ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

জেলায় জেলায় ভোটকেন্দ্রে আগুন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত এইসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে রাজশাহী ৪টি, গাজীপুরে ২টি, মৌলভীবাজারে ২টি, খুলনায় ২টি ও শরীয়পুর, বরিশাল, ময়মনসিংহ ফেনী, হবিগঞ্জ, শেরপুর এবং টাঙ্গাইলে ১টি করে ভোটকেন্দ্র রয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। কেন্দ্র চারটি হলো-বাঘা উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয় এবং বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়। রাজশাহী মহানগরীর উপশহর প্রাইমারি স্কুল ভোটকেন্দ্রের সামনে থেকে শুক্রবার রাত দেড়টার দিকে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয়ও করে বোমা ডিস্পোজাল ইউনিট। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশন রুহুল আমিন এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দিনগত রাতে স্কুলের সামনেকে বা কারা দুটি বালতিতে ১০টি তাজা ককটেল রেখে যায়। পরে স্থানীয়রা এসব দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লার (ঈগল প্রতীক) দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে কাহালু উপজেলার মুরইল ইসলামিয়া মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। ঈগল প্রতীকের কর্মী ও মুরইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ একরাম মিঞা বলেন, গতকাল প্রচারণা শেষ হলেও মুরইল ইসলামিয়া মাদরাসা এলাকার দুটি নির্বাচনী ক্যাম্প থেকে ভোটারদের সিøপ বিতরণ করার পরিকল্পনা ছিল। শুক্রবার রাত ১২টা পর্যন্ত কর্মীরা নির্বাচনী ক্যাম্পেই ছিলেন। পরে সবাই বাড়ি চলে গেলে দুর্বৃত্তরা সেখানে পেট্রোল ঢেলে আগুন লাগায়।

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের লাহারকান্দিতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নৌকার প্রতীক ভেঙে পোস্টার, ফেস্টুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনী এলাকার লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজকের দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটাররা যেন কেন্দ্রে না যায়, এজন্য বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পরে নৌকার ব্যানার-ফেস্টুন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। হাজী মার্কেটের সামনে কাপড় দিয়ে বানানো নৌকা প্রতীকের ঝুলন্ত প্রতিকৃতি নামিয়ে আগুন দেয় অজ্ঞাতরা।

শরীয়তপুর জেলা ও নড়িয়া সংবাদদাতা জানান, শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে তিনটি বেঞ্চ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘড়িষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ৬৫ নম্বর চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়। আগুনে তিনটি বেঞ্চ পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের সবার সম্মিলিত চেষ্টায় দুর্বৃত্তরা সফল হতে পারেনি। তবে আগুনে সামান্য ক্ষতি হয়।

গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেট এলাকায় টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়, পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ভোটকেন্দ্র। গত শুক্রবার রাত আড়াইটার দিকে টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ওসমান আলী। তিনি বলেন, রাত ২টা ৪০ মিনিটে নাইট গার্ড মো. আফাজ উদ্দিন অগ্নিকা-ের খবর দেন। অল্প সময়ের মধ্যে আগুন নয়টি কক্ষে ছড়িয়ে পড়লে এসব কক্ষে থাকা চারটি কম্পিউটার, পাঁচটি ট্যাব, একটি টেলিভিশন, চারটি আলমারি, ১৫টি ওয়াল ক্যাবিনেটসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।

শেরপুর জেলা সংবাদদাততা জানান, উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্টোর রুমে আগুনের ঘটনা ঘটে। গতকার শনিবার সকালে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোর রুমে থাকা কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

মৌলভীবাজার সংবাদদাতা জানান, জেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। ভোটকেন্দ্রগুলো হলো কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে এসব ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, রাতে হঠাৎ আগুন দেখতে পায় এলাকার লোকজন। পরে আমিসহ অন্যরা মিলে আগুন নেভাই। কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে, তদন্ত চলছে। শুক্রবার মধ্যরাতে সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফর বাবলু বলেন, আমাদের স্কুলে একজন নৈশ প্রহরী ছিল। সেখানে গ্রাম পুলিশও ছিল। আগুনে বিদ্যালয়ের শিক্ষক হলের কিছু যন্ত্রাংশ ও আসবাবপত্র পুড়ে গেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কেরোসিন পাওয়া গেছে।

নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোণার কেন্দুয়ায় চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, খবর পেয়ে রাতেই ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। ওইসব ভোটকেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ ও আনসারসহ সংশ্লিষ্টরা ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনে পুড়ে দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনের আমতলী উপজেলায় আরপাঙ্গাসিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও একই ইউনিয়নের আরপাঙ্গাসিয়া সরকারি বিদ্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু জানান, আগুন দেখে দ্রুত সময়ের মধ্যে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খুলনা জেলা সংবাদদাতা জানান, জেলার ডুমুরিয়া ও রূপসা উপজেলার দুই স্কুলে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে এসব ঘটনা ঘটে। ডুমুরিয়া থানা পুলিশ জানায়, ভোটকেন্দ্র ভেবে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ভোট কেন্দ্র ভেবে অগ্নিসংযোগ করে। এতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে যায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, অগ্নিকা-ে বিদ্যালয়টির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ওই বিদ্যালয়টি ভোট কেন্দ্র নয়। অন্যদিকে খুলনার রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রূপসা থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ে কেরোসিন সহকারে আগুন দেওয়ার চেষ্টা করে। এ বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র। রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবীর বলেন, দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিলো। তবে নৈশ প্রহরীর ডাক চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অগ্নিকান্ডে ভবনটির একটি দরজা পুরোপুরি ও অপর বকটি দরজা আংশিক পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, সকালে বিদ্যালয়ের নাইট গ্র্ড অগ্নিসংযোগের খবর দিলে বিদ্য্লায়ে এসে দেখি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুইটি দরজায় অগ্নিসংযোগে করা হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কারা অগ্নিসংযোগ করেছে তা এখনো জানা যায়নি।

ফেনীর জেলা সংবাদদাতা জানান, ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে পেট্টোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন লাগার খবরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় স্কুলের শিক্ষক মিলনায়তনের কক্ষের আলমিরায় থাকা ডকুমেন্ট, চেয়ার, টেবিল পুড়ে যায়।
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ৮ নম্বর সিংরইল ইউনিয়নের ৮৬ নম্বর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী ভোট কেন্দ্রটি দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর রাতে কে বা কাহারা উক্ত ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। এতে ভোট কেন্দ্র তথা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নীচতলার সকল আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়া বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভোট কেন্দ্রের আশপাশের এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের সমর্থিত লোকজনরা অভিযোগ করছেন যে, মূলত নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই বিএনপি-জামায়াতের লোকজন এ অগ্নিকান্ড ঘটিয়েছে। এ বিষয়ে উক্ত ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো. মর্তুজ আলীর সাথে কথা হলে তিনি বলেন, যেহেতু দুর্বৃত্তদের আগুনে কেন্দ্রটি পুড়ে গেছে। আরেকটি নতুন ভবন রয়েছে, সেখানেই ভোট অনুষ্ঠিত হবে।

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামে নৌকা ও ঈগল মার্কা প্রতীকের সমর্থকদের সাথে সংঘর্ষ হলে নৌকা মার্কা প্রতীকের ২ সমর্থক আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০ টার দিকে শোভ দিদারপাড়া গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার বাদশার ছেলে মামনুর রশিদ ও দসারতের ছেলে নাসির আলী। জানা যায়, দিদারপাড়া গ্রামে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। এতে নৌকা মার্কার ২ সমর্থক আহত হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধীরেন্দ্রনাথ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গফরগাঁও উপজেলার পড়শীপাড়া গ্রামে। আগুনে ঐ ভাটকেন্দ্রের (স্কুলের) পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটকেন্দ্রের প্রায় ৭০ গজ দূর থেকে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ঘটনা ঘটে। বিদ্যালয়টি ভোটকেন্দ্রে হিসেবে নির্ধারিত। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের পেছনের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাফবিল্ডিং এই বিদ্যালয়ের ভবনের পাঁচটি রুমের টিনের চালা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খান জানান, খবর পেয়ে থানা পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায়। র‌্যাব, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্বাচন বানচালের নাশকতার কথা বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে।

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চুনারুঘাট উপজেলার লক্ষীপুর বাজার সংলগ্ন ধরাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুণ দেয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, মধ্যরাতে হঠাৎ করে বিদ্যালয়ের একটি কক্ষে আগুণ দেয় দুর্বৃত্তরা। পরে তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পরে। চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
উজিরপুর (বরিশাল) উপজেলা সংবাদদাতা জানান, বরিশাল নগরে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়সহ উজিরপুর উপজেলার দুই প্রাথমিক বিদ্যালয় এবং আওয়ামী লীগের এক নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বরিশাল নগরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক টুটুল চৌধুরী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে নৈশপ্রহরী আগুন জ্বলতে দেখে আগুন নিভিয়ে ফেলেছে। আগুনে নির্বাচনী কার্যালয়ের টেবিল ও ঘের দেওয়া কাপড় পুড়ে গেছে। ঘটনাস্থলে পেট্রোলের একটি বোতল পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সব কিছুই দৃষ্টিসীমার বাইরে ছিল। তাই নৈশপ্রহরী দেখতে পারেননি কারা আগুন দিয়েছে। এদিকে উজিরপুর উপজেলার ধামসর বাজার কমিটির সভাপতি ও শ্রমিক লীগ নেতা জাকির হোসেন জানান, স্কুলের বারান্দায় তার মোটরসাইকেল রাখা ছিল। সকাল সাড়ে ৬টার দিকে সবাই বাজারে নাস্তা করতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেল ও স্কুলের দরজায় আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া দরজার আংশিক পুড়ে যায়। তিনি আরও জানান, ঘটনাস্থল পুলিশ পরির্শন করেছে। পুলিশ ও নেতাদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্বান্ত নেওয়া হবে। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার বলেন, হস্তিশুন্ড এইচএম ইনস্টিটিউশনে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে আগুন দিয়েছে। তবে আগুন অল্পতেই নিভে যাওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ

পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ

গণপিটুনিকে নরমালাইজ করা নিয়ে অভিনেত্রী মেহজাবীনের পোস্ট

গণপিটুনিকে নরমালাইজ করা নিয়ে অভিনেত্রী মেহজাবীনের পোস্ট

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জে ৫ সাংবাদিক নাশকতার মামলায় আসামি

হবিগঞ্জে ৫ সাংবাদিক নাশকতার মামলায় আসামি

ঢাবিতে বর্বরোচিত গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ঢাবিতে বর্বরোচিত গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত-২

তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত-২

রাঙামাটিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদক সহ আটক-১

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদক সহ আটক-১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেলেন ড. এস এম হাসান তালুকদার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেলেন ড. এস এম হাসান তালুকদার

৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

২০ কোটি সহায়তা দিয়ে এখনও বিএনপির ত্রাণ তহবিলে ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ

২০ কোটি সহায়তা দিয়ে এখনও বিএনপির ত্রাণ তহবিলে ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ

বায়তুল মোকাররমে তুমুল হট্টোগোল-মারামারি (ভিডিওসহ)

বায়তুল মোকাররমে তুমুল হট্টোগোল-মারামারি (ভিডিওসহ)

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফিরোজ হোসেনকে গ্রেফতার

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফিরোজ হোসেনকে গ্রেফতার

বান্দরবানে বিজিবির অভিযান: অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল-জ্যামারসহ প্রযুক্তি সরঞ্জামাদি উদ্ধার

বান্দরবানে বিজিবির অভিযান: অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল-জ্যামারসহ প্রযুক্তি সরঞ্জামাদি উদ্ধার

কেরানীগঞ্জে তিন লক্ষ জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ, গ্রেফতার ২

কেরানীগঞ্জে তিন লক্ষ জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ, গ্রেফতার ২

পলাতক আওয়ামী খতিবের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষুব্ধ জনতার মিছিল

পলাতক আওয়ামী খতিবের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষুব্ধ জনতার মিছিল

মাগুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বায়তুল মোকাররমে মুসল্লিদের উপর আক্রমণ করে পালিয়ে গেলেন আওয়ামী খতিব

বায়তুল মোকাররমে মুসল্লিদের উপর আক্রমণ করে পালিয়ে গেলেন আওয়ামী খতিব

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ