ভাগনেকে বুকে জড়িয়ে লাফ দিই
০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হলেও এ সংখ্যা আরো বাড়ার শঙ্কা রয়েছে। ওই ঘটনায় ধাপে ধাপে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন আরো ৮ জন। তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। প্রতিষ্টানটির সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আটজনের কেউ শঙ্কামুক্ত নন। সবারই শ্বাসনালি দগ্ধ হয়েছে। কাউকে শঙ্কাযুক্ত বলা যাচ্ছে না। একজনের সর্বোচ্চ, আট শতাংশ দগ্ধ হয়েছে। সবচেয়ে বিপজ্জনক হলো, অনেকের বাইরে কোনো বার্নই হয়নি। তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবেন তাদের আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। চিকিৎসকরা বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। এটার দীর্ঘ মেয়াদী চিকিৎসার দরকার। রেসপেরোটরি মেডিসিনের চিকিৎসকরাও রোগীদের দেখছেন। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবেন, তাদের যে মেন্টাল ট্রমা, এটা কবে কাটবে বলা যায় না। আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়। রোগীরা ভীষণ আতঙ্কিত। এদিকে শুক্রবার রাতে ঘটনার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই নিখোঁজ স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন।
গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, অগ্নিদগ্ধ চারজনের লাশ নিতে রেলওয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন পাঁচ ব্যক্তি। এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বলেন, নিহতদের দগ্ধ লাশগুলো দেখে চেনার উপায় নেই। এখন পর্যন্ত পাঁচজন তাঁদের স্বজন নিখোঁজ বলে আবেদন জানিয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে প্রথমে লাশ গুলোর ডিএনএ পরীক্ষা হবে। পরে ময়না তদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
লাশ নিতে আবেদনকারীদের একজন চিকিৎসক দিবাকর চৌধুরী। তিনি বলেন, তার বোন চন্দ্রিমা চৌধুরী রাজবাড়ী থেকে গত শুক্রবার বেনাপোল এক্্রপ্রেস ট্রেনে করে ঢাকায় আসছিলেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। দিবাকর আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ ও আশপাশের হাসপাতালে খোঁজ নিয়ে কোথাও বোনের সন্ধান মেলেনি।
ভাগনেকে বুকে জড়িয়ে লাফ দিই: কেউ একজন পেছন থেকে বলল, আগুন লেগেছে। মুহূর্তে দাউ দাউ আগুন, কালো ধোঁয়া। আমি আরফানকে এক হাতে বুকে জড়িয়ে ধরি। আরেক হাত দিয়ে ছোট ছেলেকে ধরে ট্রেনের দরজা দিয়ে লাফ দিই। ঠিক পেছনেই ছিল বোন (এলিনা ইয়াসমিন)। নামার পর পেছনে তাকিয়ে দেখি ও নেই। হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রী ডেইজি আকতার হাহাকার নিয়ে কথাগুলো বলছিলেন উপস্থিত সাংবাদিকদের। আগুনে ডেইজির স্বামী ও দুই সন্তানের শ্বাসনালি পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর ছয় মাসের আরফানকে রুটিন পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে। সে সুস্থ আছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেইজির শ্বাসনালি কিছুটা পুড়ে গেছে। তিনি এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৫২০ নম্বর কক্ষে চিকিৎসাধীন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি শৌচাগারে যাওয়ার জন্য কক্ষ থেকে বের হয়েছিলেন। ওই সময় কক্ষের সামনে অপেক্ষারত স্বজন ও এই প্রতিবেদকের সঙ্গে অল্প সময়ের জন্য কথা বলেন তিনি। গত শুক্রবার যশোরের বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন দেওয়া হয়। এতে তিনটি কোচ পুড়ে যায়। এখন পর্যন্ত চারজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, পুড়ে যাওয়া তিনটি কোচের একটি ‘চ’তে ছিলেন ডেইজি, তার স্বামী সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মো. ইকবাল বাহার খান, দুই ছেলে আরহাম ইউসুফ খান (১০) ও রাইয়ান ইউসুফ খান (৭), মামাতো বোন (নিখোঁজ) এলিনা ইয়াসমিন ও তার ছয় মাসের ছেলে সৈয়দ আরফান হোসেন। ট্রেনে আরফান ছিল খালা ডেইজির কোলে। ডেইজি জানান, আগুন লাগার পর তার বড় ছেলে ট্রেনের এক আসন থেকে আরেক আসনে লাফিয়ে লাফিয়ে দরজার কাছে পৌঁছায়। তিনি আরফানকে বুকে জড়িয়ে ও ছোট ছেলেকে হাতে নিয়ে দরজার কাছে যান। ঠিক পেছনেই ছিলেন এলিনা। তারা একসঙ্গে সবাই ছিলেন। তারা দরজা দিয়ে আর তার স্বামী জানালা দিয়ে লাফিয়ে নামেন। নামার পর এলিনাকে না পেয়ে তারা এদিকওদিক ছোটাছুটি করতে থাকেন। ওই সময় আশপাশের সব লোক আগুন নেভানোর চেষ্টা করছিলেন। অনেকক্ষণ ছুটেও কোথাও এলিনাকে খুঁজে পাননি তারা।তিনি আরো জানান, এলিনা স্বামী ও সন্তান নিয়ে রাজধানীর মিরপুরের ৬০ ফুট রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২৭ ডিসেম্বর এলিনার বাবা সাইদুর রহমান মারা যান। সে উপলক্ষে তিনি রাজবাড়ীতে গ্রামের বাড়িতে যান। ঢাকায় ফিরছিলেন।
হাসপাতালে রোগীর স্বজনদের জন্য নির্ধারিত অপেক্ষা করার জায়গায় বসেছিলেন এলিনার ফুফু শাহনাজ পারভীন। তিনি বলছিলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাইছেন, এলিনা বেঁচে আছেন। এলিনার স্বামী সাজ্জাদ হোসেন বলেন, তিনি স্ত্রীসন্তানকে আনার জন্য রাত পৌনে ৯টায় কমলাপুর স্টেশনে অপেক্ষা করছিলেন। এলিনার মুঠোফোনে কল দেওয়ার পর এলিনা বলেছিলেন, চপল (সাজ্জাদের ডাক নাম) আমি। এরপর লাইনটি কেটে যায়। তিনি কিছু বুঝে ওঠার আগে এক ব্যক্তি তাকে বলেন, আপনি খবর পাননি! ট্রেনে তো আগুন লেগেছে। গোপীবাগে যান। সাজ্জাদ বলেন, পাসপোর্ট হয়েছে। ভিসার জন্য ছেলের মেডিকেলের কাগজপত্র তৈরি করছিলেন। ট্রেনে এলিনার কাছে থাকা ব্যাগে ছেলের চিকিৎসার অনেক কাগজপত্র ছিল। ডুকরে কেঁদে উঠে সাজ্জাদ বলেন, ও হয়তো ব্যাগটাই আনতে গিয়েছিল। এ কারণে ট্রেন থেকে নামতে পারেনি। তিনি জানান, তার স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছেন না। মর্গে যে চারটি লাশ রয়েছে, সেটা এতটাই পোড়া যে শনাক্ত করা যাচ্ছে না। লাশ শনাক্তের জন্য তিনি ডিএনএ পরীক্ষার আবেদন করবেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন। বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে যায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার