমান তদন্তকে সমর্থন করার জন্য যুদ্ধাপরাধ দলটি কাজ করছে। বিমানবন্দরে পোস্টারে বলা হয়েছে যে, ‘ইউকে পুলিশিং (আসিসি)-এর কাজকে সমর্থন করছে, যেটি জুন ২০২৪ থেকে ইসরাইল দ্বারা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্ত করছে।’
এটি লক্ষণীয় যে, প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদকালে, জনসন প্রকাশ্যে আইসিসি তদন্তের বিরোধিতা করেছিলেন, যদিও তিনি ইউক্রেন আক্রমণের পরে রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছিলেন। তিনি নীরব ছিলেন যখন মেট্রোপলিটন পুলিশ ইউক্রেনের যুদ্ধাপরাধের তদন্ত করেছিল এবং তখন তিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাবলিক ফান্ড নষ্ট করার জন্য অভিযুক্ত করেনি।
আইসিজেপির পরিচালক তৈয়ব আলী বলেছেন, ‘জনসনের দ্বিমুখী নীতি মেট্রোপলিটন পুলিশ বাহিনীর যুদ্ধাপরাধের কাজকে রাজনীতিকরণ করার জন্য তার দ্বারা উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য প্রচেষ্টা দেখায়।’ ‘পুলিশের তদন্তে এভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়। জনসন, তিনি কোভিড প্রবিধান লঙ্ঘন করে আইনের ভুল দিকে ছিলেন এবং তার বিরুদ্ধে ইসরাইলের ক্ষেত্রে আইন প্রয়োগকারী তদন্তে হস্তক্ষেপ করার রেকর্ড রয়েছে।’ সূত্র : বিবিসি, আল-জাজিরা, মিডল ইস্ট মনিটর।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
সুনামগঞ্জে লিসাসের উদ্যোগে আব্দুর রহিম (রাহ:) মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন
আগামীকাল দুপুর ২ টায় সমাবেশের ঘোষণা দিয়েছে বেক্সিমকোর শ্রমিকরা
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ায় দোয়া মাহফিল
ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান
ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি চালু, মূল্য বিলিয়ন ডলার
১৬টি কারখানার বেক্সিমকোর শ্রমিকরা চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিষ্টার মীর হেলাল
জিম্মি তিন বাংলাদেশি জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
বিরলে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নিকলীতে বাংলাদেশ জামাতে ইসলামীর শীত বস্ত্র বিতরণ
প্রেসিডেন্টের জনবিভাগের সচিব হলেন খান নুরুল আমীন
লরিকে অতিক্রম করতে গিয়ে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু
সিলেটের আলেম সমাজের নক্ষত্র আল্লামা ইসহাক মাদানী জানাযায় মানুষের ঢল
সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান-মির্জা ফখরুলসহ বিএনপি নেতৃবৃন্দ
ঘোড়ার গাড়িতে উপহার নিয়ে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় দিল ঘাটলা স্কুলের শিক্ষার্থীরা
ছাত্র আন্দেলনে আহতদের হাসপাতালে দেখে উপদেষ্টারা প্রতিদিন অফিসে যাওয়া উচিত - কায়কোবাদ
মনিরামপুরে মাছের পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
৮ দফা দাবীতে ২ ফেব্রুয়ারী থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতির হুঁশিয়ারী !
মহানবী (সা.)-কে অবমাননার জেরে ইরানী পপ তারকার মৃত্যুদণ্ড